কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এবার ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির এটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ২ ফুট। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জোয়ারের পানিতে সৈকতের জিরো পয়েন্টে এটি ভেসে আসে।
খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে মাটি চাপা দেয়। এ সময় ডলফিনটি এক নজর দেখতে ভিড় করেন কুয়াকাটায় আগত পর্যটকেরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন একটি ডোবায় ৫ ফুট দৈর্ঘ্যের জীবিত ডলফিন ভেসে এসেছিল। পরে বিকেলে ডলফিনটি বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে তীরে আসতে দেখি ডলফিনটিকে। ধারণা করছি, এটি দুই থেকে তিন দিন আগে মারা গেছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমি বন বিভাগ ও ইকো–ফিশের ব্লু গার্ড সদস্যদের খবর দেই।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার আজকের পত্রিকাকে বলেন, এটি বোটলনোজ প্রজাতির ডলফিন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ব্লু–গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে ডলফিন নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।’
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এবার ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির এটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ২ ফুট। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জোয়ারের পানিতে সৈকতের জিরো পয়েন্টে এটি ভেসে আসে।
খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে মাটি চাপা দেয়। এ সময় ডলফিনটি এক নজর দেখতে ভিড় করেন কুয়াকাটায় আগত পর্যটকেরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন একটি ডোবায় ৫ ফুট দৈর্ঘ্যের জীবিত ডলফিন ভেসে এসেছিল। পরে বিকেলে ডলফিনটি বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে তীরে আসতে দেখি ডলফিনটিকে। ধারণা করছি, এটি দুই থেকে তিন দিন আগে মারা গেছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমি বন বিভাগ ও ইকো–ফিশের ব্লু গার্ড সদস্যদের খবর দেই।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার আজকের পত্রিকাকে বলেন, এটি বোটলনোজ প্রজাতির ডলফিন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ব্লু–গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে ডলফিন নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।’
অতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
৭ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। সকাল ৬টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ২৯১। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়...
১০ ঘণ্টা আগেকক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সম্মেলনে তিনি এ কথা বলেন।
১ দিন আগেঅবিলম্বে প্রাণ-প্রকৃতি পুনরুদ্ধার ও কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ না নেওয়া হলে ২০৭০-২০৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজ এক গবেষণা প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প
১ দিন আগে