পদ্মা সেতুর রেলপথের এই ছবিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ১৬: ৫০
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ২৩

ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে সেটি পদ্মা সেতুর রেলপথের ছবি। এই ছবিটি ভৈরবে অবস্থিত রাষ্ট্রপতি জিল্লুর রহমান রেলওয়েসেতুতে তোলা।

কিশোরগঞ্জ জেলার ভৈরব ও আশুগঞ্জ উপজেলার মাঝে মেঘনা নদীর উপর একই স্থানে পাশাপাশি দুটি রেলওয়ে সেতু রয়েছে। প্রথমটি হচ্ছে শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু বা ভৈরব প্রথম রেলওয়ে সেতু (পূর্বে কিং জর্জ-ষষ্ঠ সেতু নামে পরিচিত) এবং দ্বিতীয়টি হচ্ছে জিল্লুর রহমান রেলওয়ে সেতু বা ভৈরব দ্বিতীয় রেলওয়ে সেতু। সেতু দুটির পাশেই সৈয়দ নজরুল ইসলাম সেতু অবস্থিত।

ভৈরবে অবস্থিত শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু এবং রাষ্ট্রপতি জিল্লুর রহমান রেলওয়ে সেতু

দ্যা ন্যাচারাল বিউটি অব বাংলাদেশ নামে একটি ফেসবুক গ্রুপে ১ এপ্রিল ছবিটি পোস্ট করা হয়। সেখানে মাত্র চারজন রিয়্যাক্ট করেন। কিন্তু ভাইরাল নিউজ নামের ফেসবুক গ্রুপে ভুল শিরোনামের এ ছবিটিতে রিয়্যাক্ট করেছেন ১৯ হাজারের বেশি মানুষ। কমেন্ট করেছেন ৭৩ জন আর শেয়ার হয়েছে ২৪ টি।

২০১৩ সালের ২৫ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনের অংশ হিসেবে দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মাণ শুরু হয়। ২০১৭ সালের ৯ নভেম্বর সেতুটির উদ্বোধন করা হয়। ৬২০ কোটি বাংলাদেশী টাকা ব্যয়ে সেতুটি নির্মিত। এতে মোট ১২টি পিলার ও ৯টি স্প্যান রয়েছে। সেতুটির দৈর্ঘ্য ১.০২ কিলোমিটার এবং প্রস্থ ৭ মিটার। 

পদ্মা সেতুর রেলপথের অগ্রগতি:

অন্যদিকে পদ্মা সেতুর রেলস্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে প্রায় ৭৫ ভাগ। ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি ৩৯ শতাংশ। আসছে বছর জুনেই সড়কের সঙ্গে পদ্মার রেল সংযোগ চালু হলেও পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালে।

পদ্মা সেতুর রেল পথের বর্তমান অবস্থা

তবে সেতুর সঙ্গে এপার-ওপারের সংযোগের লাইনের কাজটি করছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে ঢাকা থেকে মাওয়া অংশের নির্মাণ কাজের অগ্রগতি দেখলে দেখা যায়, বাধের কাজ ১৬.৮৮ কিলোমিটারের মধ্যে শেষ হয়েছে ৭.৬৩ কিলোমিটার। মূল ব্রিজ ১৫টির মধ্যে শেষ নয়টি। কালভার্ড বা আন্ডার পাস ৩১টির মধ্য ১৪টি শেষ। বক্সগার্ডার সেগমেন্টের অগ্রততি ৫৯.৯২ শতাংশ।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

ভাঙ্গা অংশের বাঁধ হয়েছে ৫০ দশমিক ০৪ শতাংশ। ১২ টি মেজর ব্রিজের মধ্যে ১১টিই শেষ হয়েছে। ওই বক্সগার্ডার সেকশনের কাজও প্রায় শেষ। আবার ভাঙ্গা-যশোর সেকশনে নির্মাণ কাজের অগ্রগতির দিকে তাকালে দেখা যায়, বাঁধ ৮৫.৭০ কিলোমিটারের মধ্যে ৬৮.৩০ কি.মি. শেষ। মেজর ব্রিজ ৩১টির মধ্যে ১৯টি শেষ। ১৪৮ আন্ডারপাসের মধ্যে ২২টি শেষ।

সব ঠিকঠাক থাকলে একই সময়ে সেতু আর রেল লাইন চালু হলেও রেলের শতভাগ কাজ শেষ হবে নির্ধারিত জুন ২০২৪ এ।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত