ফ্যাক্টচেক /কক্সবাজারে হাসনাত–সারজিসের দুর্ঘটনার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৯: ৪৭
Thumbnail image

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি। গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার ভিডিও দাবিতে ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ নামের একটি ফেসবুক পেজে বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া একটায় ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে দাবি করা হয়, ‘হাসনাত এবং সারজিস আলমের কার এক্সিডেন্টের নাটকের দৃশ্য। সত্য কখনো চাপা থাকে না.. ’

কক্সবাজারে হাসনাত–সারজিসের দুর্ঘটনার দাবিতে ভাইরাল ভিডিও। ছবি: ফেসবুক
কক্সবাজারে হাসনাত–সারজিসের দুর্ঘটনার দাবিতে ভাইরাল ভিডিও। ছবি: ফেসবুক

পোস্টটিতে আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩ হাজার রিয়েকশন পড়েছে, ভিডিওটি দেখা হয়েছে দুই লাখের বেশি।

ভাইরাল ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘জামিল রুহানি ৪ (Jamilrohani4)’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটি পাওয়া যায়। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে পাওয়া এটিই সম্ভাব্য সবচেয়ে পুরোনো ভিডিও। গত ১৫ অক্টোবর অ্যাকাউন্টটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, দুর্ঘটনার শিকার গাড়িটি ফুল দিয়ে সাজানো। পোস্টটি থেকে ভিডিওটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে আরও খুঁজে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। গত ১৯ অক্টোবর সংবাদমাধ্যমটি ভিডিওটি পোস্ট করে। পোস্টের ক্যাপশনে দুর্ঘটনাটি সম্পর্কে বলা হয়, ফুল সজ্জিত গাড়িটি হঠাৎ রাস্তা অতিক্রম করে পাশের ফুটপাথে গিয়ে ধাক্কা খায় এবং খাঁড়া হয়ে থেমে যায়। দুর্ঘটনার পর চালককে গাড়ি থেকে বের হতে দেখা যায়। ঘটনাটি করাচিতে ঘটে থাকতে পারে।

কক্সবাজারে হাসনাত–সারজিসের দুর্ঘটনার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো। ছবি: জিও নিউজ
কক্সবাজারে হাসনাত–সারজিসের দুর্ঘটনার দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো। ছবি: জিও নিউজ

সুতরাং এটি নিশ্চিত, চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্ঘটনার শিকার হওয়া হাসনাত–সারজিসের গাড়ির দুর্ঘটনার ভিডিও দাবিতে ভাইরাল ভিডিওটি অন্তত মাস দেড়েকের পুরোনো।

হাসনাত–সারজিসের দুর্ঘটনাটি কীভাবে ঘটেছিল?

হাসনাত–সারজিসের দুর্ঘটনাটি নিয়ে দৈনিক প্রথম আলো পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হাসনাত ও সারজিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাঁদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি কার ও একটি পাজেরো গাড়ি ছিল। সাইফুলের গ্রামের বাড়ি থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথা। ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত–সারজিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের বাঁ দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত–সারজিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত