ফ্যাক্টচেক ডেস্ক
চিত্রনায়িকা শবনম বুবলি। ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা বিভিন্ন সময়ে নানান কারণে আলোচনায় থাকেন। কখনো চিত্রনাট্যের কাজ নিয়ে বা কখনো নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে। সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২২ সালে। ভেরিফাইড ফেসবুক পেজে চিত্রনায়ক শাকিব খানের সাথে একটি যুগল ছবি পোস্ট করে বুবলি তাদের বিয়ে এবং সন্তানের কথা কথা জানান। পরবর্তীতে শাকিব-বুবলির বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের খবরে নেটিজেনরা অনেক আলোচনা-সমালোচনা করলে চলতি বছরের এপ্রিলে তাদের বিবাহ বিচ্ছেদ না হওয়ার দাবি করেন এই নায়িকা। এরই মধ্যে, সম্প্রতি চিত্রনায়িকা বুবলির সাথে ভিন্ন এক ব্যক্তির বিয়ের সাজের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘সাদি মুবারক Bubly, খুবই সুন্দর লাগছে দুজনকে। বুবলির ২য় বিয়ে।’
‘টুকি-টাকি ভ্লগ (Tuki-Taki Vlog)’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৭ ডিসেম্বর দুপুর পৌনে তিনটার দিকে ছবিগুলো পোস্ট করা হয়। পোস্টটিতে আজকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে। এই পোস্টটি ৪০ টি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ৬ শত কমেন্ট পড়েছে। এসব কমেন্টে কেউ কেউ ছবিগুলোকে কোনো চলচ্চিত্রের দৃশ্য বলে দাবি করছেন। আবার কেউ কেউ কমেন্ট করছেন ছবিগুলো এডিট করা হয়েছে। সালমা আক্তার (Salma Aktar) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্টে লিখেছেন, ‘সাকিবের পেছনে না ছুটে বুবলি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তার হাজবেন্ড ও বেশ সুন্দর।’
ভাইরাল ছবিগুলো রিভার্স ইমেজ সার্চে চিত্রনায়িকা বুবলির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওতে পাওয়া যায়। ভিডিওটি গত ৬ ডিসেম্বর পোস্ট করা হয় হয়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বিয়ের সাজের এই মেকওভার তথা রূপসজ্জাটি আকলিমাস বিউটি পার্লার (Aklima’s Beauty Parlour) থেকে করা হয়েছে।
পরবর্তীতে আকলিমাস বিউটি পার্লার (Aklima’s Beauty Parlour) নামের ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ভিডিওটি গত ৬ ডিসেম্বর পোস্ট করা হয়। ক্যাপশন থেকে জানা যায়, এই বিউটি পার্লার থেকে চিত্রনায়িকা বুবলি পাকিস্তানি নববধূর সাজে সেজেছিলেন এবং দৃশ্যধারণ করা করা হয়েছিল। বুবলির সাথে থাকা পুরুষের নাম ওয়াসিফ খান।
এই পেজে একই সাজে ৬ ডিসেম্বরে পোস্টকৃত বুবলির একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে বুবলি জানান, তিনি প্রথমবার পাকিস্তানি নববধূর সাজ নিয়েছেন এবং ভালোলাগার কথা জানান।
পর্যবেক্ষণে জানা যায় এটি একটি নারীদের পার্লার। এখানে চিত্রনায়িকা বুবলি ছাড়াও বিদ্যা সিনহা সাহা মীম, প্রার্থনা ফারদিন দীঘিসহ বিভিন্ন নারী সেলিব্রেটিদের রুপসজ্জার একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে।
এছাড়া, আকলিমাস বিউটি পার্লার (Aklima’s Beauty Parlour) নামের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টেও সমজাতীয় ছবিগুলো পাওয়া যায়।
এই ছবিগুলো বুবলির বিয়ের ছবি ছিল কিনা তা নিশ্চিত করতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ থেকে আকলিমাস বিউটি পার্লার (Aklima’s Beauty Parlour) এর সঙ্গে যোগাযোগ করে। বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, ছবিগুলো চিত্রনায়িকা বুবলির বিয়ের না। এগুলো নববধূ সাজের শুট ছিল।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় চিত্রনায়িকা বুবলির সাথে ভিন্ন এক ব্যক্তির বিয়ের সাজের ছবি গুলো তাদের বিয়ের নয়, নববধূ সাজের ফটোশুট।
চিত্রনায়িকা শবনম বুবলি। ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা বিভিন্ন সময়ে নানান কারণে আলোচনায় থাকেন। কখনো চিত্রনাট্যের কাজ নিয়ে বা কখনো নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে। সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২২ সালে। ভেরিফাইড ফেসবুক পেজে চিত্রনায়ক শাকিব খানের সাথে একটি যুগল ছবি পোস্ট করে বুবলি তাদের বিয়ে এবং সন্তানের কথা কথা জানান। পরবর্তীতে শাকিব-বুবলির বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের খবরে নেটিজেনরা অনেক আলোচনা-সমালোচনা করলে চলতি বছরের এপ্রিলে তাদের বিবাহ বিচ্ছেদ না হওয়ার দাবি করেন এই নায়িকা। এরই মধ্যে, সম্প্রতি চিত্রনায়িকা বুবলির সাথে ভিন্ন এক ব্যক্তির বিয়ের সাজের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘সাদি মুবারক Bubly, খুবই সুন্দর লাগছে দুজনকে। বুবলির ২য় বিয়ে।’
‘টুকি-টাকি ভ্লগ (Tuki-Taki Vlog)’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৭ ডিসেম্বর দুপুর পৌনে তিনটার দিকে ছবিগুলো পোস্ট করা হয়। পোস্টটিতে আজকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে। এই পোস্টটি ৪০ টি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ৬ শত কমেন্ট পড়েছে। এসব কমেন্টে কেউ কেউ ছবিগুলোকে কোনো চলচ্চিত্রের দৃশ্য বলে দাবি করছেন। আবার কেউ কেউ কমেন্ট করছেন ছবিগুলো এডিট করা হয়েছে। সালমা আক্তার (Salma Aktar) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্টে লিখেছেন, ‘সাকিবের পেছনে না ছুটে বুবলি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তার হাজবেন্ড ও বেশ সুন্দর।’
ভাইরাল ছবিগুলো রিভার্স ইমেজ সার্চে চিত্রনায়িকা বুবলির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওতে পাওয়া যায়। ভিডিওটি গত ৬ ডিসেম্বর পোস্ট করা হয় হয়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বিয়ের সাজের এই মেকওভার তথা রূপসজ্জাটি আকলিমাস বিউটি পার্লার (Aklima’s Beauty Parlour) থেকে করা হয়েছে।
পরবর্তীতে আকলিমাস বিউটি পার্লার (Aklima’s Beauty Parlour) নামের ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ভিডিওটি গত ৬ ডিসেম্বর পোস্ট করা হয়। ক্যাপশন থেকে জানা যায়, এই বিউটি পার্লার থেকে চিত্রনায়িকা বুবলি পাকিস্তানি নববধূর সাজে সেজেছিলেন এবং দৃশ্যধারণ করা করা হয়েছিল। বুবলির সাথে থাকা পুরুষের নাম ওয়াসিফ খান।
এই পেজে একই সাজে ৬ ডিসেম্বরে পোস্টকৃত বুবলির একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে বুবলি জানান, তিনি প্রথমবার পাকিস্তানি নববধূর সাজ নিয়েছেন এবং ভালোলাগার কথা জানান।
পর্যবেক্ষণে জানা যায় এটি একটি নারীদের পার্লার। এখানে চিত্রনায়িকা বুবলি ছাড়াও বিদ্যা সিনহা সাহা মীম, প্রার্থনা ফারদিন দীঘিসহ বিভিন্ন নারী সেলিব্রেটিদের রুপসজ্জার একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে।
এছাড়া, আকলিমাস বিউটি পার্লার (Aklima’s Beauty Parlour) নামের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টেও সমজাতীয় ছবিগুলো পাওয়া যায়।
এই ছবিগুলো বুবলির বিয়ের ছবি ছিল কিনা তা নিশ্চিত করতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ থেকে আকলিমাস বিউটি পার্লার (Aklima’s Beauty Parlour) এর সঙ্গে যোগাযোগ করে। বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, ছবিগুলো চিত্রনায়িকা বুবলির বিয়ের না। এগুলো নববধূ সাজের শুট ছিল।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় চিত্রনায়িকা বুবলির সাথে ভিন্ন এক ব্যক্তির বিয়ের সাজের ছবি গুলো তাদের বিয়ের নয়, নববধূ সাজের ফটোশুট।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা চলছেই। গতকাল রোববার একদিনে প্রায় ৫০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভের তথ্য গণমাধ্যমে এসেছে।
২৫ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হ্যান্ডশেক করেছেন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে এমনও দাবি করা হয়েছে যে, নোবেলজয়ী ড. ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মির্জা ফখরুলের ছবি এবং ওই বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে একটি বেসরকারি টেলিভিশনের লোগোও যুক্ত করা হয়েছে।
১ দিন আগেদুজন মধ্যবয়সী পুরুষ মিলে একজন তরুণী ও এক যুবককে মারধর করছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে একটি পুরোনো ভবনের সামনে দুজন পুরুষ এক নারী ও এক পুরুষকে ইট ও লাঠি দিয়ে মারধর করতে দেখা যাচ্ছে।
২ দিন আগে