ফ্যাক্টচেক ডেস্ক
পাকিস্তানি এক তরুণ মাকে বিয়ে করেছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের সাজে থাকা এক নারীর পাশেএক তরুণী বসে আছেন। ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘যেভাবে .... . গালির উৎপত্তি হল!! এটা কিন্তু ব্যাপার পাকিস্তানে এইকাজ বেশরিয়তি বলে কেউ চিল্লাচ্ছে না, বরং প্রশংসা পাচ্ছে। তার মানে আম্মুকে নিকাহ করে ইয়ে করা ইস্লাম সম্মত।’
পল্লবী বিশ্বাস নামের একটি ভারতীয় অ্যাকাউন্ট থেকে গত ৩১ ডিসেম্বর রাত ৯টার দিকে করা পোস্টটি বেশি ভাইরাল, যা পরবর্তীতে বাংলাদেশি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়। ভাইরাল পোস্টটিতে আজ বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত আড়াই হাজার রিঅ্যাকশন পড়েছে এবং পাঁচশর বেশির শেয়ার হয়েছে। পোস্টটির কমেন্টে কেউ কেউ জানান, এই তরুণ তার মায়ের অন্যত্র বিয়ের ব্যবস্থা করেছে। আবার কেউ কেউ সত্য মনে করে কমেন্ট করেছেন। রাচিতা আর মণ্ডল (Rachita R Mondal) নামে এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘খুব অশান্তি দেয় এই খবর গুলো। সব থেকে পবিত্র সম্পর্ক গুলোকে কি ভাবে নোংরা করে। ঘৃণা হয়’।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে আব্দুল আহাদ (Abdul Ahad) নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। ছবিটি গত ২০ ডিসেম্বর পোস্ট করা হয়।
একই পোস্টে সংযুক্ত আরেকটি ব্যানারে আব্দুল আহাদ নামের অ্যাকাউন্ট লিখেছে, ‘নিজ সংকোচের কারণে আমার মায়ের বিয়ের খবর প্রকাশ করতে আমার অনেক সময় লেগেছে। তবে আপনাদের ভালবাসা ও সমর্থন দেখে আমি সত্যিই অভিভূত।’
‘আমি আম্মাকে আপনাদের কথা জানিয়েছিলাম যে কীভাবে আপনারা আমাদের সিদ্ধান্তের প্রশংসা এবং সম্মান করেছেন। আমরা কৃতজ্ঞতা বোধ করছি। ‘আমি প্রতিটি বার্তা, কমেন্ট এবং স্টোরির রিপ্লে নাও দিতে পারি। তবে জেনে রাখুন প্রত্যেকটিই আমাদের কাছে অনেক বড়।’
এর আগে গত ১৮ ডিসেম্বর আব্দুল আহাদ নামেরইনস্টাগ্রাম অ্যাকাউন্টথেকে এক পোস্টে লেখা হয়, মাকে তিনি ১৮ বছর ধরে ভালো রাখার চেষ্টা করেছেন। তার মাও তাদের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন। তাই তাঁর মা দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে ছেলে হিসেবে তিনি মায়ের পাশে দাঁড়িয়েছেন।
আব্দুল আহাদ তার অপর একটি ইনস্টাগ্রাম পোস্টে জানান তিনি পাকিস্তানের নাগরিক।
আব্দুল আহাদের উদ্যোগে তার মায়ের বিয়ের ঘটনা নিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
অর্থাৎ, পাকিস্তানি ছেলে তার মায়ের দ্বিতীয় বিয়েতে সম্মতি দেওয়ার ঘটনাকে নিজ মাকে বিয়ে করার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, পাকিস্তানে নিজ মাকে এক তরুণ বিয়ে করার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি যে মিথ্যা তা প্রমাণিত।
পাকিস্তানি এক তরুণ মাকে বিয়ে করেছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের সাজে থাকা এক নারীর পাশেএক তরুণী বসে আছেন। ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘যেভাবে .... . গালির উৎপত্তি হল!! এটা কিন্তু ব্যাপার পাকিস্তানে এইকাজ বেশরিয়তি বলে কেউ চিল্লাচ্ছে না, বরং প্রশংসা পাচ্ছে। তার মানে আম্মুকে নিকাহ করে ইয়ে করা ইস্লাম সম্মত।’
পল্লবী বিশ্বাস নামের একটি ভারতীয় অ্যাকাউন্ট থেকে গত ৩১ ডিসেম্বর রাত ৯টার দিকে করা পোস্টটি বেশি ভাইরাল, যা পরবর্তীতে বাংলাদেশি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়। ভাইরাল পোস্টটিতে আজ বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত আড়াই হাজার রিঅ্যাকশন পড়েছে এবং পাঁচশর বেশির শেয়ার হয়েছে। পোস্টটির কমেন্টে কেউ কেউ জানান, এই তরুণ তার মায়ের অন্যত্র বিয়ের ব্যবস্থা করেছে। আবার কেউ কেউ সত্য মনে করে কমেন্ট করেছেন। রাচিতা আর মণ্ডল (Rachita R Mondal) নামে এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘খুব অশান্তি দেয় এই খবর গুলো। সব থেকে পবিত্র সম্পর্ক গুলোকে কি ভাবে নোংরা করে। ঘৃণা হয়’।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে আব্দুল আহাদ (Abdul Ahad) নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। ছবিটি গত ২০ ডিসেম্বর পোস্ট করা হয়।
একই পোস্টে সংযুক্ত আরেকটি ব্যানারে আব্দুল আহাদ নামের অ্যাকাউন্ট লিখেছে, ‘নিজ সংকোচের কারণে আমার মায়ের বিয়ের খবর প্রকাশ করতে আমার অনেক সময় লেগেছে। তবে আপনাদের ভালবাসা ও সমর্থন দেখে আমি সত্যিই অভিভূত।’
‘আমি আম্মাকে আপনাদের কথা জানিয়েছিলাম যে কীভাবে আপনারা আমাদের সিদ্ধান্তের প্রশংসা এবং সম্মান করেছেন। আমরা কৃতজ্ঞতা বোধ করছি। ‘আমি প্রতিটি বার্তা, কমেন্ট এবং স্টোরির রিপ্লে নাও দিতে পারি। তবে জেনে রাখুন প্রত্যেকটিই আমাদের কাছে অনেক বড়।’
এর আগে গত ১৮ ডিসেম্বর আব্দুল আহাদ নামেরইনস্টাগ্রাম অ্যাকাউন্টথেকে এক পোস্টে লেখা হয়, মাকে তিনি ১৮ বছর ধরে ভালো রাখার চেষ্টা করেছেন। তার মাও তাদের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন। তাই তাঁর মা দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে ছেলে হিসেবে তিনি মায়ের পাশে দাঁড়িয়েছেন।
আব্দুল আহাদ তার অপর একটি ইনস্টাগ্রাম পোস্টে জানান তিনি পাকিস্তানের নাগরিক।
আব্দুল আহাদের উদ্যোগে তার মায়ের বিয়ের ঘটনা নিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
অর্থাৎ, পাকিস্তানি ছেলে তার মায়ের দ্বিতীয় বিয়েতে সম্মতি দেওয়ার ঘটনাকে নিজ মাকে বিয়ে করার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, পাকিস্তানে নিজ মাকে এক তরুণ বিয়ে করার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি যে মিথ্যা তা প্রমাণিত।
ফিলিস্তিনের গাজা উপাত্যকায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় নিঃস্ব বাস্তুচ্যুতদের জীবন আরও কঠিন করে তুলেছে বৈরী আবহাওয়া। একে তো অনেক শীত, তার ওপর প্রবল বৃষ্টি। বৃষ্টির পানির কারণে গাজা উপাত্যকায় হাসপাতালসহ বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। বন্যা গাজাবাসীর কষ্ট দ্বিগুন করেছে।
৬ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সিলেটি ভাষায় গান গাওয়ার দাবি করা হলেও ফ্যাক্টচেক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, এটি সিলেটি ভাষার গান নয়। ভিডিওটি ফার্সি ভাষায় গাওয়া এবং এটি ইরানের "Tootiya Shop" নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। ভিডিওটি ইরানের হরমোজগান প্রদেশ
১০ ঘণ্টা আগেশীতকালে অন্যতম একটি রোগ হচ্ছে চোখ ওঠা। চিকিৎসা বিজ্ঞানে এই রোগের নাম কনজাংটিভাইটিস। এটি ভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ। এই রোগটি রেড/পিংক আই নামেও পরিচিত। এটিযে শুধু শীতকালে ছড়ায় এমন নয়। কনজাংটিভাইটিস বছরের যেকোনো সময়েই ছড়াতে পারে।
১৩ ঘণ্টা আগেগত বছরের শুরুতে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের মধ্যদিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন ক্রিকেটার শোয়েব মালিক। এই বিয়ের পরেই নানা জল্পনা-কল্পনার পর নেটিজেনরা নিশ্চিত হয় যে সানিয়া মির্জারর সঙ্গে শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তা ছাড়া সানিয়া মির্জার বাবাও তখন শোয়েব মালিকের সঙ্গে তাঁর
১ দিন আগে