অনলাইন ডেস্ক
বাংলাদেশে গত ফেব্রুয়ারি মাসে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা দেখেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (এসএসিএমআইডি)। ভুল তথ্য শনাক্তকরণে কাজ করা দেশের পাঁচটি ফ্যাক্টচেকিং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানগুলো হলো, রিউমর স্ক্যানার, বুম বাংলাদেশ, ফ্যাক্ট ওয়াচ, ডিসমিস ল্যাব এবং আজকের পত্রিকা।
গতকাল সোমবার (৪ মার্চ) প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করে। এসএসিএমআইডি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত একটি স্বাধীন গণমাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠান।
এসএসিএমআইডি জানায়, প্রতিষ্ঠানটি ২০২৩ সালের ১ নভেম্বর থেকে নিজস্ব মনিটরিং টুলের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টচেকিং ওয়েবসাইটের ফ্যাক্টচেক কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে তারা বাংলাদেশে বিভিন্ন বিষয়ে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়তে দেখেছে। এর মধ্যে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের শনাক্ত করা ভুল তথ্যের সংখ্যা ৫১টি। এই ক্ষেত্রে আজকের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
আজকের পত্রিকার শনাক্ত করা ৫১টি ভুলের মধ্যে জাতীয় বিষয়ক ৯টি, শিক্ষা ও বিনোদনমূলক ৮টি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ৭টি, আন্তর্জাতিক, খেলাধুলা ও স্বাস্থ্যবিষয়ক ৫টি এবং ধর্মবিষয়ক ৪টি।
এসএসিএমআইডি আরও জানায়, এসবের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে জাতীয় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, যা মোট ভুল তথ্যের ২৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে রাজনীতি, খেলাধুলা ও বিনোদন। মোট ভুলের ১৩ শতাংশ এসব বিষয়ে। তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আন্তর্জাতিক ও শিক্ষা বিষয়ক ভুল তথ্য। মোট ভুলের ১১ শতাংশ এসব বিষয়ে।
প্রসঙ্গত, আজকের পত্রিকা ২০২১ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই ফ্যাক্টচেক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঝে কিছুদিন লোকবল স্বল্পতায় এই কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও গত বছরের নভেম্বর থেকে পুনরায় ফ্যাক্টচেক বিভাগ পুরোদমে চালু করেছে।
বাংলাদেশে গত ফেব্রুয়ারি মাসে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা দেখেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (এসএসিএমআইডি)। ভুল তথ্য শনাক্তকরণে কাজ করা দেশের পাঁচটি ফ্যাক্টচেকিং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানগুলো হলো, রিউমর স্ক্যানার, বুম বাংলাদেশ, ফ্যাক্ট ওয়াচ, ডিসমিস ল্যাব এবং আজকের পত্রিকা।
গতকাল সোমবার (৪ মার্চ) প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করে। এসএসিএমআইডি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত একটি স্বাধীন গণমাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠান।
এসএসিএমআইডি জানায়, প্রতিষ্ঠানটি ২০২৩ সালের ১ নভেম্বর থেকে নিজস্ব মনিটরিং টুলের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টচেকিং ওয়েবসাইটের ফ্যাক্টচেক কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে তারা বাংলাদেশে বিভিন্ন বিষয়ে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়তে দেখেছে। এর মধ্যে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের শনাক্ত করা ভুল তথ্যের সংখ্যা ৫১টি। এই ক্ষেত্রে আজকের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
আজকের পত্রিকার শনাক্ত করা ৫১টি ভুলের মধ্যে জাতীয় বিষয়ক ৯টি, শিক্ষা ও বিনোদনমূলক ৮টি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ৭টি, আন্তর্জাতিক, খেলাধুলা ও স্বাস্থ্যবিষয়ক ৫টি এবং ধর্মবিষয়ক ৪টি।
এসএসিএমআইডি আরও জানায়, এসবের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে জাতীয় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, যা মোট ভুল তথ্যের ২৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে রাজনীতি, খেলাধুলা ও বিনোদন। মোট ভুলের ১৩ শতাংশ এসব বিষয়ে। তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আন্তর্জাতিক ও শিক্ষা বিষয়ক ভুল তথ্য। মোট ভুলের ১১ শতাংশ এসব বিষয়ে।
প্রসঙ্গত, আজকের পত্রিকা ২০২১ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই ফ্যাক্টচেক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঝে কিছুদিন লোকবল স্বল্পতায় এই কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও গত বছরের নভেম্বর থেকে পুনরায় ফ্যাক্টচেক বিভাগ পুরোদমে চালু করেছে।
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
৩ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
৩ দিন আগে