এইচএসসি পরীক্ষা না পেছানোয় আত্মহত্যার ছবি ভাইরাল, কখন মারা গেলেন জানেন না তরুণ

ফ্যাক্টচেক ডেস্ক
Thumbnail image

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী রোববার (৩০ জুন)। যদিও এ পরীক্ষা পেছানো নিয়ে বেশ কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে। আলোচনা গড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে শিক্ষা বোর্ড পর্যন্ত। এর মধ্যে বন্যার কারণে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে ৮ জুলাই পর্যন্ত। 

পরীক্ষা পেছানোর দাবির পক্ষের শিক্ষার্থীদের বক্তব্য, করোনাকালের শিখন ঘাটতি, বন্যাসহ নানা কারণে তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি। তবে আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে অংশগ্রহণ করবে। তপন কুমার সরকারের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ফেসবুকে এক তরুণ ও হাতে লেখা একটি চিঠির কোলাজ ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ওই তরুণ ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী। তিনি এইচএসসি পরীক্ষা না পেছানোর কারণে আত্মহত্যা করেছেন। 

ছবিটি ফেসবুকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রচার করা হচ্ছে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী দাবি করা ওই তরুণের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইনস্টাগ্রামে শিশির ভূঁইয়া নামের একটি অ্যাকাউন্ট পাওয়া যায়। অ্যাকাউন্টে ছবিটি ২০২২ সালের ২৩ মার্চ পোস্ট করা হয়। অ্যাকাউন্টটির পরিচয়ে লেখা রয়েছে, এই অ্যাকাউন্টধারীর বয়স ২২ বছর। অ্যাকাউন্টধারীর অবস্থান উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম। 

এই অ্যাকাউন্টের সূত্রে পরবর্তী অনুসন্ধানে ফেসবুকে একই নামের একটি পেজ পাওয়া যায়। পেজটির প্রোফাইলের ছবির সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির প্রোফাইল ছবির মিল রয়েছে। অ্যাকাউন্টটির পরিচয়ে লেখা রয়েছে, অ্যাকাউন্টধারী চট্টগ্রামে বসবাস করেন, হোম টাউন ফেনী। প্রোফাইলের ছবি ছাড়াও দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই একই ব্যক্তির আরও অনেক ছবি পোস্ট করা হয়েছে। আত্মহত্যা করেছেন দাবিতে প্রচারিত কোলাজটিতে থাকা তরুণের ছবিটিও ফেসবুক পেজটিতে ২০২২ সালের ২৪ মার্চ পোস্ট করা হয়। 

এ থেকে ধারণা করা যায়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজটি একই ব্যক্তি অর্থাৎ শিশির ভূঁইয়ার এবং আত্মহত্যা করেছেন দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটিও তাঁর। 

এইচএসসি পরীক্ষা না পেছানোয় তরুণের আত্মহত্যার তথ্যটি ভুয়া। ছবি: ফেসবুক ফেসবুক পেজটিতে গতকাল মঙ্গলবার (২৫ জুন) রাত ৯টার দিকে আত্মহত্যা করেছেন দাবিতে প্রচারিত কোলাজটি স্টোরিতে পোস্ট করে লেখা হয়, ‘কেউ আমার ছবি ব্যবহার করে গুজব ছড়াচ্ছে যে, আমি মারা গেছি। কিন্তু আমি কীভাবে মারা গেলাম?’ 

শুধু তাই নয়, অনুসন্ধানে দেখা যায়, শিশির ভূঁইয়াকে ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী দাবি করে আত্মহত্যার সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়, গতকাল মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টা ৪৬ মিনিটে। কিন্তু এর পরেও শিশির ভূঁইয়া নামের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটিতেই পোস্ট করতে দেখা গেছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে আজ বুধবার (২৬ জুন) সবশেষ বিকেল ৪টার দিকে স্টোরি পোস্ট করা হয়েছে। ফেসবুকে স্টোরি পোস্ট করা হয়েছে দুপুর ১২টার দিকে এবং পেজটিতে দুপুর সাড়ে ১২টায় ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারকে নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। 

এসব বিশ্লেষণ থেকে স্পষ্ট, এইচএসসি পরীক্ষা না পেছানোর কারণে ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীর আত্মহত্যার দাবিটি সঠিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত