ফ্যাক্টচেক ডেস্ক
ঢাকার আর্মি স্টেডিয়ামে পাকিস্তানের গতকাল মঞ্চ মাতিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ট্রিপল টাইম কমিউনিকেশন নামে একটি প্রতিষ্ঠান ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের এ কনসার্ট আয়োজন করে। এ কনসার্টে দর্শকদের মারামারি দাবিতে ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘তাপসী তাবাসসুম উর্মি (Tapashee Tabassum Urmi)’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, এটি আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আসা দর্শকদের মারামারির ভিডিও। এটি আজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১ হাজারের বেশি।
পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়েছেন নিঝুম মজুমদারও। তাঁর পোস্টেও হাজারের ওপর রিয়েকশন পড়েছে।
ঘটনাটির সত্যতা যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘সজল সেন (SAJAL SEN)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আসা দর্শকদের মারামারির দাবিতে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘চট্টগ্রাম অলংকার মোড়ে শপিং মলের ওপেনিং এ আয়োজনকৃত চেয়ার খেলা অনুষ্ঠান চলছে, আমরা কবে সভ্য হবো, টি–২০ ম্যাচ।’ ভিডিওটিতে ‘গ্র্যান্ড ওপেনিং’ লেখা একটি ব্যানার দেখা যায়।
এসব তথ্যের সূত্রে পরে আরও খুঁজে ‘জুয়েল মাহমুদ (Jowel Mahmud)’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে চট্টগ্রামের অলংকার মোড়ে হেভেন সিটি সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানের একটি লাইভ ভিডিও পাওয়া যায়। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটায় লাইভটি করা হয়। এই লাইভ ভিডিওর ৮ মিনিট ১৩ সেকেন্ডে ‘গ্র্যান্ড ওপেনিং’ ব্যানার দেখা যায়।
আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে দর্শকদের মারামারির দাবিতে ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ‘গ্র্যান্ড ওপেনিং’ লেখা হুবহু একই ব্যানারের উপস্থিতি পাওয়া যায়।
এই ব্যানারের সূত্রেই নিশ্চিত হওয়া যায় আর্মি স্টেডিয়ামের আতিফ আসলামের কনসার্টে দর্শকদের মারামারির দাবিতে ভাইরাল ভিডিওটি মূলত চট্টগ্রামের।
এ ছাড়া হেভেন সিটি সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) তাদের সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তিনি আসতে না পারায় দর্শকরা উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙচুর করেছে।
ঢাকার আর্মি স্টেডিয়ামে পাকিস্তানের গতকাল মঞ্চ মাতিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ট্রিপল টাইম কমিউনিকেশন নামে একটি প্রতিষ্ঠান ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের এ কনসার্ট আয়োজন করে। এ কনসার্টে দর্শকদের মারামারি দাবিতে ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘তাপসী তাবাসসুম উর্মি (Tapashee Tabassum Urmi)’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, এটি আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আসা দর্শকদের মারামারির ভিডিও। এটি আজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১ হাজারের বেশি।
পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়েছেন নিঝুম মজুমদারও। তাঁর পোস্টেও হাজারের ওপর রিয়েকশন পড়েছে।
ঘটনাটির সত্যতা যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘সজল সেন (SAJAL SEN)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আসা দর্শকদের মারামারির দাবিতে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘চট্টগ্রাম অলংকার মোড়ে শপিং মলের ওপেনিং এ আয়োজনকৃত চেয়ার খেলা অনুষ্ঠান চলছে, আমরা কবে সভ্য হবো, টি–২০ ম্যাচ।’ ভিডিওটিতে ‘গ্র্যান্ড ওপেনিং’ লেখা একটি ব্যানার দেখা যায়।
এসব তথ্যের সূত্রে পরে আরও খুঁজে ‘জুয়েল মাহমুদ (Jowel Mahmud)’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে চট্টগ্রামের অলংকার মোড়ে হেভেন সিটি সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানের একটি লাইভ ভিডিও পাওয়া যায়। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটায় লাইভটি করা হয়। এই লাইভ ভিডিওর ৮ মিনিট ১৩ সেকেন্ডে ‘গ্র্যান্ড ওপেনিং’ ব্যানার দেখা যায়।
আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে দর্শকদের মারামারির দাবিতে ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ‘গ্র্যান্ড ওপেনিং’ লেখা হুবহু একই ব্যানারের উপস্থিতি পাওয়া যায়।
এই ব্যানারের সূত্রেই নিশ্চিত হওয়া যায় আর্মি স্টেডিয়ামের আতিফ আসলামের কনসার্টে দর্শকদের মারামারির দাবিতে ভাইরাল ভিডিওটি মূলত চট্টগ্রামের।
এ ছাড়া হেভেন সিটি সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) তাদের সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তিনি আসতে না পারায় দর্শকরা উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙচুর করেছে।
চিত্রনায়িকা শবনম বুবলি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ। ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্রকর্ম নিয়ে তিনি প্রায়ই আলোচনায় আসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নববধূর সাজে কিছু ছবি ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি তার দ্বিতীয় বিয়ের ছবি।
২ দিন আগেছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার পতনের পর জণসাধারণের আনীত অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের অনেক নেতা-
৩ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এই ঘটনার পরপরই ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে একাধিক ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের খবর সামনে এসেছে, যা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়ে
৪ দিন আগেচলতি বছরের জুনে হাইকোর্টের রায়ে ২০১৮ সালের কোটা বাতিল–সংক্রান্ত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করার পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়। এ রায়ের পর কোটা সংস্কার দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনে সরকার বাধা দিলে তা সংঘাত ও সহিংসতায় রূপ নেয়। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটে...
৬ দিন আগে