ফ্যাক্টচেক ডেস্ক
নোয়াখালী সদর উপজেলার দুই নং দাদপুর নলুয়া বাজার এলাকায় তিন যুবলীগ নেতা–কর্মী নির্যাতন করে হত্যা করার দাবিতে ফেসবুকে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, তিন ব্যক্তিকে শুইয়ে রাখা হয়েছে। এর মধ্যে দুজন প্রায় অর্ধনগ্ন। একটিতে ছবিতে একজনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে কিরিচ ও গ্রিল কাটার দেখা যাচ্ছে।
সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি ফেসবুক গ্রুপে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুভ খান নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘নোয়াখালী সদর উপজেলা ২ নং দাদপুর নলুয়া বাজার এলাকায় ৩ জন যুবলীগ নেতা কর্মীকে অমানুষিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর কত জীবন নিলে খুশি হবে?’
ছবিগুলোর প্রকৃত ঘটনা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে মোতাহের খাঁন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পাওয়া যায়। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ছবিগুলো অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘নোয়াখালী সদর উপজেলা ২ নং দাদপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড নলুয়া বাজার ঈমান ডাক্তারের বাড়িতে রাতে ৩ জন গরু চোর ধরা খায় জনগণের হাতে, এলাকাভিত্তিক পাহারা বসিয়ে চোর ডাকাত ধরার জন্য স্থানীয় জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এই পোস্টের সূত্রে পরবর্তী অনুসন্ধানে দ্য বাংলাদেশ মোমেন্টস নামের একটি নিউজ পোর্টালে একইদিনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটিতে পুলিশের বরাত দিয়ে বলা হয়, নোয়াখালী সদর উপজেলার ২ নং দাদপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকায় স্থানীয় চিকিৎসক মো. নেহাল হোসেনের গোয়াল ঘর থেকে গরু চুরির সময় স্থানীয় জনতা ৪ গরু চোরকে আটক করে। এ সময় গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ, কিরিচ ও লোহা কাটার মেশিন জব্দ করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা চোরদের গণপিটুনি দিলে ৩ জন মারাত্মক আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অপর চোরকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়।
প্রতিবেদনটি থেকে গ্রেপ্তারকৃতদের নাম–ঠিকানাও পাওয়া যায়। তাঁরা হলেন, চাঁদপুর কচুয়া থানার নয়াকান্দি গ্রামের রবিউল ইসলাম (৩২), একই থানার হাসার গ্রামের আবদুর রহমান (২৪), লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার গণিপুর গ্রামের মো. রিপন (২৬) ও নোয়াখালী সুধারাম থানার দাদপুর কৃপালপুর গ্রামের মো. মাইনুদ্দিন (৪০)।
ঘটনাটি সম্পর্কে আরও জানতে আজকের পত্রিকার নোয়াখালী প্রতিনিধি মিজানুরের রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাইরাল ছবিগুলো কোনো যুবলীগ নেতা–কর্মীর নয়। তাঁরা গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক এবং মারধরের শিকার হন। তবে কেউ মারা যাননি। পুলিশ পরে তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
নোয়াখালী সদর উপজেলার দুই নং দাদপুর নলুয়া বাজার এলাকায় তিন যুবলীগ নেতা–কর্মী নির্যাতন করে হত্যা করার দাবিতে ফেসবুকে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, তিন ব্যক্তিকে শুইয়ে রাখা হয়েছে। এর মধ্যে দুজন প্রায় অর্ধনগ্ন। একটিতে ছবিতে একজনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে কিরিচ ও গ্রিল কাটার দেখা যাচ্ছে।
সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি ফেসবুক গ্রুপে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুভ খান নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘নোয়াখালী সদর উপজেলা ২ নং দাদপুর নলুয়া বাজার এলাকায় ৩ জন যুবলীগ নেতা কর্মীকে অমানুষিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর কত জীবন নিলে খুশি হবে?’
ছবিগুলোর প্রকৃত ঘটনা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে মোতাহের খাঁন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পাওয়া যায়। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ছবিগুলো অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘নোয়াখালী সদর উপজেলা ২ নং দাদপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড নলুয়া বাজার ঈমান ডাক্তারের বাড়িতে রাতে ৩ জন গরু চোর ধরা খায় জনগণের হাতে, এলাকাভিত্তিক পাহারা বসিয়ে চোর ডাকাত ধরার জন্য স্থানীয় জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এই পোস্টের সূত্রে পরবর্তী অনুসন্ধানে দ্য বাংলাদেশ মোমেন্টস নামের একটি নিউজ পোর্টালে একইদিনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটিতে পুলিশের বরাত দিয়ে বলা হয়, নোয়াখালী সদর উপজেলার ২ নং দাদপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকায় স্থানীয় চিকিৎসক মো. নেহাল হোসেনের গোয়াল ঘর থেকে গরু চুরির সময় স্থানীয় জনতা ৪ গরু চোরকে আটক করে। এ সময় গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ, কিরিচ ও লোহা কাটার মেশিন জব্দ করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা চোরদের গণপিটুনি দিলে ৩ জন মারাত্মক আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অপর চোরকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়।
প্রতিবেদনটি থেকে গ্রেপ্তারকৃতদের নাম–ঠিকানাও পাওয়া যায়। তাঁরা হলেন, চাঁদপুর কচুয়া থানার নয়াকান্দি গ্রামের রবিউল ইসলাম (৩২), একই থানার হাসার গ্রামের আবদুর রহমান (২৪), লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার গণিপুর গ্রামের মো. রিপন (২৬) ও নোয়াখালী সুধারাম থানার দাদপুর কৃপালপুর গ্রামের মো. মাইনুদ্দিন (৪০)।
ঘটনাটি সম্পর্কে আরও জানতে আজকের পত্রিকার নোয়াখালী প্রতিনিধি মিজানুরের রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাইরাল ছবিগুলো কোনো যুবলীগ নেতা–কর্মীর নয়। তাঁরা গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক এবং মারধরের শিকার হন। তবে কেউ মারা যাননি। পুলিশ পরে তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার থেকে হাজার হাজার বন্দী মুক্তি পাওয়ার পর, তাদের ছবি ও ভিডিও বলে দাবিকৃত অনেক কনটেন্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। জার্মান-ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ ধরনের কিছু ভাইরাল দাবির সত্যতা যাচাই করেছে।
১ দিন আগেচিত্রনায়িকা শবনম বুবলি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ। ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্রকর্ম নিয়ে তিনি প্রায়ই আলোচনায় আসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নববধূর সাজে কিছু ছবি ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি তার দ্বিতীয় বিয়ের ছবি।
৪ দিন আগেছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার পতনের পর জণসাধারণের আনীত অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের অনেক নেতা-
৫ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এই ঘটনার পরপরই ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে একাধিক ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের খবর সামনে এসেছে, যা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়ে
৬ দিন আগে