Ajker Patrika

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আজকের পত্রিকা ডেস্ক
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঢাকা: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাট ও ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ সোমবার রাত ৮টার দিকে হালকা বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ভ্যাপসা গরমের মধ্যে শুরু হওয়া বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন বাগেরহাট ও ভোলাবাসী । অবশ্য এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি বাগেরহাটে। মাত্র ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে বৃষ্টি থেমে যায়। আবার ভ্যাপসা গরম শুরু হয়। কিন্তু ভোলায় বৃষ্টি অব্যাহত আছে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের প্রস্তুতি সভার পর জেলা প্রশাসকের নির্দেশে আজ জেলার সব উপজেলার প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ঘূর্ণিঝড় প্রস্তুতি সভা করেছেন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। জেলা প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি, গ্রামীণ জন উন্নয়ন সংস্থাসহ বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় বিষয়ে জরুরি প্রস্তুতি সভা করেছে খুলেছে কন্ট্রোল রুম।

BagerhatYaasPic2বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টিতে অনেককে ভিজতে আবার অনেককে ছাতা নিয়ে বাজার করতে দেখা গেছে। বৃষ্টিতে ছাতা মাথায় শহরে বাজার করতে আসা বেসরকারি একটি কলেজের অধ্যাপক মাসুদুল হক বলেন, একদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব অন্যদিকে টানা কয়েক দিনের দাবদাহের মধ্যে একটু বৃষ্টি ভালো লেগেছে। তবে বৃষ্টি আরও বেশি হলে ভালো হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত