নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, ‘বৈশ্বিকভাবে এখন অগ্ন্যুৎপাত হচ্ছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, সুন্দরবনের কিছু অংশ ডুবে যাওয়ায় এর আয়তন কমে গেছে। এখনই যদি আমরা পর্যাপ্ত বনায়ন নিশ্চিত করতে না পারি, তাহলে একসময় সুন্দরবন ডুবে যাবে।’
জাতীয় প্রেসক্লাবে আজ রোববার পরিবেশ ক্লাব বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এ কথা বলেন।
পরিবেশ ক্লাব বাংলাদেশের চিফ মেন্টর ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব আর্টসের ডিন অধ্যাপক ওসমান গনী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা কর্মকর্তা গাজী মো. নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘পরিবেশের ওপর বিপর্যয়কর অবস্থা ঠেকাতে আমাদের সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। পরিবেশ সুরক্ষায় বনায়নসহ পরিবেশবান্ধব কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।’
বাঘ গণনার গুরুত্ব তুলে ধরে উপমন্ত্রী বলেন, ‘বাঘের গায়ের ডোরা ডোরা দাগগুলো ভিন্ন ভিন্ন রকম হয়, যেমন আমাদের একজনের আঙুলের ছাপের সঙ্গে অন্যজনেরটা মেলে না। অথচ কেউ কেউ বলেন, বাঘ গণনার দরকার কী?’ তিনি বলেন, ‘গাছ কাটলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়, সেটা আমরা সবাই জানি। তবু আমরা পরিবেশ দূষণ করছি। অথচ আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত।’ শিল্পোন্নত দেশগুলোর অধিক মাত্রায় কার্বন নিঃসারণের কারণে বৈশ্বিক পরিবেশ হুমকির মুখে উল্লেখ করে তিনি বলেন, ‘এককভাবে এই হুমকি থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবেই এই হুমকি মোকাবিলা করতে হবে।’
অনুষ্ঠানে ক্লাবের কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন ক্লাবের সচিব ও মুখপাত্র রাকিবুল ইসলাম। এ সময় পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য সারা দেশ থেকে সাতজন সংগঠককে ‘পরিবেশ বন্ধু’ সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশবান্ধব নাটিকা প্রদর্শন করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, ‘বৈশ্বিকভাবে এখন অগ্ন্যুৎপাত হচ্ছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, সুন্দরবনের কিছু অংশ ডুবে যাওয়ায় এর আয়তন কমে গেছে। এখনই যদি আমরা পর্যাপ্ত বনায়ন নিশ্চিত করতে না পারি, তাহলে একসময় সুন্দরবন ডুবে যাবে।’
জাতীয় প্রেসক্লাবে আজ রোববার পরিবেশ ক্লাব বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এ কথা বলেন।
পরিবেশ ক্লাব বাংলাদেশের চিফ মেন্টর ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব আর্টসের ডিন অধ্যাপক ওসমান গনী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা কর্মকর্তা গাজী মো. নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘পরিবেশের ওপর বিপর্যয়কর অবস্থা ঠেকাতে আমাদের সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। পরিবেশ সুরক্ষায় বনায়নসহ পরিবেশবান্ধব কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।’
বাঘ গণনার গুরুত্ব তুলে ধরে উপমন্ত্রী বলেন, ‘বাঘের গায়ের ডোরা ডোরা দাগগুলো ভিন্ন ভিন্ন রকম হয়, যেমন আমাদের একজনের আঙুলের ছাপের সঙ্গে অন্যজনেরটা মেলে না। অথচ কেউ কেউ বলেন, বাঘ গণনার দরকার কী?’ তিনি বলেন, ‘গাছ কাটলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়, সেটা আমরা সবাই জানি। তবু আমরা পরিবেশ দূষণ করছি। অথচ আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত।’ শিল্পোন্নত দেশগুলোর অধিক মাত্রায় কার্বন নিঃসারণের কারণে বৈশ্বিক পরিবেশ হুমকির মুখে উল্লেখ করে তিনি বলেন, ‘এককভাবে এই হুমকি থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবেই এই হুমকি মোকাবিলা করতে হবে।’
অনুষ্ঠানে ক্লাবের কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন ক্লাবের সচিব ও মুখপাত্র রাকিবুল ইসলাম। এ সময় পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য সারা দেশ থেকে সাতজন সংগঠককে ‘পরিবেশ বন্ধু’ সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশবান্ধব নাটিকা প্রদর্শন করা হয়।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
১৫ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
১৫ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১ দিন আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
২ দিন আগে