Ajker Patrika

মোমবাতি হাতে বয়োবৃদ্ধা যাচ্ছেন ধানমন্ডি ৩২—ভাইরাল ছবিটি বাংলাদেশেরই নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১১: ২৫
মোমবাতি হাতে বয়োবৃদ্ধা যাচ্ছেন ধানমন্ডি ৩২—ভাইরাল ছবিটি বাংলাদেশেরই নয়

গত সপ্তাহের মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এই দিনকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সাধারণ ছুটি ছিল।

দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে নির্দেশনা দেন, ১৫ আগস্ট সারা দেশ থেকে নেতা–কর্মীরা যেন ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসে। এমন পরিপ্রেক্ষিতে রাজধানীর ধানমণ্ডির ৩২’র বঙ্গবন্ধুর বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এখানে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকারও হন অনেকে। এর মধ্যে বয়োবৃদ্ধ এক নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, ওই নারীর হাতে প্রজ্জ্বলিত মোমবাতি, আশপাশে জনা পাঁচেক লোক। তাঁর দুই হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছেন তাঁরা। দাবি করা হচ্ছে, এই নারী শতবর্ষী, তিনি ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।

ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে অর্পিতা চক্রবর্তী নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। অ্যাকাউন্টটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগর থেকে পরিচালনা করা হয়। 

বয়োবৃদ্ধ নারীর ছবিটি অ্যাকাউন্টটিতে গত ১৫ আগস্ট রাত ৯টায় পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে অর্পিতা চক্রবর্তী লেখেন, প্রাউড অব ইউ মা (মাই ঠাকুমা)। পোস্টটির কমেন্টবক্সে অর্পিতা চক্রবর্তী বেশ কয়েকজনকে মেনশন করে লেখেন, এখন বুঝতে পারছ তো, এতো রক্ত গরমটা আমার কোথা থেকে আসে? আমি ওনার শিক্ষায় শিক্ষিত।...

কমেন্টবক্সে আরেকটি কমেন্টের উত্তরে অর্পিতা লেখেন, আমাদের বাড়ির প্রতিটি মেয়ে খুব প্রতিবাদী। কেউই অন্যায়ের সঙ্গে আপস করতে শেখে নাই।

পোস্ট ও কমেন্ট সূত্রে অনুমেয়, বয়োবৃদ্ধ এই নারীর সঙ্গে অর্পিতা চক্রবর্তীর পারিবারিক সম্পর্ক রয়েছে এবং এটি কোনো আন্দোলন কর্মসূচির। তবে এ কর্মসূচি সম্পর্কে কোনো বর্ণনা পোস্ট থেকে পাওয়া যায়নি। 

মায়া রানী চক্রবর্তীর ছবিটি ফেসবুকে পোস্ট করেন তাঁর আত্মীয় অর্পিতা চক্রবর্তী। প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে আর জি কর হাসপাতালে কতর্ব্যরত অবস্থায় মৌমিতা দেবনাথ নামে এক তরুণী চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ ও খুনের ঘটনায় ব্যাপকভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে। পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি।

শতবর্ষী নারী ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে যাচ্ছেন দাবিতে ভাইরাল ছবিটি সম্পর্কে আরও জানতে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি প্রতিবেদন পাওয়া যায়। 

মায়া রানী চক্রবর্তী নামের এই নারী ভারতীয়, তিনি দেশটিতে ধর্ষণের শিকার চিকিৎসক মৌমিতা হত্যার প্রতিবাদে কর্মসূচিতে যাচ্ছিলেনআজ শনিবার প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, বয়োবৃদ্ধ ওই নারীর নাম মায়া রানী চক্রবর্তী। তাঁর বয়স ৯০।  প্রতিবেদনটি থেকে জানা যায়, মৌমিতা হত্যার ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জায়গায় ‘রাতের দখল নাও’ নামে কর্মসূচি পালন করেন নারীরা। এই কর্মসূচির আওতায় রাত ১২টার আগেই হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় নেমে আসে। মায়া রানীও এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। ওই সময়ই ছবিটি তোলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত