ফ্যাক্টচেক ডেস্ক
সবেই শেষ হলো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি–টোয়েন্টির বিশ্বকাপ আসর ২০২৪। আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে আফগানিস্তান। গত ২৭ জুন আসরের প্রথম সেমিফাইনালে দেশটি মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচ শুরুর আগে আফগানিস্তান দলের একটি ভিডিও ফুটেজ ফেসবুক ও টিকটকে শেয়ার করে দাবি করা হচ্ছে, সেমিফাইনালে দেশটির ক্রিকেটাররা জাতীয় সংগীত না গেয়ে সুরা ফাতেহা পাঠ করে মাঠে নেমেছিলেন।
‘শাহরিয়ার সাকিব’ নামের একটি ফেসবুক পেজ থেকে ওই দিনই ১৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে কাউকে সুরা ফাতেহা পাঠ করতে শোনা যাচ্ছে। এটি আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আড়াই হাজারের বেশি শেয়ার হয়েছে, পোস্টটিতে রিঅ্যাকশন পড়েছে ২ লাখ ২৮ হাজার। ভিডিওটি দেখা হয়েছে ২৭ লাখ বার। আসলেই কী আফগানিস্তান সেমিফাইনালে জাতীয় সংগীতের পরিবর্তে সুরা ফাতেহা পড়ে মাঠে নেমেছিল?
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ইউটিউবে ‘ভিভান্ত’ নামের একটি চ্যানেলে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের ভিডিও ফুটেজ পাওয়া যায়। ভিডিও ফুটেজটি খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেল স্টার স্পোর্টস থেকে ধারণকৃত। ১ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে আফগানিস্তান ক্রিকেট দলের পবিত্র কোরআনের সুরা ফাতেহা পড়ে মাঠে নামার দাবিতে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। তবে ভিডিওটিতে সুরা ফাতেহা তিলাওয়াত করতে শোনা যায়নি। ভাইরাল ভিডিওটি ছাড়া এ দাবির পক্ষে আর কোনো প্রমাণও পাওয়া যায়নি।
পরে জার্মানির মিউনিখে অবস্থিত আফগানিস্তানের দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে দেশটির জাতীয় সংগীতের অডিও খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে দেশটির জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান জাতীয় সংগীতটি ২০০৬ সালের মে মাসে দেশটির সংসদে অনুমোদন দেওয়া হয়।
এই সংগীতের অডিও এবং সুরের সঙ্গে ২৬ জুনের ম্যাচের অডিও বিশ্লেষণে দেখা যায়, ওই দিন আফগান খেলোয়াড়েরা এই জাতীয় সংগীতটিই গেয়েছিলেন। মাঠে ও ডাগ আউটে থাকা খেলোয়াড় ও গ্যালারিতে থাকা দর্শকদের ঠোঁটের নড়াচড়া, মুখের অভিব্যক্তিতেও এটি ফুটে উঠেছে।
সুতরাং এটি স্পষ্ট, সদ্য সমাপ্ত টি–টোয়েন্টির বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে জাতীয় সংগীতের পরিবর্তে আফগান ক্রিকেটারদের সুরা ফাতেহা পড়ার দাবিতে ভাইরাল ভিডিওটি এডিটেড। ওই দিন আফগান ক্রিকেটাররা মাঠে জাতীয় সংগীতই গেয়েছিলেন।
সবেই শেষ হলো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি–টোয়েন্টির বিশ্বকাপ আসর ২০২৪। আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে আফগানিস্তান। গত ২৭ জুন আসরের প্রথম সেমিফাইনালে দেশটি মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচ শুরুর আগে আফগানিস্তান দলের একটি ভিডিও ফুটেজ ফেসবুক ও টিকটকে শেয়ার করে দাবি করা হচ্ছে, সেমিফাইনালে দেশটির ক্রিকেটাররা জাতীয় সংগীত না গেয়ে সুরা ফাতেহা পাঠ করে মাঠে নেমেছিলেন।
‘শাহরিয়ার সাকিব’ নামের একটি ফেসবুক পেজ থেকে ওই দিনই ১৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে কাউকে সুরা ফাতেহা পাঠ করতে শোনা যাচ্ছে। এটি আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আড়াই হাজারের বেশি শেয়ার হয়েছে, পোস্টটিতে রিঅ্যাকশন পড়েছে ২ লাখ ২৮ হাজার। ভিডিওটি দেখা হয়েছে ২৭ লাখ বার। আসলেই কী আফগানিস্তান সেমিফাইনালে জাতীয় সংগীতের পরিবর্তে সুরা ফাতেহা পড়ে মাঠে নেমেছিল?
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ইউটিউবে ‘ভিভান্ত’ নামের একটি চ্যানেলে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের ভিডিও ফুটেজ পাওয়া যায়। ভিডিও ফুটেজটি খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেল স্টার স্পোর্টস থেকে ধারণকৃত। ১ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে আফগানিস্তান ক্রিকেট দলের পবিত্র কোরআনের সুরা ফাতেহা পড়ে মাঠে নামার দাবিতে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। তবে ভিডিওটিতে সুরা ফাতেহা তিলাওয়াত করতে শোনা যায়নি। ভাইরাল ভিডিওটি ছাড়া এ দাবির পক্ষে আর কোনো প্রমাণও পাওয়া যায়নি।
পরে জার্মানির মিউনিখে অবস্থিত আফগানিস্তানের দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে দেশটির জাতীয় সংগীতের অডিও খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে দেশটির জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান জাতীয় সংগীতটি ২০০৬ সালের মে মাসে দেশটির সংসদে অনুমোদন দেওয়া হয়।
এই সংগীতের অডিও এবং সুরের সঙ্গে ২৬ জুনের ম্যাচের অডিও বিশ্লেষণে দেখা যায়, ওই দিন আফগান খেলোয়াড়েরা এই জাতীয় সংগীতটিই গেয়েছিলেন। মাঠে ও ডাগ আউটে থাকা খেলোয়াড় ও গ্যালারিতে থাকা দর্শকদের ঠোঁটের নড়াচড়া, মুখের অভিব্যক্তিতেও এটি ফুটে উঠেছে।
সুতরাং এটি স্পষ্ট, সদ্য সমাপ্ত টি–টোয়েন্টির বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে জাতীয় সংগীতের পরিবর্তে আফগান ক্রিকেটারদের সুরা ফাতেহা পড়ার দাবিতে ভাইরাল ভিডিওটি এডিটেড। ওই দিন আফগান ক্রিকেটাররা মাঠে জাতীয় সংগীতই গেয়েছিলেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১২ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১৭ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
৩ দিন আগে