ফ্যাক্টচেক ডেস্ক
‘স্নাতক পাস ছাড়া এখন থেকে আর কেউ সাংবাদিক হতে পারবে না’– এমন একটি বক্তব্য গত দু’দিনে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীকে পোস্ট করতে দেখা গেছে। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
পোস্টগুলো দেখে মনে হচ্ছে, স্নাতক ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না, এ রকম সিদ্ধান্ত সম্প্রতি নেওয়া হয়েছে। পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর এমন সিদ্ধান্ত ঘোষণা করেছেন বলে পোস্টগুলোতে দাবি করা হচ্ছে। তবে পিআইবির ওয়েবসাইট থেকে জানা যায়, মহাপরিচালক হিসেবে মো. শাহ আলমগীরের মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি। পিআইবির বর্তমান মহাপরিচালক জাফর ওয়াজেদ। ২০১৯ সালের ২১ এপ্রিল দায়িত্ব নেন তিনি।
যে তথ্যটি ছড়ানো হচ্ছে তা ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি বেশ কিছু গণমাধ্যমে শিরোনাম হয়েছিল। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে মাদারীপুরে স্থানীয় সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পিআইবির তৎকালীন মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, ‘স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ পাস ছাড়া নতুন কেউ সাংবাদিক হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না। তবে, যারা এরই মধ্যে সাংবাদিকতায় ১২ বছর অতিবাহিত করেছেন তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।’
স্নাতক ছাড়া পিআইবির নতুন তালিকায় কেউ অন্তর্ভুক্ত হতে পারবেন না, এমন কথা বলেছিলেন পিআইবির সাবেক মহাপরিচালক। যদিও এই তালিকাভুক্তি ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করছেন অনেকেই।
এ প্রসঙ্গে আজকের পত্রিকার সঙ্গে ফোনালাপে পিআইবির বর্তমান মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘স্নাতক ডিগ্রি সাংবাদিকতার জন্য একমাত্র মানদণ্ড হতে পারে না। এটা গুরুমুখি পেশা এবং চর্চার বিষয়। যে কোনো পেশায় শিক্ষার একটা গুণ তো আছেই, তবে সাংবাদিকতার ক্ষেত্রে এটাকে নির্ধারণ করে দেওয়া যায় না। এমনও হতে পারে, একজন ব্যক্তি পিএইচডি করেছেন, কিন্তু তাঁকে দিয়ে ভালো সাংবাদিকতা হবে না। স্নাতক পাসের যে বক্তব্যের কথা বলা হচ্ছে, সেটা আমরা নানাভাবে নানা সময় বলি। তবে এটা কোনো সিদ্ধান্ত না, সাংবাদিকতার গুণগত মান বাড়ানোর তাগিদ দেওয়ার জন্য আমরা বলে থাকি।’
সিদ্ধান্ত
পিআইবির তালিকভুক্ত হতে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারিত নেই। তবে মো. শাহ আলমগীর মহাপরিচালক থাকা কালে ন্যূনতম যোগ্যতা (স্নাতক) নির্ধারণের একটি প্রস্তাব রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আর বর্তমান মহাপরিচালক বলছেন, সাংবাদিকদের জন্য ন্যূনতম স্নাতক পাস হওয়ার কথা তাঁরা বলেন। এটি কোনো সিদ্ধান্ত নয় বরং সাংবাদিকতার গুণগত মান বাড়ানোর তাগিদ।
‘স্নাতক পাস ছাড়া এখন থেকে আর কেউ সাংবাদিক হতে পারবে না’– এমন একটি বক্তব্য গত দু’দিনে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীকে পোস্ট করতে দেখা গেছে। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
পোস্টগুলো দেখে মনে হচ্ছে, স্নাতক ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না, এ রকম সিদ্ধান্ত সম্প্রতি নেওয়া হয়েছে। পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর এমন সিদ্ধান্ত ঘোষণা করেছেন বলে পোস্টগুলোতে দাবি করা হচ্ছে। তবে পিআইবির ওয়েবসাইট থেকে জানা যায়, মহাপরিচালক হিসেবে মো. শাহ আলমগীরের মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি। পিআইবির বর্তমান মহাপরিচালক জাফর ওয়াজেদ। ২০১৯ সালের ২১ এপ্রিল দায়িত্ব নেন তিনি।
যে তথ্যটি ছড়ানো হচ্ছে তা ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি বেশ কিছু গণমাধ্যমে শিরোনাম হয়েছিল। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে মাদারীপুরে স্থানীয় সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পিআইবির তৎকালীন মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, ‘স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ পাস ছাড়া নতুন কেউ সাংবাদিক হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না। তবে, যারা এরই মধ্যে সাংবাদিকতায় ১২ বছর অতিবাহিত করেছেন তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।’
স্নাতক ছাড়া পিআইবির নতুন তালিকায় কেউ অন্তর্ভুক্ত হতে পারবেন না, এমন কথা বলেছিলেন পিআইবির সাবেক মহাপরিচালক। যদিও এই তালিকাভুক্তি ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করছেন অনেকেই।
এ প্রসঙ্গে আজকের পত্রিকার সঙ্গে ফোনালাপে পিআইবির বর্তমান মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘স্নাতক ডিগ্রি সাংবাদিকতার জন্য একমাত্র মানদণ্ড হতে পারে না। এটা গুরুমুখি পেশা এবং চর্চার বিষয়। যে কোনো পেশায় শিক্ষার একটা গুণ তো আছেই, তবে সাংবাদিকতার ক্ষেত্রে এটাকে নির্ধারণ করে দেওয়া যায় না। এমনও হতে পারে, একজন ব্যক্তি পিএইচডি করেছেন, কিন্তু তাঁকে দিয়ে ভালো সাংবাদিকতা হবে না। স্নাতক পাসের যে বক্তব্যের কথা বলা হচ্ছে, সেটা আমরা নানাভাবে নানা সময় বলি। তবে এটা কোনো সিদ্ধান্ত না, সাংবাদিকতার গুণগত মান বাড়ানোর তাগিদ দেওয়ার জন্য আমরা বলে থাকি।’
সিদ্ধান্ত
পিআইবির তালিকভুক্ত হতে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারিত নেই। তবে মো. শাহ আলমগীর মহাপরিচালক থাকা কালে ন্যূনতম যোগ্যতা (স্নাতক) নির্ধারণের একটি প্রস্তাব রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আর বর্তমান মহাপরিচালক বলছেন, সাংবাদিকদের জন্য ন্যূনতম স্নাতক পাস হওয়ার কথা তাঁরা বলেন। এটি কোনো সিদ্ধান্ত নয় বরং সাংবাদিকতার গুণগত মান বাড়ানোর তাগিদ।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
৪ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
৮ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগে