ফ্যাক্টচেক ডেস্ক
প্রকৃতির ‘ভয়ংকর সুন্দর’ ঘটনাগুলোর একটি বজ্রপাত। বজ্রপাতের সময় আলোর ঝলকানি আকাশে যেমন সৌন্দর্য ফুটিয়ে তোলে ঠিক তেমনি এই বজ্রে ঘটতে পারে প্রাণহানি ও সম্পদের ক্ষতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গাছের ওপর বজ্রপাতের এমনই এক ‘ভয়ংকর সুন্দর’ ছবি ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৭ মে) ‘বিজ্ঞানের রহস্য খুঁজছেন...!?’ নামের ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করা হয়।
‘রহস্যময় বিজ্ঞান’ নামের পেজ থেকে গ্রুপে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, ড্যারেন পিয়ারসন নামে একজন চিত্রগ্রাহক গাছে বাজ পড়ার এই অবিশ্বাস্য মুহূর্তটি ধারণ করেছেন। ৩ হাজার ৪০০ সদস্যের গ্রুপে দেওয়া পোস্টটিতে আজ রোববার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রিয়েকশন পড়েছে ২৬ হাজার, শেয়ার হয়েছে ৬০০–এর বেশি। মন্তব্যও পড়েছে সমপরিমাণ। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, আবার কেউ চিত্রগ্রাহকের এমন ছবি তোলার দক্ষতায় মুগ্ধ হয়েছেন!
ভাইরাল এই ছবির প্রকৃত ঘটনা কী?
রিভার্স ইমেজ অনুসন্ধানে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায় জনপ্রিয় মিথ–বাস্টিং ওয়েবসাইট মিউজিয়াম অব হোক্সেসের ওয়েবসাইটে একটি গ্যালারিতে। গ্যালারিটির নাম ‘দ্য গ্যালারি অব ফেইক ভাইরাল ইমেজেস’। এই গ্যালারিতে ছবিটি যুক্ত করা হয় ২০১৩ সালের অক্টোবরে। ছবিটি প্রসঙ্গে মিউজিয়াম অব হোক্সেস জানায়, গাছে বাজ পড়ার এই অবিশ্বাস্য মুহূর্তের ছবিটি আসলে দুটি ছবির সমন্বয়ে সম্পাদনা করে তৈরি। ছবিটি তৈরি করেছেন ড্যারেন পিয়ারসন। তিনি পেশায় ‘লাইট পেইন্টার’।
লাইট পেইন্টিং হচ্ছে ছবি তোলার এমন এক কৌশল, যেখানে ছবিতে কোনো প্যাটার্ন ফুটিয়ে তুলতে বা কোনো কিছু আঁকতে আলো ব্যবহার করা হয়। পিয়ারসন বাজ পড়ার দাবিতে ছবিতে থাকা গাছটির ছবি তুলেছেন এই লাইট পেইন্টিং কৌশল ব্যবহার করে। এরপর তাতে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ওশান অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) ওয়েবসাইট থেকে বজ্রপাতের একটি ছবি যুক্ত করে ভাইরাল ছবিটি তৈরি করেছেন।
পরে আরও খুঁজে যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপসে ছবিটি নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারিতে এ প্রতিবেদনে ড্যারেন পিয়ারসনের সাক্ষাৎকার পাওয়া যায়। তিনি স্নোপসকে বলেন, গাছে বাজ পড়ার ভাইরাল ছবিটি প্রকৃত কোনো ঘটনার দৃশ্যায়ন নয়। এটি দুটি ছবির সমন্বয়ে তৈরি। এর মধ্যে গাছের ছবিটি তাঁর নিজের তোলা। গাছের ছবিটি তিনি তুলেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে। আর বজ্রপাতের ছবিটি নেওয়া হয়েছে এনওএএর ওয়েবসাইট থেকে।
গাছের ছবিটি প্রসঙ্গে তিনি স্নোপসকে বলেন, ছবিটি লং এক্সপোজারে রাতের বেলা তোলা। ছবিটি তুলতে সময় লেগেছে ৬১৯ সেকেন্ড বা প্রায় ১০ মিনিট ৩২ সেকেন্ড। গাছের ছবিতে নীল ধোয়া দেখাতে ‘ইলেক্ট্রোলুমিনেসেন্ট ওয়্যার’ নামে ফসফর (বাতাসের সংস্পর্শে জ্বলে এমন রাসায়নিক) দিয়ে মোড়া পাতলা তামার তার ব্যবহার করা হয়েছে। আর গাছটিকে গোলাপি আভা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে রঙিন স্পটলাইট।
তিনি স্নোপসকে আরও বলেন, আমার কখনোই গাছে বাজ পড়ার বাস্তব ছবি তোলার ইচ্ছা ছিল না। এটি একটি শৈল্পিক অভিব্যক্তি হিসেবে তোলা। কিন্তু ইন্টারনেটে মানুষ ছবিটির বিষয়ে ভুল তথ্য প্রচার করেছে।
পরে আরও খুঁজে ড্যারেন পিয়ারসনের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাওয়া যায়। এই ওয়েবসাইট ও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘুরে তাঁর লাইট পেইন্টিংয়ের আরও অনেক কাজ পাওয়া যায়।
প্রকৃতির ‘ভয়ংকর সুন্দর’ ঘটনাগুলোর একটি বজ্রপাত। বজ্রপাতের সময় আলোর ঝলকানি আকাশে যেমন সৌন্দর্য ফুটিয়ে তোলে ঠিক তেমনি এই বজ্রে ঘটতে পারে প্রাণহানি ও সম্পদের ক্ষতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গাছের ওপর বজ্রপাতের এমনই এক ‘ভয়ংকর সুন্দর’ ছবি ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৭ মে) ‘বিজ্ঞানের রহস্য খুঁজছেন...!?’ নামের ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করা হয়।
‘রহস্যময় বিজ্ঞান’ নামের পেজ থেকে গ্রুপে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, ড্যারেন পিয়ারসন নামে একজন চিত্রগ্রাহক গাছে বাজ পড়ার এই অবিশ্বাস্য মুহূর্তটি ধারণ করেছেন। ৩ হাজার ৪০০ সদস্যের গ্রুপে দেওয়া পোস্টটিতে আজ রোববার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রিয়েকশন পড়েছে ২৬ হাজার, শেয়ার হয়েছে ৬০০–এর বেশি। মন্তব্যও পড়েছে সমপরিমাণ। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, আবার কেউ চিত্রগ্রাহকের এমন ছবি তোলার দক্ষতায় মুগ্ধ হয়েছেন!
ভাইরাল এই ছবির প্রকৃত ঘটনা কী?
রিভার্স ইমেজ অনুসন্ধানে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায় জনপ্রিয় মিথ–বাস্টিং ওয়েবসাইট মিউজিয়াম অব হোক্সেসের ওয়েবসাইটে একটি গ্যালারিতে। গ্যালারিটির নাম ‘দ্য গ্যালারি অব ফেইক ভাইরাল ইমেজেস’। এই গ্যালারিতে ছবিটি যুক্ত করা হয় ২০১৩ সালের অক্টোবরে। ছবিটি প্রসঙ্গে মিউজিয়াম অব হোক্সেস জানায়, গাছে বাজ পড়ার এই অবিশ্বাস্য মুহূর্তের ছবিটি আসলে দুটি ছবির সমন্বয়ে সম্পাদনা করে তৈরি। ছবিটি তৈরি করেছেন ড্যারেন পিয়ারসন। তিনি পেশায় ‘লাইট পেইন্টার’।
লাইট পেইন্টিং হচ্ছে ছবি তোলার এমন এক কৌশল, যেখানে ছবিতে কোনো প্যাটার্ন ফুটিয়ে তুলতে বা কোনো কিছু আঁকতে আলো ব্যবহার করা হয়। পিয়ারসন বাজ পড়ার দাবিতে ছবিতে থাকা গাছটির ছবি তুলেছেন এই লাইট পেইন্টিং কৌশল ব্যবহার করে। এরপর তাতে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ওশান অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) ওয়েবসাইট থেকে বজ্রপাতের একটি ছবি যুক্ত করে ভাইরাল ছবিটি তৈরি করেছেন।
পরে আরও খুঁজে যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপসে ছবিটি নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারিতে এ প্রতিবেদনে ড্যারেন পিয়ারসনের সাক্ষাৎকার পাওয়া যায়। তিনি স্নোপসকে বলেন, গাছে বাজ পড়ার ভাইরাল ছবিটি প্রকৃত কোনো ঘটনার দৃশ্যায়ন নয়। এটি দুটি ছবির সমন্বয়ে তৈরি। এর মধ্যে গাছের ছবিটি তাঁর নিজের তোলা। গাছের ছবিটি তিনি তুলেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে। আর বজ্রপাতের ছবিটি নেওয়া হয়েছে এনওএএর ওয়েবসাইট থেকে।
গাছের ছবিটি প্রসঙ্গে তিনি স্নোপসকে বলেন, ছবিটি লং এক্সপোজারে রাতের বেলা তোলা। ছবিটি তুলতে সময় লেগেছে ৬১৯ সেকেন্ড বা প্রায় ১০ মিনিট ৩২ সেকেন্ড। গাছের ছবিতে নীল ধোয়া দেখাতে ‘ইলেক্ট্রোলুমিনেসেন্ট ওয়্যার’ নামে ফসফর (বাতাসের সংস্পর্শে জ্বলে এমন রাসায়নিক) দিয়ে মোড়া পাতলা তামার তার ব্যবহার করা হয়েছে। আর গাছটিকে গোলাপি আভা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে রঙিন স্পটলাইট।
তিনি স্নোপসকে আরও বলেন, আমার কখনোই গাছে বাজ পড়ার বাস্তব ছবি তোলার ইচ্ছা ছিল না। এটি একটি শৈল্পিক অভিব্যক্তি হিসেবে তোলা। কিন্তু ইন্টারনেটে মানুষ ছবিটির বিষয়ে ভুল তথ্য প্রচার করেছে।
পরে আরও খুঁজে ড্যারেন পিয়ারসনের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাওয়া যায়। এই ওয়েবসাইট ও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘুরে তাঁর লাইট পেইন্টিংয়ের আরও অনেক কাজ পাওয়া যায়।
একটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগেড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
৪ দিন আগেলস অ্যাঞ্জেলেসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসুল্লিদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল্ভাবে প্রচারিত হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মোল্লাদের সরনাপহ্ন হলো, তার পর আযান, আল্
৫ দিন আগে