Ajker Patrika

ফ্যাক্টচেক /গরুর মাংস খাওয়ায় ভারতে মুসলিম যুবতীর মুখ সেলাই— ভাইরাল পোস্টের সত্যতা জানুন

ফ্যাক্টচেক ডেস্ক  
গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক মুসলিম যুবতীর মুখ সেলাই করে দেওয়ার দাবিতে ফেসবুক পোস্ট
গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক মুসলিম যুবতীর মুখ সেলাই করে দেওয়ার দাবিতে ফেসবুক পোস্ট

গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম যুবতীর মুখ সেলাই করে দিয়েছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পড়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে এই মুসলিম বোনটির মুখ সেলাই করে দিয়েছে হিন্দু সম্প্রদায়। সবাই এত বেশি শেয়ার করেন যেন সারা বিশ্ব দেখতে পারে’। ছবিতে একজন নারীকে সুতা দিয়ে মুখ সেলাই করা অবস্থায় দেখা গেছে। তাঁর চোখ থেকে ঝরছিল অশ্রুর ফোঁটা।

গত ১৩ জানুয়ারি ‘ছাত্র আন্দোলন’ নামের ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্টটি করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত ওই পোস্টে ১১২টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি ৩২ বার শেয়ার হয়েছে। পাশাপাশি এতে ১৭টি কমেন্ট পড়েছে। কমেন্টে কেউ কেউ ছবিটিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য ভেবেও মন্তব্য করেছে। মো. মোনাফ শেখ (Md Monnaf Sheikh) অ্যাকাউন্ট লিখেছে, ‘আল্লাহ দ্রুত বিচার করুন এ সকল জুলুম নির্যাতনকারীদের।’

সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে শেয়ারিং ওয়েবসাইট ইমগুরে ছবিটি পাওয়া যায়। ছবিটি ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর AsSeenOnStevie নামের অ্যাকাউন্টে প্রকাশিত হয়।

ছবিটির সঙ্গে আরও কিছু ছবি যুক্ত করা হয় এসব পোস্টে। সেসব ছবির ক্যাপশন থেকে জানা যায়, মেকআপ আর্টিস্ট হিসেবে যাত্রা শুরুর সময় পোস্টদাতা অনলাইন দেখে চেষ্টা করতেন। পরে তিনি হ্যালোইনসহ বিভিন্ন আয়োজনে মেকআপের মাধ্যমে রূপধারণ করতেন। অর্থাৎ, এই ছবি সাজানো।

গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে মুসলিম যুবতীর মুখ সেলাইয়ের দাবিতে প্রচারিত ছবির সঙ্গে ইমগুরে পাওয়া ছবির সাদৃশ্য।
গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে মুসলিম যুবতীর মুখ সেলাইয়ের দাবিতে প্রচারিত ছবির সঙ্গে ইমগুরে পাওয়া ছবির সাদৃশ্য।

পরে গুগলে ‘AsSeenOnStevie’ সার্চ করলে একই ইউজারনেমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, যার নাম স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ। তিনি স্পেশাল ইফেক্টস মেকআপ আর্টিস্ট।

অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে একই ছবিসহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি ২০১৪ সালের ১৬ এপ্রিল প্রকাশিত হয়।

স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া ছড়িয়ে পড়া ছবি
স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া ছড়িয়ে পড়া ছবি

পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি তার মেকআপ আর্ট। যদি কেউ স্পেশাল মেকআপ আর্ট লিখে গুগলে সার্চ করে, তাহলে তার এই ছবিটি প্রথমে আসবে বলে জানান।

সুতরাং, গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক মুসলিম যুবতীর মুখ সেলাই করে দেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এটি স্টিভি ক্যালাব্রেস ক্রিস্টফ নামের একজন মেকআপ আর্টিস্টের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত