মসজিদে ভয়াবহ আগুনের ছবিটি বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৫: ৫২
Thumbnail image

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে ছবিটি বাংলাদেশের একটি মসজিদের। ছবিতে ওই মসজিদ থেকে ধোয়া কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে।

পোস্টগুলোতে কাবার দুনিয়া নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত ব্লগের লিংক শেয়ার করা হচ্ছে। ইংরেজি ফন্টে ইন্দোনেশীয় ভাষায় লেখা ব্লগটিতে দাবি করা হচ্ছে, এটি নারায়ণগঞ্জের দনিয়া এলাকার একটি মসজিদ। গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে নামাজের সময় মসজিদটিতে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২০ জন মারা যান বলে ওই ব্লগে দাবি করা হয়েছে।

ফেসবুকে এ সংক্রান্ত সাম্প্রতিক পোস্টগুলো ঘেঁটে দেখা যায়, বাংলাদেশের বাইরে থেকেই ছবিটি বেশি প্রচার করা হচ্ছে।

ইন্দোনেশীয় ভাষার একটি ব্লগ থেকে বিভ্রান্তি ছড়িয়েছেফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিটি ইন্দোনেশিয়ার। ২০১৯ সালের ২৯ জানুয়ারি ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাসে ছবিটি খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার বেলোপা জেলার সেঙ্গা গ্রামে অবস্থিত লুভু গ্র্যান্ড মসজিদে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় শ্রমিকেরা মসজিদের ছাদে সংস্কারকাজ করছিলেন।

মসজিদের প্রধান গম্বুজ থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে মসজিদের অন্যান্য অংশেও। মসজিদটি ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের লুউ রিজেন্সিতে অবস্থিত।

ইন্দোনেশীয় সংবাদপত্র ট্রিবিউন নিউজের ইউটিউব চ্যানেল ‘ট্রিবিউন তিরমু’-এ ২০১৯ সালের ২৯ জানুয়ারি ওই ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়। যা সম্প্রতি বাংলাদেশের ঘটনা দাবিতে শেয়ার করা ছবির সঙ্গে মিলে যায়।

ভাইরাল হওয়া ছবি (বাঁয়ে), ট্রিবিউন তিমুরে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট (ডানে)ওই সময় প্রকাশিত আরও কয়েকটি সংবাদ প্রতিবেদনে জানা যায়, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে সামাজিক মাধ্যমে যে ব্লগটি শেয়ার করা হচ্ছে সেটি বাংলাদেশের আরেকটি ঘটনার সঙ্গে মিলে যায়। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনে এই ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সিদ্ধান্ত
ইন্দোনেশিয়ার একটি মসজিদে অগ্নিকাণ্ডের ছবিকে বাংলাদেশের মসজিদে এসি বিস্ফোরণের ছবি বলে দাবি করা হচ্ছে। ২০২০ সালে নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণের ঘটনা ঘটলেও সম্প্রতি ছড়িয়ে পড়া ছবিটি সেই ঘটনার নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত