ফ্যাক্টচেক ডেস্ক
চলছে টি–টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পর্ব। ৮ দলের এই পর্ব থেকে সেরা চার দল নিয়ে হবে সেমি ফাইনাল। এই ৮ দলের মধ্যে গ্রুপ ২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও আফগানিস্তান। গত ২৩ জুন আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। যদিও গত ২০ জুন সুপার এইটের প্রথম ম্যাচে ৪৭ রানের বিশাল ব্যবধানে ভারতের কাছে হেরেছে। এই ম্যাচের পর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। সেই মন্তব্যটি আফগান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খানের বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল মন্তব্যটি হলো-‘বিরাট কোহলি, রোহিত শর্মা আমাদের জন্য ঈশ্বরের রূপ। আমরা ও আমাদের দল বুমরাহ ছাড়া এবং কোনো বড়ো খেলোয়াড় ছাড়া এতদূর পর্যন্ত পৌঁছেছি, তার পেছনে ভারতীয়দের আশীর্বাদ রয়েছে! আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের দল ও ভারতীয় দল ফাইনাল খেলতে পারি এবং সেখানে যদি আমরা হেরেও যাই তবুও আমরা দুঃখিত হবো না, কারণ আমরাও ভারতের অংশ।’ কিছু ভারতীয় অ্যাকাউন্ট থেকে রশিদ খানের বলে কথিত মন্তব্যটি পোস্ট করে লেখা হয়, কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তা আফগানিস্তানের কাছ থেকে বাংলাদেশের শেখা উচিত!
রশিদ খানের বলে কথিত ভাইরাল মন্তব্যটি যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ফেসবুকে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধান করে রশিদ খানের কথিত মন্তব্যের সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ‘সুব্রত মজুমদার’ নামের ফেসবুক অ্যাকাউন্টে।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, রশিদ খানের কথিত মন্তব্যটি নিয়ে এটিই সম্ভাব্য প্রথম পোস্ট। পোস্টটি দেওয়া হয় গত ২২ জুন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, অর্থাৎ আফগানিস্তানের ভারতের কাছে হারার পর। পোস্টটি আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টা পর্যন্ত ৪ হাজার ৩০০ বার শেয়ার হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৯১ হাজারের বেশি। তবে পোস্টে রশিদ খানের কথিত মন্তব্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরে পোস্টদাতা অ্যাকাউন্টটির পরিচয় সম্পর্কে অনুসন্ধানে দেখা যায়, পেজটি ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর থেকে পরিচালিত হয়। পেজটির পরিচয়ে লেখা রয়েছে, ‘আমি কট্টর হিন্দু, আমি নরেন্দ্র মোদির সৈনিক, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।’ পোস্টটির কমেন্টবক্সেও অনেক ভারতীয় অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে বাংলাদেশের জনগণ ও ক্রিকেটারদের আফগানিস্তান ক্রিকেট দলের থেকে শেখার আহ্বান জানানো হয়েছে।
পরে রশিদ খানের বলে কথিত মন্তব্যটির সূত্রের খোঁজে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চ করে ভারতের কাছে হারার পর রশিদ খানের প্রতিক্রিয়া নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। তাতে লেখা হয়েছে, ভারতের কাছে হারের প্রতিক্রিয়ায় রশিদ খান বলেছেন, এটি এমন একটি সারফেস যেখানে তারা ১৭০–১৮০ রান তাড়া করতে পারত। বড় দলের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে সেটা তাদের দলের চিন্তা করা উচিত। কীভাবে এই ধরনের স্কোর তাড়া করতে হবে, সেটাও ভাবা উচিত।নিজের শারিরীক অবস্থার প্রসঙ্গে রশিদ খান আরও বলেন, তাঁর ভালো লাগছে। আইপিএলে একটু কষ্ট হয়েছিল। তিনি এখন ধারাবাহিকভাবে ঠিক জায়গায় বল করতে পারেন। তাঁর দল মাঝে মাঝে নিজেদের দক্ষতা ভুলে যায়। যদি কন্ডিশন ঠিক থাকে, তাহলে তারা সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনেও রশিদ খানের একই বক্তব্য পাওয়া যায়।
স্বভাবতই, বিরাট কোহলি, রোহিত শর্মাকে আফগান ক্রিকেট দলের জন্য ‘ঈশ্বরের রূপ’ বা আফগান ক্রিকেট ভারতের অংশ-এমন মন্তব্য অধিনায়ক রশিদ খান করলে সেটি অন্তত ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতো। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমসহ আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে রশিদ খানের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ থেকেই স্পষ্ট যে, বিরাট কোহলি, রোহিত শর্মা আফগান ক্রিকেটের জন্য ‘ঈশ্বরের রূপ’ বা আফগান ক্রিকেট ভারতের অংশ দাবিতে রশিদ খানের কথিত মন্তব্যটি বানোয়াট ও ভিত্তিহীন।
প্রসঙ্গত, সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা আফগানিস্তান দলটির নিজের দেশে কোনো হোম ভেন্যু নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভারতের গ্রেটার নয়দা এবং কানপুরকে আফগানিস্তান ক্রিকেট দলের হোম ভেন্যু হিসাবে ব্যবহারের অনুমতি দিয়েছে। ২০১৫ সাল থেকে আফগানিস্তান তাদের ‘হোম’ ম্যাচগুলো ভারতের দেরাদুন, লক্ষ্মৌ এবং গ্রেটার নয়দায় আয়োজন করে আসছে।
চলছে টি–টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পর্ব। ৮ দলের এই পর্ব থেকে সেরা চার দল নিয়ে হবে সেমি ফাইনাল। এই ৮ দলের মধ্যে গ্রুপ ২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও আফগানিস্তান। গত ২৩ জুন আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। যদিও গত ২০ জুন সুপার এইটের প্রথম ম্যাচে ৪৭ রানের বিশাল ব্যবধানে ভারতের কাছে হেরেছে। এই ম্যাচের পর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। সেই মন্তব্যটি আফগান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খানের বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল মন্তব্যটি হলো-‘বিরাট কোহলি, রোহিত শর্মা আমাদের জন্য ঈশ্বরের রূপ। আমরা ও আমাদের দল বুমরাহ ছাড়া এবং কোনো বড়ো খেলোয়াড় ছাড়া এতদূর পর্যন্ত পৌঁছেছি, তার পেছনে ভারতীয়দের আশীর্বাদ রয়েছে! আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের দল ও ভারতীয় দল ফাইনাল খেলতে পারি এবং সেখানে যদি আমরা হেরেও যাই তবুও আমরা দুঃখিত হবো না, কারণ আমরাও ভারতের অংশ।’ কিছু ভারতীয় অ্যাকাউন্ট থেকে রশিদ খানের বলে কথিত মন্তব্যটি পোস্ট করে লেখা হয়, কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তা আফগানিস্তানের কাছ থেকে বাংলাদেশের শেখা উচিত!
রশিদ খানের বলে কথিত ভাইরাল মন্তব্যটি যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ফেসবুকে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধান করে রশিদ খানের কথিত মন্তব্যের সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ‘সুব্রত মজুমদার’ নামের ফেসবুক অ্যাকাউন্টে।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, রশিদ খানের কথিত মন্তব্যটি নিয়ে এটিই সম্ভাব্য প্রথম পোস্ট। পোস্টটি দেওয়া হয় গত ২২ জুন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, অর্থাৎ আফগানিস্তানের ভারতের কাছে হারার পর। পোস্টটি আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টা পর্যন্ত ৪ হাজার ৩০০ বার শেয়ার হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৯১ হাজারের বেশি। তবে পোস্টে রশিদ খানের কথিত মন্তব্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরে পোস্টদাতা অ্যাকাউন্টটির পরিচয় সম্পর্কে অনুসন্ধানে দেখা যায়, পেজটি ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর থেকে পরিচালিত হয়। পেজটির পরিচয়ে লেখা রয়েছে, ‘আমি কট্টর হিন্দু, আমি নরেন্দ্র মোদির সৈনিক, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।’ পোস্টটির কমেন্টবক্সেও অনেক ভারতীয় অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে বাংলাদেশের জনগণ ও ক্রিকেটারদের আফগানিস্তান ক্রিকেট দলের থেকে শেখার আহ্বান জানানো হয়েছে।
পরে রশিদ খানের বলে কথিত মন্তব্যটির সূত্রের খোঁজে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চ করে ভারতের কাছে হারার পর রশিদ খানের প্রতিক্রিয়া নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। তাতে লেখা হয়েছে, ভারতের কাছে হারের প্রতিক্রিয়ায় রশিদ খান বলেছেন, এটি এমন একটি সারফেস যেখানে তারা ১৭০–১৮০ রান তাড়া করতে পারত। বড় দলের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে সেটা তাদের দলের চিন্তা করা উচিত। কীভাবে এই ধরনের স্কোর তাড়া করতে হবে, সেটাও ভাবা উচিত।নিজের শারিরীক অবস্থার প্রসঙ্গে রশিদ খান আরও বলেন, তাঁর ভালো লাগছে। আইপিএলে একটু কষ্ট হয়েছিল। তিনি এখন ধারাবাহিকভাবে ঠিক জায়গায় বল করতে পারেন। তাঁর দল মাঝে মাঝে নিজেদের দক্ষতা ভুলে যায়। যদি কন্ডিশন ঠিক থাকে, তাহলে তারা সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনেও রশিদ খানের একই বক্তব্য পাওয়া যায়।
স্বভাবতই, বিরাট কোহলি, রোহিত শর্মাকে আফগান ক্রিকেট দলের জন্য ‘ঈশ্বরের রূপ’ বা আফগান ক্রিকেট ভারতের অংশ-এমন মন্তব্য অধিনায়ক রশিদ খান করলে সেটি অন্তত ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতো। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমসহ আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে রশিদ খানের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ থেকেই স্পষ্ট যে, বিরাট কোহলি, রোহিত শর্মা আফগান ক্রিকেটের জন্য ‘ঈশ্বরের রূপ’ বা আফগান ক্রিকেট ভারতের অংশ দাবিতে রশিদ খানের কথিত মন্তব্যটি বানোয়াট ও ভিত্তিহীন।
প্রসঙ্গত, সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা আফগানিস্তান দলটির নিজের দেশে কোনো হোম ভেন্যু নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভারতের গ্রেটার নয়দা এবং কানপুরকে আফগানিস্তান ক্রিকেট দলের হোম ভেন্যু হিসাবে ব্যবহারের অনুমতি দিয়েছে। ২০১৫ সাল থেকে আফগানিস্তান তাদের ‘হোম’ ম্যাচগুলো ভারতের দেরাদুন, লক্ষ্মৌ এবং গ্রেটার নয়দায় আয়োজন করে আসছে।
পরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
১৩ ঘণ্টা আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
২১ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১ দিন আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
৩ দিন আগে