ফ্যাক্টচেক ডেস্ক
গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম যুবতীর মুখ সেলাই করে দিয়েছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পড়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে এই মুসলিম বোনটির মুখ সেলাই করে দিয়েছে হিন্দু সম্প্রদায়। সবাই এত বেশি শেয়ার করেন যেন সারা বিশ্ব দেখতে পারে’। ছবিতে একজন নারীকে সুতা দিয়ে মুখ সেলাই করা অবস্থায় দেখা গেছে। তাঁর চোখ থেকে ঝরছিল অশ্রুর ফোঁটা।
গত ১৩ জানুয়ারি ‘ছাত্র আন্দোলন’ নামের ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্টটি করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত ওই পোস্টে ১১২টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি ৩২ বার শেয়ার হয়েছে। পাশাপাশি এতে ১৭টি কমেন্ট পড়েছে। কমেন্টে কেউ কেউ ছবিটিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য ভেবেও মন্তব্য করেছে। মো. মোনাফ শেখ (Md Monnaf Sheikh) অ্যাকাউন্ট লিখেছে, ‘আল্লাহ দ্রুত বিচার করুন এ সকল জুলুম নির্যাতনকারীদের।’
সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে শেয়ারিং ওয়েবসাইট ইমগুরে ছবিটি পাওয়া যায়। ছবিটি ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর AsSeenOnStevie নামের অ্যাকাউন্টে প্রকাশিত হয়।
ছবিটির সঙ্গে আরও কিছু ছবি যুক্ত করা হয় এসব পোস্টে। সেসব ছবির ক্যাপশন থেকে জানা যায়, মেকআপ আর্টিস্ট হিসেবে যাত্রা শুরুর সময় পোস্টদাতা অনলাইন দেখে চেষ্টা করতেন। পরে তিনি হ্যালোইনসহ বিভিন্ন আয়োজনে মেকআপের মাধ্যমে রূপধারণ করতেন। অর্থাৎ, এই ছবি সাজানো।
পরে গুগলে ‘AsSeenOnStevie’ সার্চ করলে একই ইউজারনেমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, যার নাম স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ। তিনি স্পেশাল ইফেক্টস মেকআপ আর্টিস্ট।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে একই ছবিসহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি ২০১৪ সালের ১৬ এপ্রিল প্রকাশিত হয়।
পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি তার মেকআপ আর্ট। যদি কেউ স্পেশাল মেকআপ আর্ট লিখে গুগলে সার্চ করে, তাহলে তার এই ছবিটি প্রথমে আসবে বলে জানান।
সুতরাং, গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক মুসলিম যুবতীর মুখ সেলাই করে দেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এটি স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ নামের একজন মেকআপ আর্টিস্টের ছবি।
গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম যুবতীর মুখ সেলাই করে দিয়েছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পড়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে এই মুসলিম বোনটির মুখ সেলাই করে দিয়েছে হিন্দু সম্প্রদায়। সবাই এত বেশি শেয়ার করেন যেন সারা বিশ্ব দেখতে পারে’। ছবিতে একজন নারীকে সুতা দিয়ে মুখ সেলাই করা অবস্থায় দেখা গেছে। তাঁর চোখ থেকে ঝরছিল অশ্রুর ফোঁটা।
গত ১৩ জানুয়ারি ‘ছাত্র আন্দোলন’ নামের ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্টটি করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত ওই পোস্টে ১১২টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি ৩২ বার শেয়ার হয়েছে। পাশাপাশি এতে ১৭টি কমেন্ট পড়েছে। কমেন্টে কেউ কেউ ছবিটিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য ভেবেও মন্তব্য করেছে। মো. মোনাফ শেখ (Md Monnaf Sheikh) অ্যাকাউন্ট লিখেছে, ‘আল্লাহ দ্রুত বিচার করুন এ সকল জুলুম নির্যাতনকারীদের।’
সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে শেয়ারিং ওয়েবসাইট ইমগুরে ছবিটি পাওয়া যায়। ছবিটি ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর AsSeenOnStevie নামের অ্যাকাউন্টে প্রকাশিত হয়।
ছবিটির সঙ্গে আরও কিছু ছবি যুক্ত করা হয় এসব পোস্টে। সেসব ছবির ক্যাপশন থেকে জানা যায়, মেকআপ আর্টিস্ট হিসেবে যাত্রা শুরুর সময় পোস্টদাতা অনলাইন দেখে চেষ্টা করতেন। পরে তিনি হ্যালোইনসহ বিভিন্ন আয়োজনে মেকআপের মাধ্যমে রূপধারণ করতেন। অর্থাৎ, এই ছবি সাজানো।
পরে গুগলে ‘AsSeenOnStevie’ সার্চ করলে একই ইউজারনেমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, যার নাম স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ। তিনি স্পেশাল ইফেক্টস মেকআপ আর্টিস্ট।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে একই ছবিসহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি ২০১৪ সালের ১৬ এপ্রিল প্রকাশিত হয়।
পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি তার মেকআপ আর্ট। যদি কেউ স্পেশাল মেকআপ আর্ট লিখে গুগলে সার্চ করে, তাহলে তার এই ছবিটি প্রথমে আসবে বলে জানান।
সুতরাং, গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক মুসলিম যুবতীর মুখ সেলাই করে দেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এটি স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ নামের একজন মেকআপ আর্টিস্টের ছবি।
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে গত ১৮ জানুয়ারি ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় তিনজন বাংলাদেশি আহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। সেই ঘটনায় পতাকা বৈঠকে বিজিবির কাছে দুঃখপ্রকাশ করেছে বিএসএফ। ওই ঘটনাকে কেন্দ্র করে...
৯ ঘণ্টা আগেপ্রতিদিন নিয়ম করে একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন ধারণা অনেকের। এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময়ে পোস্ট হয়েছে। কিন্তু আসলেই কি নিয়মিত আপেল খেলে কোনো অসুখ বিসুখ হয় না; চিকিৎসকের কাছে যেতে হয় না? এই দাবির সত্যতা কতটুকু। চিকিৎসা বিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজ
১ দিন আগেডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন— এই দাবিতে যমুনা টেলিভিশনের লোগোসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা আছে, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।’
২ দিন আগেমনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
৩ দিন আগে