ফ্যাক্টচেক ডেস্ক
ইতালীয় এক তরুণীর সঙ্গে বাংলাদেশি এক তরুণ র্যাপ গান গাচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শুরুতে একজন তরুণী ভিন্ন ভাষায় গান করছেন। এরপর একজন তরুণ সেই তরুণীর সঙ্গে তাল মিলিয়ে একই ভাষায় গলা মেলাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পুরো ইতলি গরম করে দিছে। আমাদের বাংলাদেশের পুলা।’
মাসুম খান (Masum Khan) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজ বুধবার বিকেল ৪টা পর্যন্ত ৩২ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে এবং ৩৭ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটির কমেন্টে কেউ কেউ ছেলেটিকে বিদেশি ধরে নিয়ে কমেন্ট করেছেন। আবার কেউ কেউ তরুণীটিকে ইতালীয় এবং তরুণটিকে বাংলাদেশি বলে দাবি করছেন।
মন্তব্যের ঘরে তাসভির আহমেদ আবীর (Tasvir Ahmed Abir)লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে এবং বাংলাদেশের নাম কি আরো উজ্জ্বল করছে, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান তার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম।’ হাসান রাকিবুল (Hasan Rakibol) নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বাংলাদেশের সম্মান রাখছে।’ অবশ্য কেউ কেউ সন্দেহও প্রকাশ করেছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, গত ২৪ নভেম্বর ফরি মিউসিক (Fory Musik) নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়।
পর্যবেক্ষণে দেখা যায়, এটি খালি গলায় গাওয়া একটি র্যাপ গানের দৃশ্য। ভিডিওটির ক্যাপশনে নাকারংক (NAKARYNK) নামক অ্যাকাউন্টকে ট্যাগ এবং ভেনেজুয়েলা হ্যাশট্যাগ দেওয়া হয়েছে।
নাকারংক (NAKARYNK) নামের টিকটক অ্যাকাউন্টটিতে ওই তরুণীর বেশ কয়েকটি ভিডিও পাওয়া যায়। বেশিরভাগ ভিডিওর ক্যাপশনে ভেনেজুয়েলা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
ফরি মিউসিক (Fory Musik) নামের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একাধিক ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, একই ব্যক্তির গাওয়া ও পারফরম করা বেশ কিছু র্যাপ গান পোস্ট করা হয়েছে। বেশিরভাগ ভিডিওর হ্যাশট্যাগে ভেনেজুয়েলা এবং এর রাজধানী কারাকাসের নাম। সব ভিডিওর কথা ও ক্যাপশন স্প্যানিশ ভাষায়। স্প্যানিশ ভেনেজুয়েলার দাপ্তরিক ভাষা।
এছাড়া, অ্যাকাউন্টটিতে ইতালি বিষয়ক কোনো তথ্য বা ভিডিও পাওয়া যায়নি।
পরবর্তীতে ইতালীয় নারীর সঙ্গে বাংলাদেশি পুরুষের র্যাপ গান গাওয়ার দাবিতে ভিডিওর অডিও নিয়ে অনুসন্ধান করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। অনুসন্ধানে চরেতোসোস (Choretosos) নামের ইউটিউব চ্যানেলে এই গানের একটি মিউজিক ভিডিও খুঁজে পাওয়া যায়। গানটি ২০২৩ সালের ১২ মে পোস্ট করা হয়।
মিউজিক ভিডিওর ডেসস্ক্রিপশনে কম্পোজার হিসেবে— চরেতোসোস (Choretosos) এবং ফরি মিউসিক (Fory Musik)–এর নাম রয়েছে। এ ছাড়া লোকেশন উল্লেখ করা হয়েছে ভেনেজুয়েলা।
সুতরাং, এ থেকে নিশ্চিত ভাইরাল র্যাপ পারফরম্যান্সে থাকা তরুণী ইতালীয় নন এবং তরুণটিও বাংলাদেশি নন। সংশ্লিষ্ট ভিডিও কনটেন্টগুলো থেকে ধারণা করা যায়, তাঁরা দুজনই ভেনেজুয়েলার অধিবাসী।
ইতালীয় এক তরুণীর সঙ্গে বাংলাদেশি এক তরুণ র্যাপ গান গাচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শুরুতে একজন তরুণী ভিন্ন ভাষায় গান করছেন। এরপর একজন তরুণ সেই তরুণীর সঙ্গে তাল মিলিয়ে একই ভাষায় গলা মেলাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পুরো ইতলি গরম করে দিছে। আমাদের বাংলাদেশের পুলা।’
মাসুম খান (Masum Khan) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজ বুধবার বিকেল ৪টা পর্যন্ত ৩২ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে এবং ৩৭ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটির কমেন্টে কেউ কেউ ছেলেটিকে বিদেশি ধরে নিয়ে কমেন্ট করেছেন। আবার কেউ কেউ তরুণীটিকে ইতালীয় এবং তরুণটিকে বাংলাদেশি বলে দাবি করছেন।
মন্তব্যের ঘরে তাসভির আহমেদ আবীর (Tasvir Ahmed Abir)লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে এবং বাংলাদেশের নাম কি আরো উজ্জ্বল করছে, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান তার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম।’ হাসান রাকিবুল (Hasan Rakibol) নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বাংলাদেশের সম্মান রাখছে।’ অবশ্য কেউ কেউ সন্দেহও প্রকাশ করেছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, গত ২৪ নভেম্বর ফরি মিউসিক (Fory Musik) নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়।
পর্যবেক্ষণে দেখা যায়, এটি খালি গলায় গাওয়া একটি র্যাপ গানের দৃশ্য। ভিডিওটির ক্যাপশনে নাকারংক (NAKARYNK) নামক অ্যাকাউন্টকে ট্যাগ এবং ভেনেজুয়েলা হ্যাশট্যাগ দেওয়া হয়েছে।
নাকারংক (NAKARYNK) নামের টিকটক অ্যাকাউন্টটিতে ওই তরুণীর বেশ কয়েকটি ভিডিও পাওয়া যায়। বেশিরভাগ ভিডিওর ক্যাপশনে ভেনেজুয়েলা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
ফরি মিউসিক (Fory Musik) নামের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একাধিক ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, একই ব্যক্তির গাওয়া ও পারফরম করা বেশ কিছু র্যাপ গান পোস্ট করা হয়েছে। বেশিরভাগ ভিডিওর হ্যাশট্যাগে ভেনেজুয়েলা এবং এর রাজধানী কারাকাসের নাম। সব ভিডিওর কথা ও ক্যাপশন স্প্যানিশ ভাষায়। স্প্যানিশ ভেনেজুয়েলার দাপ্তরিক ভাষা।
এছাড়া, অ্যাকাউন্টটিতে ইতালি বিষয়ক কোনো তথ্য বা ভিডিও পাওয়া যায়নি।
পরবর্তীতে ইতালীয় নারীর সঙ্গে বাংলাদেশি পুরুষের র্যাপ গান গাওয়ার দাবিতে ভিডিওর অডিও নিয়ে অনুসন্ধান করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। অনুসন্ধানে চরেতোসোস (Choretosos) নামের ইউটিউব চ্যানেলে এই গানের একটি মিউজিক ভিডিও খুঁজে পাওয়া যায়। গানটি ২০২৩ সালের ১২ মে পোস্ট করা হয়।
মিউজিক ভিডিওর ডেসস্ক্রিপশনে কম্পোজার হিসেবে— চরেতোসোস (Choretosos) এবং ফরি মিউসিক (Fory Musik)–এর নাম রয়েছে। এ ছাড়া লোকেশন উল্লেখ করা হয়েছে ভেনেজুয়েলা।
সুতরাং, এ থেকে নিশ্চিত ভাইরাল র্যাপ পারফরম্যান্সে থাকা তরুণী ইতালীয় নন এবং তরুণটিও বাংলাদেশি নন। সংশ্লিষ্ট ভিডিও কনটেন্টগুলো থেকে ধারণা করা যায়, তাঁরা দুজনই ভেনেজুয়েলার অধিবাসী।
এক যুবক তাঁর মাকে গর্তে ফেলে দিচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক এক বৃদ্ধাকে একটি সরু গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। আজ বৃদ্ধা প্রাণপণে যুবকের হাত থেকে ছাড়া পেতে ছটফট করছেন। যুবকটিকে ‘ফালাই দিমু আজকা’, আর ওই বৃদ্ধাকে...
১ দিন আগেতামার ব্রেসলেট শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে পারে— এমন কথা অনেকেই বিশ্বাস করেন। সত্যিই কি তাই? তামার ব্রেসলেট জয়েন্টের ব্যথা দূর করে— এই দাবির সত্যতা কতটুকু? চিকিৎসাবিজ্ঞান এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
৩ দিন আগেগতকাল ৮ মার্চ (শনিবার) মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ঢুকে প্রতিপক্ষ কর্তৃক তিন ভাইকে কুপিয়ে হত্যার খবর সংবাদ মাধ্যমে এসেছে। এরই মধ্যে, দেশে মসজিদের ভেতর মাথাবিহীন লাশের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ...
৫ দিন আগেসুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গেলে নেতা-কর্মীরা পুলিশকে ধাওয়া দেয়—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
৬ দিন আগে