Ajker Patrika

তাপপ্রবাহ আরও ৫-৬ দিন অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুন ২০২৩, ১৭: ৩৫
তাপপ্রবাহ আরও ৫-৬ দিন অব্যাহত থাকতে পারে

দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ আগামী পাঁচ-ছয় দিন অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তির সৃষ্টি হতে পারে। 

আজ রোববার বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

গতকাল শনিবার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেছিলেন, দেশে তাপপ্রবাহের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বৃদ্ধি পেয়েছে। এতে গরম যেমন বাড়ছে, তেমনি ঘাম হচ্ছে। 

এপ্রিলে এমন তীব্র তাপপ্রবাহ থাকলেও রাতে তাপমাত্রা কম ছিল। তবে গত সাত দিনে এমন ব্যতিক্রম অবস্থার কারণ হিসেবে এই আবহাওয়াবিদ বলেন, এপ্রিলে বাতাস প্রবাহের দিক ও মে মাসের শেষ দিকে বাতাস প্রবাহের দিকের পার্থক্য রয়েছে। সে সময়ে স্থলভাগের ওপর দিয়ে বাতাস প্রবাহিত হয়েছে। তবে এখন সমুদ্র ভাগ থেকে বাতাস স্থলে প্রবাহিত হচ্ছে। স্থলভাগে এই প্রবাহ কম থাকায় জলীয় বাষ্পের আধিক্যও বৃদ্ধি পাচ্ছে। এতে স্থলভাগের রাতের তাপমাত্রাও বাড়ছে। 

এমন অবস্থা আরও তিন-চার দিন থাকতে পারে জানিয়ে গতকাল নাজমুল হক বলেছিলেন, সাধারণত এই সময়ে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এ মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে মৌসুমি বায়ুর বিস্তার ঘটতে পারে। তখন সারা দেশে একযোগে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। এখন কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও এতে তাপপ্রবাহের তেমন কোনো পার্থক্য আসবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত