শনিবার রাতভর যত গুজব

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২৩: ১৮
Thumbnail image

কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশ থেকে গতকাল শনিবার (৪ আগস্ট) সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা মোর্চা—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই এক দফাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে মাঠে থাকার ঘোষণা দেয় সরকার সমর্থকেরা। এই এক দফার পক্ষ–বিপক্ষের এসব পোস্ট ঘিরে ফেসবুকে ছড়াতে থাকে বিভিন্ন ভুল তথ্য, পুরোনো ভিডিও, ছবি। 

আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের মনিটরিংয়ে এমন কিছু ঘটনা নজরে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেসব ঘটনা—

ঘটনা ১: মধ্যরাতে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্রলীগ (ভিডিও ১) 
গত শনিবার (০৩ আগস্ট) দিবাগত রাতে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে অবস্থান অবস্থান নিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছেন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটিতে ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটি ছাত্রলীগের কর্মসূচিরই। তবে এটি ধারণ করা হয় গত ১৫ জুলাই। ঘটনা ২: মধ্যরাতে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্রলীগ (ভিডিও ২) 
গত শনিবার (০৩ আগস্ট) দিবাগত রাতের কর্মসূচি দাবিতে ‘তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি। তোমার, আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা।’ ক্যাপশনে আরও একটি ভিডিও ভাইরাল হয়। ২২ সেকেন্ডের ভিডিওটিতে ছাত্রলীগ কর্মীদের ‘হই হই রই রই, জামাত–শিবির গেলি কই’ স্লোগান দিতে শোনা যায়। ভাইরাল ভিডিওটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, এটিও ধারণ করা হয় গত ১৫ জুলাই রাতে। ঘটনা ৩: ইরাকের মহরমের শোক মিছিলে আওয়ামী লীগের স্লোগান 
 ‘সাপোর্টাস অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক গ্রুপে একটি বিশাল জনসমাবেশের ভিডিও শেয়ার করে দাবি করা হয়, ভিডিওটি আওয়ামী লীগের মিছিলের। মিছিলটিতে ‘কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়।’ ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’ স্লোগান দিতে শোনা যায়। 

ভিডিওটি সম্পর্কে অনুসন্ধানে দেখা যায়, ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’ স্লোগানযুক্ত ভিডিওটি ইরাকের। দেশটির সামাওয়া শহরে অনুষ্ঠিত মহররমের শোক মিছিলের একটি ভিডিওতে স্লোগানগুলো সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে। ‘আজহার’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালে পোস্ট করা মূল ভিডিওটি পাওয়া যায়। 

ইরাকের মহরমের শোক মিছিলে আওয়ামী লীগের স্লোগান। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগঘটনা ৪: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য হঠাৎ ভারত যাত্রা 
একটি জাতীয় দৈনিকের ফটোকার্ড ব্যবহার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে গত রাতেই ভারতে যাচ্ছেন দাবি করা হয়। 

তবে অনুসন্ধানে দেখা যায়, ওই জাতীয় দৈনিকটি এমন কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশ করেনি। অন্য কোনো সংবাদমাধ্যমও এ ধরনের কোনো প্রতিবেদন করেনি। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য হঠাৎ ভারত যাত্রার ভুয়া সংবাদ। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগঘটনা ৫: জেমস, আয়মান সাদিক, রাফসান দ্য ছোট ভাইদের চলমান আন্দোলন প্রত্যাখ্যান 
‘সাপোর্টাস অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের ফেসবুক গ্রুপটিতেই সংগীতশিল্পী জেমস, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, চিত্র নায়িকা পরিমণি, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও তাঁর স্ত্রী মুনজেরিন রশিদ, ফুড ব্লগার রাফসান দ্য ছোট ভাই চলমান আন্দোলন প্রত্যাখ্যান করেছেন দাবিতে তাঁদের নাম ও ছবি ব্যবহার করে কিছু ফটোকার্ড প্রচার করা হয়। 

ফটোকার্ডগুলোতে লেখা, ‘কোটা সংস্কারের পক্ষে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।’ তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, তাঁরা এমন কোনো মন্তব্য করেননি। 

জেমস, আয়মান সাদিক, রাফসান দ্য ছোট ভাইদের চলমান আন্দোলন প্রত্যাখ্যান দাবিতে ভাইরাল পোস্ট। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগঘটনা ৬: আওয়ামী লীগের আজকের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করে বিজ্ঞপ্তি 
দাবি আদায়ে আন্দোলনকারীরা আজ অসহযোগ কর্মসূচি পালন শুরু করেছে। অন্যদিকে আওয়ামী লীগ ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েতের কর্মসূচি পালন করছে। এটি গতকাল শনিবারই ঘোষণা করা হয়। গত রাতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এমন দাবিতে আওয়ামী লীগের একটি বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিটিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরও রয়েছে। 

আওয়ামী লীগের আজকের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করে ভুয়া বিজ্ঞপ্তি। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগতবে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ রোববার একটি পোস্ট দিয়ে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিভাগ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, এটি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত