বগুড়া প্রতিনিধি
বগুড়ায় দুই সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে তথ্য–প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের বনানী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার কিশোরেরা হলেন বগুড়া শহরতলির গণ্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২২), গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান রকি (২৪), গণ্ডগ্রাম নতুনপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে তারিকুল ইসলাম (২২), গণ্ডগ্রাম নতুনপাড়া এলাকার জিন্নাহ খানের ছেলে জিসান খান (২১), গণ্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া এলাকার মৃত মিলন হোসেনের ছেলে জিহাদ (২০) ও মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার আনারুল সরকারের ছেলে টুটুল (২০)।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক রাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের জেলখানা মোড় এলাকায় ফ্রেস জুস বারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম, অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন ও তৌফিকুল ইসলাম নিরব।
আহত সাংবাদিক নিয়ন ও খোরশেদকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
সাংবাদিক খোরশেদ বলেন, ‘আমরা বেলা ৩টার দিকে জুস বারটিতে যাই। জুস পান করে বের হওয়ার সময় হঠাৎ ১২-১৪ জন যুবক নিয়নকে ঘিরে ধরে। আমি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করলে তারা আমাকে মারধর শুরু করে। মাথায় কিল-ঘুষি দেয়। এরপর এক যুবক চাকু বের করলে নিয়ন আমাকে বাঁচাতে গেলে ৮-৯ জন তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করে।’
ডিবি কর্মকর্তা রাকিব হোসেন জানান, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে একাধিক অভিযানে তাঁদের আটক করা হয়।
ডিবি কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁদের নামে এলাকাবাসীর অসংখ্য অভিযোগ রয়েছে। আটক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে এর আগে হত্যা ও মাদক আইনে দুটি মামলা এবং হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা, মাদকসহ ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়েছে।
বগুড়ায় দুই সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে তথ্য–প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের বনানী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার কিশোরেরা হলেন বগুড়া শহরতলির গণ্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২২), গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান রকি (২৪), গণ্ডগ্রাম নতুনপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে তারিকুল ইসলাম (২২), গণ্ডগ্রাম নতুনপাড়া এলাকার জিন্নাহ খানের ছেলে জিসান খান (২১), গণ্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া এলাকার মৃত মিলন হোসেনের ছেলে জিহাদ (২০) ও মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার আনারুল সরকারের ছেলে টুটুল (২০)।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক রাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের জেলখানা মোড় এলাকায় ফ্রেস জুস বারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম, অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন ও তৌফিকুল ইসলাম নিরব।
আহত সাংবাদিক নিয়ন ও খোরশেদকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
সাংবাদিক খোরশেদ বলেন, ‘আমরা বেলা ৩টার দিকে জুস বারটিতে যাই। জুস পান করে বের হওয়ার সময় হঠাৎ ১২-১৪ জন যুবক নিয়নকে ঘিরে ধরে। আমি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করলে তারা আমাকে মারধর শুরু করে। মাথায় কিল-ঘুষি দেয়। এরপর এক যুবক চাকু বের করলে নিয়ন আমাকে বাঁচাতে গেলে ৮-৯ জন তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করে।’
ডিবি কর্মকর্তা রাকিব হোসেন জানান, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে একাধিক অভিযানে তাঁদের আটক করা হয়।
ডিবি কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁদের নামে এলাকাবাসীর অসংখ্য অভিযোগ রয়েছে। আটক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে এর আগে হত্যা ও মাদক আইনে দুটি মামলা এবং হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা, মাদকসহ ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়েছে।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বগা জোনে ব্যক্তিমালিকানাধীন একটি মাছের ঘের দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পূর্ব বগা গ্রামের বাসিন্দা মাওলানা গোলাম রহমান। আজ রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
১ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসাইন (৩৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সাঁথিয়া পৌরসভার হেঙ্গুয়া গ্রামের রইজ উদ্দীনের ছেলে ও কাশিনাথপুর বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ে হেলে যাওয়া টিনের
৪ মিনিট আগেচাঁদপুরের কচুয়ায় পরকীয়ার জেরে এক কাপড় ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে বিতারা ইউনিয়নের উত্তর বিতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুল হক (৪৫)। তিনি বিতারা গ্রামের খলিফা বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে।
৫ মিনিট আগেরাত পোহালেই বাংলা নববর্ষ-১৪৩২। জীর্ণ পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাবে বাংলার মানুষ। দেশ্যব্যাপী বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হবে নববর্ষকে। উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নববর্ষ উপলক্ষে বিশেষ বিধিনিষেধের...
৩৪ মিনিট আগে