ফ্যাক্টচেক ডেস্ক
সবেই শেষ হলো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি–টোয়েন্টির বিশ্বকাপ আসর ২০২৪। আসরে গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশ উঠেছিল সুপার এইটে। সেমিফাইনালে যাওয়ারও সুযোগ ছিল। তবে বাজে ব্যাটিং করে সে সুযোগ হাতছাড়া করেছে শান্তর দল। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের অবসর ঘোষণা। এ আলোচনা আরও জোরালো হয়েছে টি–টোয়েন্টির বিশ্বকাপ জয়ী ভারতের একাধিক ক্রিকেটারের অবসর ঘোষণার পর।
দেশের ক্রিকেট ভক্তদের কারও কারও দাবি, এখনই সময় সিনিয়র ক্রিকেটারদের অবসরের ঘোষণা দেওয়ার। এ নিয়ে ফেসবুকে ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন পেজ থেকে ট্রলও হচ্ছে। এসবের মধ্যেই গতকাল সোমবার (১ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, জাতীয় দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে জানতে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড ধরে ইন্টারনেটে অনুসন্ধান করা হয়। তবে দেশীয় কোনো সংবাদমাধ্যমে মাহমুদউল্লাহ রিয়াদের এমন ঘোষণার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
মাহমুদউল্লাহ রিয়াদের ভেরিফায়েড ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজেও তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে কোনো তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও খুঁজে দেখা হয়। এখান থেকেও এমন তথ্য মেলেনি।
তাহলে ভাইরাল দাবিটির উৎস কী?
দাবিটির উৎসের অনুসন্ধানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ সংক্রান্ত একাধিক পোস্ট যাচাই করে দেখা হয়। অধিকাংশ পোস্টেই মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দাবিটির ব্যাপারে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। তবে কয়েকটি পোস্টে ‘ওয়ান ক্রিকেট’ নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘ওয়ান ক্রিকেট’ ওয়েবসাইটটি ভারত থেকে পরিচালিত। এতে গতকাল সোমবার (১ জুলাই) সকাল ১১টা ৩৬ মিনিটে মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার’।
প্রতিবেদনটিতে রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে কখন অবসরের ঘোষণা দিয়েছেন, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে সূত্র হিসেবে ‘ক্রিকেট ট্রেন্ডস’ নামে একটি এক্স অ্যাকাউন্টে করা টুইটের লিংক যুক্ত করে দেওয়া হয়েছে। এক্স অ্যাকাউন্টটিতে গতকাল সোমবার (১ জুলাই) সকাল ১০টা ৫৮ মিনিটে মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দাবিতে টুইট করা হয়। এই টুইটেও কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
আরও খুঁজে ‘ক্রিকেট ৩৬০’ নামের একটি ফেসবুক পেজে সোমবার (১ জুলাই) সকাল ১০টা ৯ মিনিটে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা প্রসঙ্গে একটি পোস্ট পাওয়া যায়। এটিই মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দাবি সম্পর্কিত সম্ভাব্য প্রথম পোস্ট। ‘ক্রিকেট ৩৬০’ পেজটির লোকেশন উল্লেখ করা হয়েছে পাকিস্তানের পেশোয়ার। এ পোস্টেও রিয়াদের অবসর প্রসঙ্গে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিয়ে দেশীয় ফেসবুক অ্যাকাউন্টগুলোর মধ্যে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায় ‘এসপি স্পোর্টস’ নামের একটি পেজে। সোমবার (১ জুলাই) বিকেল ৩টা ৫১ মিনিটে পেজটিতে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা নিয়ে পোস্ট করা হয়। তবে সোমবার (১ জুলাই) দিবাগত রাত ১টা ৩৮ মিনিটে পোস্টটি এডিট করে অবসর সংক্রান্ত তথ্যটি মুছে দিয়েছে শুধু ‘মাহমুদউল্লাহ রিয়াদ’ অংশটি রাখা হয়।
অর্থাৎ, মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দাবিটি কোনো তথ্যসূত্র উল্লেখ ছাড়াই পাকিস্তান ভিত্তিক সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভারত হয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।
দাবিটি সম্পর্কে আরও নিশ্চিত হতে বিসিবির মিডিয়া বিভাগের ডেপুটি ম্যানেজার জাহিদুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘এই ধরনের তথ্য আমাদের জানা নেই।’
সবেই শেষ হলো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি–টোয়েন্টির বিশ্বকাপ আসর ২০২৪। আসরে গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশ উঠেছিল সুপার এইটে। সেমিফাইনালে যাওয়ারও সুযোগ ছিল। তবে বাজে ব্যাটিং করে সে সুযোগ হাতছাড়া করেছে শান্তর দল। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের অবসর ঘোষণা। এ আলোচনা আরও জোরালো হয়েছে টি–টোয়েন্টির বিশ্বকাপ জয়ী ভারতের একাধিক ক্রিকেটারের অবসর ঘোষণার পর।
দেশের ক্রিকেট ভক্তদের কারও কারও দাবি, এখনই সময় সিনিয়র ক্রিকেটারদের অবসরের ঘোষণা দেওয়ার। এ নিয়ে ফেসবুকে ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন পেজ থেকে ট্রলও হচ্ছে। এসবের মধ্যেই গতকাল সোমবার (১ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, জাতীয় দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে জানতে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড ধরে ইন্টারনেটে অনুসন্ধান করা হয়। তবে দেশীয় কোনো সংবাদমাধ্যমে মাহমুদউল্লাহ রিয়াদের এমন ঘোষণার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
মাহমুদউল্লাহ রিয়াদের ভেরিফায়েড ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজেও তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে কোনো তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও খুঁজে দেখা হয়। এখান থেকেও এমন তথ্য মেলেনি।
তাহলে ভাইরাল দাবিটির উৎস কী?
দাবিটির উৎসের অনুসন্ধানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ সংক্রান্ত একাধিক পোস্ট যাচাই করে দেখা হয়। অধিকাংশ পোস্টেই মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দাবিটির ব্যাপারে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। তবে কয়েকটি পোস্টে ‘ওয়ান ক্রিকেট’ নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘ওয়ান ক্রিকেট’ ওয়েবসাইটটি ভারত থেকে পরিচালিত। এতে গতকাল সোমবার (১ জুলাই) সকাল ১১টা ৩৬ মিনিটে মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার’।
প্রতিবেদনটিতে রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে কখন অবসরের ঘোষণা দিয়েছেন, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে সূত্র হিসেবে ‘ক্রিকেট ট্রেন্ডস’ নামে একটি এক্স অ্যাকাউন্টে করা টুইটের লিংক যুক্ত করে দেওয়া হয়েছে। এক্স অ্যাকাউন্টটিতে গতকাল সোমবার (১ জুলাই) সকাল ১০টা ৫৮ মিনিটে মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দাবিতে টুইট করা হয়। এই টুইটেও কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
আরও খুঁজে ‘ক্রিকেট ৩৬০’ নামের একটি ফেসবুক পেজে সোমবার (১ জুলাই) সকাল ১০টা ৯ মিনিটে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা প্রসঙ্গে একটি পোস্ট পাওয়া যায়। এটিই মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দাবি সম্পর্কিত সম্ভাব্য প্রথম পোস্ট। ‘ক্রিকেট ৩৬০’ পেজটির লোকেশন উল্লেখ করা হয়েছে পাকিস্তানের পেশোয়ার। এ পোস্টেও রিয়াদের অবসর প্রসঙ্গে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিয়ে দেশীয় ফেসবুক অ্যাকাউন্টগুলোর মধ্যে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায় ‘এসপি স্পোর্টস’ নামের একটি পেজে। সোমবার (১ জুলাই) বিকেল ৩টা ৫১ মিনিটে পেজটিতে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা নিয়ে পোস্ট করা হয়। তবে সোমবার (১ জুলাই) দিবাগত রাত ১টা ৩৮ মিনিটে পোস্টটি এডিট করে অবসর সংক্রান্ত তথ্যটি মুছে দিয়েছে শুধু ‘মাহমুদউল্লাহ রিয়াদ’ অংশটি রাখা হয়।
অর্থাৎ, মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দাবিটি কোনো তথ্যসূত্র উল্লেখ ছাড়াই পাকিস্তান ভিত্তিক সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভারত হয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।
দাবিটি সম্পর্কে আরও নিশ্চিত হতে বিসিবির মিডিয়া বিভাগের ডেপুটি ম্যানেজার জাহিদুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘এই ধরনের তথ্য আমাদের জানা নেই।’
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১৪ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১৯ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
৩ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
৩ দিন আগে