ফ্যাক্টচেক ডেস্ক
বিশ্ব ভালোবাসা দিবসের আগের দিন (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে সাদা কাগজে লেখা ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’ সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নোটিশটি স্টেশনের সিঁড়ির মুখেই ঝোলানো ছিল। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আলিঙ্গনরত তরুণ-তরুণীর একটি ছবি প্রচার করে বলা হচ্ছে, ‘এই হলো ১৪ ফেব্রুয়ারি। ছবিটি তোলার পরক্ষণেই মেট্রোরেলে ফুল নিয়ে ওঠা নিষিদ্ধ করা হয়।’
একই ঘটনার দিকে ইঙ্গিত করে ফরহাদ কিবরিয়া পরাগ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘এই জন্যই এই দেশে ভ্যালেন্টাইন ডেতে মেট্রো রেলে শুধু ফুল বহন করাই নিষিদ্ধ ছিল।’ মুহাম্মদ শাকিল নামে একজন ছবিটি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘মেট্রোরেলেও ছাড় নেই, উচিত কথা হলো, বাংলাদেশে সব সম্ভব।’
অলিভা ইসলাম ইমা নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশ এখন দ্বিতীয় লন্ডন, মেট্রোরেল।...তাই পার্কের ভেতরের অনুভূতিটা মেট্রোরেলে ধারাবাহিকতা চলছে।’
এসব পোস্ট ছাড়াও আরও কিছু ফেসবুক পেজ, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রচার হতে দেখা গেছে।
কি-ওয়ার্ড সার্চে ‘তিলোত্তমা kolokata’ নামের একটি ফেসবুক পেজে ছবিটি খুঁজে পাওয়া যায়। পেজটি সম্পর্কে জানা যায়, এটি কলকাতাকেন্দ্রিক। ভাইরাল ছবিটি ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় পেজটি থেকে ‘মেট্রো টাকে অন্তত রেহাই দে ভাই’ ক্যাপশনে পোস্ট করা হয়। ছবিটির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে ‘কৃত্তিকা’ নামে একটি ফেসবুক পেজকে।
পরে এই পোস্টের সূত্রে ‘কৃ ত্তি কা’ নামের আরেকটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজের লোকেশন দেওয়া আছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা শহর। পেজটিতে ছবিটি একই দিন রাত ১০টা ৫ মিনিটে ‘মেট্রো টা কেও ছাড়ছে না’ ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটির এডিট হিস্ট্রি খুঁজে দেখা যায়, ছবিটির ক্যাপশনে একবার লেখা ছিল, ‘মেট্রো টা কেও ছাড়ছে না, ছবিটা আমার ফ্রেন্ড তুলেছে।’
ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে ‘কৃ ত্তি কা’ পেজটি থেকে একটি কমেন্ট করে লেখা হয়, ‘আমার এটার থেকেও কলকাতার এই পেজ থেকে বেশি ভাইরাল হয়েছে। পারলে এই পেজের মালিককে কিছু বলে দেখান। আমার প্রোফাইল পেয়েছেন, যে যা খুশি বলে যাচ্ছেন।’ কমেন্টের সঙ্গে ‘তিলোত্তমা kolokata’ পেজের পোস্টটির স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়েছে।
‘ব্যস্ত জীবন’ নামের কলকাতাকেন্দ্রিক আরেকটি পেজ থেকেও ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ‘কৃত্তিকা’র সৌজন্যে একই ছবি পোস্ট করা হয়েছে।
অর্থাৎ তরুণ-তরুণীর আলিঙ্গনের ভাইরাল ছবিটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার মেট্রো থেকে তোলা হয়ে থাকতে পারে এবং ছবিটির সম্ভাব্য মালিক ‘কৃত্তিকা’ নামের পেজটি।
ছবিটির স্থান সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যায় মেট্রোরেলের ছবিটিতে দৃশ্যমান একটি লোগো থেকে। ছবিটির ওপরে ডান কোনায় ‘Azadi Ka Amrit Mahotsav’ লেখাসংবলিত ভারতের জাতীয় পতাকার তিন রঙে তৈরি লোগো দেখা যায়।
এই লোগোর সূত্রে জানা যায়, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হলো ভারতীয় স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান। ২০২১ সালের ১২ মার্চ দেশটির স্বাধীনতার ৭৫তম বার্ষিকী সামনে রেখে ৭৫ সপ্তাহের কাউন্টডাউন শুরুর মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসব শুরু হয়, যা ২০২৩ সালের ১৫ আগস্ট শেষ হয়।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন ৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ মেট্রোরেলের যুগে প্রবেশ করে। পাশাপাশি ভাইরাল এ ছবির সঙ্গে কলকাতার মেট্রোরেলের মেঝের রঙের মিল রয়েছে। মেঝের রং বেগুনি বা লাল। বাংলাদেশের কোনো মেট্রোরেলের মেঝে এই দুই রঙের নয়।
স্পষ্টত, মেট্রোরেলে আলিঙ্গনরত তরুণ-তরুণীর ভাইরাল ছবিটি বাংলাদেশের নয়, এটি কলকাতার কোনো মেট্রোরেলের।
বিশ্ব ভালোবাসা দিবসের আগের দিন (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে সাদা কাগজে লেখা ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’ সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নোটিশটি স্টেশনের সিঁড়ির মুখেই ঝোলানো ছিল। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আলিঙ্গনরত তরুণ-তরুণীর একটি ছবি প্রচার করে বলা হচ্ছে, ‘এই হলো ১৪ ফেব্রুয়ারি। ছবিটি তোলার পরক্ষণেই মেট্রোরেলে ফুল নিয়ে ওঠা নিষিদ্ধ করা হয়।’
একই ঘটনার দিকে ইঙ্গিত করে ফরহাদ কিবরিয়া পরাগ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘এই জন্যই এই দেশে ভ্যালেন্টাইন ডেতে মেট্রো রেলে শুধু ফুল বহন করাই নিষিদ্ধ ছিল।’ মুহাম্মদ শাকিল নামে একজন ছবিটি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘মেট্রোরেলেও ছাড় নেই, উচিত কথা হলো, বাংলাদেশে সব সম্ভব।’
অলিভা ইসলাম ইমা নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশ এখন দ্বিতীয় লন্ডন, মেট্রোরেল।...তাই পার্কের ভেতরের অনুভূতিটা মেট্রোরেলে ধারাবাহিকতা চলছে।’
এসব পোস্ট ছাড়াও আরও কিছু ফেসবুক পেজ, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রচার হতে দেখা গেছে।
কি-ওয়ার্ড সার্চে ‘তিলোত্তমা kolokata’ নামের একটি ফেসবুক পেজে ছবিটি খুঁজে পাওয়া যায়। পেজটি সম্পর্কে জানা যায়, এটি কলকাতাকেন্দ্রিক। ভাইরাল ছবিটি ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় পেজটি থেকে ‘মেট্রো টাকে অন্তত রেহাই দে ভাই’ ক্যাপশনে পোস্ট করা হয়। ছবিটির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে ‘কৃত্তিকা’ নামে একটি ফেসবুক পেজকে।
পরে এই পোস্টের সূত্রে ‘কৃ ত্তি কা’ নামের আরেকটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজের লোকেশন দেওয়া আছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা শহর। পেজটিতে ছবিটি একই দিন রাত ১০টা ৫ মিনিটে ‘মেট্রো টা কেও ছাড়ছে না’ ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটির এডিট হিস্ট্রি খুঁজে দেখা যায়, ছবিটির ক্যাপশনে একবার লেখা ছিল, ‘মেট্রো টা কেও ছাড়ছে না, ছবিটা আমার ফ্রেন্ড তুলেছে।’
ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে ‘কৃ ত্তি কা’ পেজটি থেকে একটি কমেন্ট করে লেখা হয়, ‘আমার এটার থেকেও কলকাতার এই পেজ থেকে বেশি ভাইরাল হয়েছে। পারলে এই পেজের মালিককে কিছু বলে দেখান। আমার প্রোফাইল পেয়েছেন, যে যা খুশি বলে যাচ্ছেন।’ কমেন্টের সঙ্গে ‘তিলোত্তমা kolokata’ পেজের পোস্টটির স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়েছে।
‘ব্যস্ত জীবন’ নামের কলকাতাকেন্দ্রিক আরেকটি পেজ থেকেও ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ‘কৃত্তিকা’র সৌজন্যে একই ছবি পোস্ট করা হয়েছে।
অর্থাৎ তরুণ-তরুণীর আলিঙ্গনের ভাইরাল ছবিটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার মেট্রো থেকে তোলা হয়ে থাকতে পারে এবং ছবিটির সম্ভাব্য মালিক ‘কৃত্তিকা’ নামের পেজটি।
ছবিটির স্থান সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যায় মেট্রোরেলের ছবিটিতে দৃশ্যমান একটি লোগো থেকে। ছবিটির ওপরে ডান কোনায় ‘Azadi Ka Amrit Mahotsav’ লেখাসংবলিত ভারতের জাতীয় পতাকার তিন রঙে তৈরি লোগো দেখা যায়।
এই লোগোর সূত্রে জানা যায়, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হলো ভারতীয় স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান। ২০২১ সালের ১২ মার্চ দেশটির স্বাধীনতার ৭৫তম বার্ষিকী সামনে রেখে ৭৫ সপ্তাহের কাউন্টডাউন শুরুর মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসব শুরু হয়, যা ২০২৩ সালের ১৫ আগস্ট শেষ হয়।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন ৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ মেট্রোরেলের যুগে প্রবেশ করে। পাশাপাশি ভাইরাল এ ছবির সঙ্গে কলকাতার মেট্রোরেলের মেঝের রঙের মিল রয়েছে। মেঝের রং বেগুনি বা লাল। বাংলাদেশের কোনো মেট্রোরেলের মেঝে এই দুই রঙের নয়।
স্পষ্টত, মেট্রোরেলে আলিঙ্গনরত তরুণ-তরুণীর ভাইরাল ছবিটি বাংলাদেশের নয়, এটি কলকাতার কোনো মেট্রোরেলের।
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
৯ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১৪ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
৩ দিন আগে