ফ্যাক্টচেক ডেস্ক
ফিলিস্তিনের গাজায় হামাস-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে বিশ্বের নানা প্রান্তে চলছে বয়কট আন্দোলন। ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে এই আন্দোলনের তালিকায় নাম আছে কোমল পানীয় কোকা-কোলারও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিজে রাখা কোকা-কোলার কিছু বোতলের সঙ্গে ‘We support Palestine’ লেখা একটি আরেকটি বোতলের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘এখন আর মানুষ কিনে না। তাই সাপোর্ট ফিলি*স্তিন লাগাইছে। ...এটাকে বয়কট করাই উচিত।’
১০ ফেব্রুয়ারি ফেসবুকে ‘সুন্দর গাজীপুর গড়ি’ নামের এক পেজ থেকে শেয়ার করা এমন এক ছবি আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২টা পর্যন্ত সাড়ে তিন হাজারের মতো শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজার। মন্তব্য পড়েছে ১ হাজারের ওপরে। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীরা কোকা-কোলাকে বর্জনের আহ্বান জানিয়েছেন। এস এম আহমেদ আলী লিখেছেন, ‘যতই সাপোর্ট লেখুক, ওগুলো প্রত্যাখ্যান করি।’, এস এম স্বপন লিখেছেন, ‘যত যাই করুন না কেন এসব আমরা খাব না।’
এই পোস্ট ছাড়াও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ‘We support Palestine’ লেখা বোতলটি কোকা-কোলার বোতল দাবি করে পোস্ট করতে দেখা গেছে। যেমন অ্যাডমিশন বুস্টার নামের একটি পেজ থেকে বোতলের ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘শেষ পর্যন্ত কোকা-কোলা লাইনে আসছে।’
‘We support Palestine’ বোতলটি কি কোকা-কোলার? যাচাই করে দেখেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
যাচাইয়ে দেখা যায়, ভাইরাল ছবিটিতে বিদ্যমান কোমল পানীয়র বোতলগুলোর মোড়কে থাকা বারকোড ও কিউ আর কোডের স্থানের মধ্যে অমিল পাওয়া যায়। ‘We support Palestine’ লেখা বোতলটিতে বারকোড ও কিউআর কোডের অবস্থান ভূমির সমান্তরালে। বিপরীতে পাশে থাকা কোকা-কোলার বোতলগুলোতে বারকোড ও কিউ আর কোডের অবস্থান লম্বালম্বিভাবে।
তবে অনুসন্ধানে দেখা যায়, কোকা-কোলা দাবিতে প্রচারিত বোতলের বারকোড ও কিউ আর কোডের অবস্থানের সঙ্গে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ড মোজোর মোড়কে বারকোড ও কিউ আর কোডের অবস্থানের মিল আছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনের সমর্থনে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ড মোজো ‘We support Palestine, Donate for Palestine, 1 TK from each bottle sold’ শিরোনামে সম্প্রতি একটি প্রচারণা চালায়। কোকা-কোলা দাবিতে প্রচারিত ভাইরাল বোতলের মোড়কের ছবিতেও একই লেখা দেখা যায়।
পরে রিভার্স ইমেজ সার্চে ‘দেশ বিদেশের বিজ্ঞাপন’ নামের ৫ লাখ ২১ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজে সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পেজটিতে গত ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১৪ মিনিটে দেওয়া পোস্টটির ক্যাপশনে লেখা, ‘আন্ডারকাভার এজেন্ট।’ এই পেজের পোস্টটি ১ হাজারের বেশি শেয়ার হয়েছে। এতে রিঅ্যাকশন পড়েছে ৪৫ হাজারের বেশি।
পেজটির পরিচয়ে লেখা ‘We love advertising।’ পেজটি ঘুরে বিভিন্ন কোম্পানি ও পণ্যের বিজ্ঞাপনের বিষয়ে পোস্ট দিতে দেখা যায়।
একই পেজে ১১ ফেব্রুয়ারি রাত ১০টা ৫৪ মিনিটে দেওয়া আরেকটি পোস্ট পাওয়া যায়। তাতে বলা হয়, ‘পরশুদিন এক দোকানে চা খেতে গেছি। গিয়ে দেখি, কোকের ফ্রিজে সব কোক, শুধু একটি বোতল মোজোর। মোজোর নাম দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে উই সাপোর্ট ফিলিস্তিন অংশটুকু। কোক আর মোজো—দুটিরই সেম কালার। তো আমি সেটার ছবি তুলে পেইজে পোস্ট করে লিখলাম, আন্ডারকাভার এজেন্ট। এর অর্থ হলো, মোজো, কোকের ডেরায় ঢুকে লুকিয়ে কোকের তথ্য নিচ্ছে। এটি একটি ফানি পোস্ট। আর বহু পাবলিক মনে করছে যে কোকও বয়কট বিপদ থেকে বাঁচতে বোতলে উই সাপোর্ট ফিলিস্তিন লেখা লিখেছে। এত ছাগল নিয়ে এ দেশ কী করিবে?’
স্পষ্টত, মোড়কে ‘We support Palestine’ লেখা বোতলটি কোকা-কোলার নয়, দেশীয় কোমল পানীয় মোজোর। কোকা-কোলা সাম্প্রতিক সময়ে এমন কোনো বোতল বাজারে এনেছে বলেও জানা যায় না। মূলত, বিজ্ঞাপন নিয়ে কনটেন্ট বানানো একটি পেজের মজাচ্ছলে আপলোড করা মোজোর বোতলের ছবিই কোকা-কোলার বোতলের ছবি দাবি করে ফেসবুকে ছড়ানো হচ্ছে।
ফিলিস্তিনের গাজায় হামাস-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে বিশ্বের নানা প্রান্তে চলছে বয়কট আন্দোলন। ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে এই আন্দোলনের তালিকায় নাম আছে কোমল পানীয় কোকা-কোলারও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিজে রাখা কোকা-কোলার কিছু বোতলের সঙ্গে ‘We support Palestine’ লেখা একটি আরেকটি বোতলের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘এখন আর মানুষ কিনে না। তাই সাপোর্ট ফিলি*স্তিন লাগাইছে। ...এটাকে বয়কট করাই উচিত।’
১০ ফেব্রুয়ারি ফেসবুকে ‘সুন্দর গাজীপুর গড়ি’ নামের এক পেজ থেকে শেয়ার করা এমন এক ছবি আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২টা পর্যন্ত সাড়ে তিন হাজারের মতো শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজার। মন্তব্য পড়েছে ১ হাজারের ওপরে। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীরা কোকা-কোলাকে বর্জনের আহ্বান জানিয়েছেন। এস এম আহমেদ আলী লিখেছেন, ‘যতই সাপোর্ট লেখুক, ওগুলো প্রত্যাখ্যান করি।’, এস এম স্বপন লিখেছেন, ‘যত যাই করুন না কেন এসব আমরা খাব না।’
এই পোস্ট ছাড়াও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ‘We support Palestine’ লেখা বোতলটি কোকা-কোলার বোতল দাবি করে পোস্ট করতে দেখা গেছে। যেমন অ্যাডমিশন বুস্টার নামের একটি পেজ থেকে বোতলের ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘শেষ পর্যন্ত কোকা-কোলা লাইনে আসছে।’
‘We support Palestine’ বোতলটি কি কোকা-কোলার? যাচাই করে দেখেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
যাচাইয়ে দেখা যায়, ভাইরাল ছবিটিতে বিদ্যমান কোমল পানীয়র বোতলগুলোর মোড়কে থাকা বারকোড ও কিউ আর কোডের স্থানের মধ্যে অমিল পাওয়া যায়। ‘We support Palestine’ লেখা বোতলটিতে বারকোড ও কিউআর কোডের অবস্থান ভূমির সমান্তরালে। বিপরীতে পাশে থাকা কোকা-কোলার বোতলগুলোতে বারকোড ও কিউ আর কোডের অবস্থান লম্বালম্বিভাবে।
তবে অনুসন্ধানে দেখা যায়, কোকা-কোলা দাবিতে প্রচারিত বোতলের বারকোড ও কিউ আর কোডের অবস্থানের সঙ্গে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ড মোজোর মোড়কে বারকোড ও কিউ আর কোডের অবস্থানের মিল আছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনের সমর্থনে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ড মোজো ‘We support Palestine, Donate for Palestine, 1 TK from each bottle sold’ শিরোনামে সম্প্রতি একটি প্রচারণা চালায়। কোকা-কোলা দাবিতে প্রচারিত ভাইরাল বোতলের মোড়কের ছবিতেও একই লেখা দেখা যায়।
পরে রিভার্স ইমেজ সার্চে ‘দেশ বিদেশের বিজ্ঞাপন’ নামের ৫ লাখ ২১ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজে সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পেজটিতে গত ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১৪ মিনিটে দেওয়া পোস্টটির ক্যাপশনে লেখা, ‘আন্ডারকাভার এজেন্ট।’ এই পেজের পোস্টটি ১ হাজারের বেশি শেয়ার হয়েছে। এতে রিঅ্যাকশন পড়েছে ৪৫ হাজারের বেশি।
পেজটির পরিচয়ে লেখা ‘We love advertising।’ পেজটি ঘুরে বিভিন্ন কোম্পানি ও পণ্যের বিজ্ঞাপনের বিষয়ে পোস্ট দিতে দেখা যায়।
একই পেজে ১১ ফেব্রুয়ারি রাত ১০টা ৫৪ মিনিটে দেওয়া আরেকটি পোস্ট পাওয়া যায়। তাতে বলা হয়, ‘পরশুদিন এক দোকানে চা খেতে গেছি। গিয়ে দেখি, কোকের ফ্রিজে সব কোক, শুধু একটি বোতল মোজোর। মোজোর নাম দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে উই সাপোর্ট ফিলিস্তিন অংশটুকু। কোক আর মোজো—দুটিরই সেম কালার। তো আমি সেটার ছবি তুলে পেইজে পোস্ট করে লিখলাম, আন্ডারকাভার এজেন্ট। এর অর্থ হলো, মোজো, কোকের ডেরায় ঢুকে লুকিয়ে কোকের তথ্য নিচ্ছে। এটি একটি ফানি পোস্ট। আর বহু পাবলিক মনে করছে যে কোকও বয়কট বিপদ থেকে বাঁচতে বোতলে উই সাপোর্ট ফিলিস্তিন লেখা লিখেছে। এত ছাগল নিয়ে এ দেশ কী করিবে?’
স্পষ্টত, মোড়কে ‘We support Palestine’ লেখা বোতলটি কোকা-কোলার নয়, দেশীয় কোমল পানীয় মোজোর। কোকা-কোলা সাম্প্রতিক সময়ে এমন কোনো বোতল বাজারে এনেছে বলেও জানা যায় না। মূলত, বিজ্ঞাপন নিয়ে কনটেন্ট বানানো একটি পেজের মজাচ্ছলে আপলোড করা মোজোর বোতলের ছবিই কোকা-কোলার বোতলের ছবি দাবি করে ফেসবুকে ছড়ানো হচ্ছে।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১৬ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ দিন আগে