ফ্যাক্টচেক ডেস্ক
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলা ও মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। গত সপ্তাহের শেষেই তিনি আলোচনায় এসেছিলেন ‘টেসলা পাই’ নামের একটি ফোন ঘিরে। এই ফোন নিয়ে পাকিস্তানি একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, কখনোই রিচার্জ করতে হবে না, স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ, আন্তগ্রহ যোগাযোগের অনন্য ফিচার নিয়ে এই বছরের শেষনাগাদ বাজারে আসবে পাই ফোন। যদিও অনুসন্ধানে জানা যায়, দাবিটি গুজব।
ইলন মাস্ক এবার আলোচনায় এসেছেন মানবাকৃতির রোবট নিয়ে।
‘grg 23’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৬ অক্টোবর (বুধবার) নারীর অবয়বে বানানো একটি রোবটের সঙ্গে চুম্বনরত অবস্থায় ইলন মাস্কের দুটি ছবি পোস্ট করে দাবি করা হয়, ইলন মাস্ক বলেছেন, তাঁর উদ্ভাবিত মানবাকৃতির রোবটের সঙ্গে যৌনতা সম্ভব। পোস্টটি আজ সোমবার বেলা ১টা পর্যন্ত ৩ হাজারের বেশি শেয়ার হয়েছে। রিঅ্যাকশন পড়েছে ২০ হাজার।জর্জিয়া থেকে পরিচালিত ‘grg 23’ নামের পেজটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্টভিত্তিক। তবে বাংলাদেশি অনেক ফেসবুক ব্যবহারকারীকে পোস্টটি কোনো ধরনের ডিসক্লেইমার ছাড়া শেয়ার দিতে দেখা গেছে।
রোবটের সঙ্গে চুম্বনরত অবস্থায় ইলন মাস্কের ছবি দুটি রিভার্স ইমেজ সার্চে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৩ সালের ২৬ মে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, রোবটের সঙ্গে ইলন মাস্কের ভাইরাল ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ওই বছরের ৩ মে ‘Guerrero Art’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘এআই আর্ট ইউনিভার্স’ নামের গ্রুপে পোস্ট করা হয়। পোস্টে ইলন মাস্কের রোবটের সঙ্গে চুম্বনের আরও বেশ কিছু ছবি রয়েছে এবং ছবিগুলো এআইয়ের সাহায্যে কীভাবে তৈরি করা হয়েছে সেটির প্রম্পট (লিখিত নির্দেশনা) দেওয়া হয়।
এএফপির প্রতিবেদনটি থেকে ‘Guerrero Art’ পেজটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকার তথ্যও পাওয়া যায়। ইনস্টাগ্রামের একটি পোস্টে ‘Guerrero Art’–এর করা মন্তব্যের বরাত দিয়ে এএফপি জানায়, ইলন মাস্কের ছবিগুলো তৈরিতে এআই টুল মিডজার্নি ব্যবহার করা হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর ২০২৩ সালের ১৮ মে প্রকাশিত একটি প্রতিবেদনেও ইলন মাস্কের রোবট স্ত্রী বা সঙ্গী আনার তথ্যটি সত্য নয় বলে জানানো হয়। একই সঙ্গে রোবটের সঙ্গে ইলন মাস্কের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে জানানো হয়।
প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানেও মানবাকৃতির রোবটের সঙ্গে যৌনতার সম্ভাব্যতা নিয়ে ইলন মাস্ক এমন কোনো বক্তব্য দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
মাস্কের প্রতিষ্ঠান টেসলা জানিয়েছে, ২০২৬ সাল থেকে তারা মানবাকৃতির রোবটের বাণিজ্যিক উৎপাদন ও ব্যবহার শুরু করতে যাচ্ছে। অপটিমাস নামের সেই রোবটটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘উই রোবট’ নামের একটি ইভেন্টে ‘অপটিমাস’ রোবট উন্মোচন করেন ইলন মাস্ক। ইভেন্টটিতে একাধিক অপটিমাস রোবট চলাফেরা করতে এবং উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলতে, পানীয় পরিবেশন ও উপহার বিতরণ করতে দেখা যায়। অপটিমাসের সক্ষমতাকে প্রায় অসীম বলে বর্ণনা করেছেন মাস্ক।
মাস্ক বলেন, অপটিমাস কুকুর নিয়ে পার্কে হাঁটতে পারে, শিশুর দেখাশোনা করতে পারে, বাড়ির আশপাশের ঝোপজঙ্গল পরিষ্কার করতে পারে। এটির মূল্য ২০ থেকে ৩০ হাজার ডলার হতে পারে।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলা ও মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। গত সপ্তাহের শেষেই তিনি আলোচনায় এসেছিলেন ‘টেসলা পাই’ নামের একটি ফোন ঘিরে। এই ফোন নিয়ে পাকিস্তানি একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, কখনোই রিচার্জ করতে হবে না, স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ, আন্তগ্রহ যোগাযোগের অনন্য ফিচার নিয়ে এই বছরের শেষনাগাদ বাজারে আসবে পাই ফোন। যদিও অনুসন্ধানে জানা যায়, দাবিটি গুজব।
ইলন মাস্ক এবার আলোচনায় এসেছেন মানবাকৃতির রোবট নিয়ে।
‘grg 23’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৬ অক্টোবর (বুধবার) নারীর অবয়বে বানানো একটি রোবটের সঙ্গে চুম্বনরত অবস্থায় ইলন মাস্কের দুটি ছবি পোস্ট করে দাবি করা হয়, ইলন মাস্ক বলেছেন, তাঁর উদ্ভাবিত মানবাকৃতির রোবটের সঙ্গে যৌনতা সম্ভব। পোস্টটি আজ সোমবার বেলা ১টা পর্যন্ত ৩ হাজারের বেশি শেয়ার হয়েছে। রিঅ্যাকশন পড়েছে ২০ হাজার।জর্জিয়া থেকে পরিচালিত ‘grg 23’ নামের পেজটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্টভিত্তিক। তবে বাংলাদেশি অনেক ফেসবুক ব্যবহারকারীকে পোস্টটি কোনো ধরনের ডিসক্লেইমার ছাড়া শেয়ার দিতে দেখা গেছে।
রোবটের সঙ্গে চুম্বনরত অবস্থায় ইলন মাস্কের ছবি দুটি রিভার্স ইমেজ সার্চে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৩ সালের ২৬ মে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, রোবটের সঙ্গে ইলন মাস্কের ভাইরাল ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ওই বছরের ৩ মে ‘Guerrero Art’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘এআই আর্ট ইউনিভার্স’ নামের গ্রুপে পোস্ট করা হয়। পোস্টে ইলন মাস্কের রোবটের সঙ্গে চুম্বনের আরও বেশ কিছু ছবি রয়েছে এবং ছবিগুলো এআইয়ের সাহায্যে কীভাবে তৈরি করা হয়েছে সেটির প্রম্পট (লিখিত নির্দেশনা) দেওয়া হয়।
এএফপির প্রতিবেদনটি থেকে ‘Guerrero Art’ পেজটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকার তথ্যও পাওয়া যায়। ইনস্টাগ্রামের একটি পোস্টে ‘Guerrero Art’–এর করা মন্তব্যের বরাত দিয়ে এএফপি জানায়, ইলন মাস্কের ছবিগুলো তৈরিতে এআই টুল মিডজার্নি ব্যবহার করা হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর ২০২৩ সালের ১৮ মে প্রকাশিত একটি প্রতিবেদনেও ইলন মাস্কের রোবট স্ত্রী বা সঙ্গী আনার তথ্যটি সত্য নয় বলে জানানো হয়। একই সঙ্গে রোবটের সঙ্গে ইলন মাস্কের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে জানানো হয়।
প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানেও মানবাকৃতির রোবটের সঙ্গে যৌনতার সম্ভাব্যতা নিয়ে ইলন মাস্ক এমন কোনো বক্তব্য দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
মাস্কের প্রতিষ্ঠান টেসলা জানিয়েছে, ২০২৬ সাল থেকে তারা মানবাকৃতির রোবটের বাণিজ্যিক উৎপাদন ও ব্যবহার শুরু করতে যাচ্ছে। অপটিমাস নামের সেই রোবটটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘উই রোবট’ নামের একটি ইভেন্টে ‘অপটিমাস’ রোবট উন্মোচন করেন ইলন মাস্ক। ইভেন্টটিতে একাধিক অপটিমাস রোবট চলাফেরা করতে এবং উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলতে, পানীয় পরিবেশন ও উপহার বিতরণ করতে দেখা যায়। অপটিমাসের সক্ষমতাকে প্রায় অসীম বলে বর্ণনা করেছেন মাস্ক।
মাস্ক বলেন, অপটিমাস কুকুর নিয়ে পার্কে হাঁটতে পারে, শিশুর দেখাশোনা করতে পারে, বাড়ির আশপাশের ঝোপজঙ্গল পরিষ্কার করতে পারে। এটির মূল্য ২০ থেকে ৩০ হাজার ডলার হতে পারে।
শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
৩১ মিনিট আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
৭ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগে