ফ্যাক্টচেক ডেস্ক
আগামী জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ শুক্রবার সকালেই টেক্সাসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। এই জায়গা না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি মন্তব্য ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মেহেদী হাসান মিরাজ নাকি বলেছেন, ‘আমার জন্য ভালো হয়েছে, এই যে এত মাত্রায় খেলা, খেলতে খেলতে মাথা হ্যাং হয়ে যায়, ছুটিতে ফিটনেস স্কিল নিয়ে কাজ করব।’
‘Sports Bangla’ নামের ফেসবুক পেজ থেকে মন্তব্যটি ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় পেজটিতে মেহেদী হাসান মিরাজের ছবিসহ বক্তব্যটির ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১১ হাজার রিঅ্যাকশন পড়েছে, কমেন্ট পড়েছে ১০০টি।
‘Cricket Zone 24’ নামের আরেকটি পেজ থেকেও একই মন্তব্য ভাইরাল হয়েছে। এই পোস্টে রিঅ্যাকশন পড়েছে ৮ হাজারের বেশি। এখানেও কমেন্ট পড়েছে শতাধিক। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা মেহেদী হাসান মিরাজের প্রতি সহমর্মিতা দেখিয়ে মন্তব্য করেছেন।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মেহেদী হাসান মিরাজ ভাইরাল মন্তব্যটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর করেননি। তিনি এই মন্তব্য করেছিলেন সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পে জায়গা না পাওয়ায়। ওই সময় এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে আজকের পত্রিকার স্পোর্টস বিভাগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ২৩ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ ক্রিকেটারের নাম ঘোষণা করে। ১৭ জনের এই ক্যাম্পে জায়গা পাননি মিরাজ।
আজকের পত্রিকার স্পোর্টস বিভাগ এ নিয়ে গত ২৭ এপ্রিল ‘মিরাজ বলছেন, বাদ পড়ে আমার জন্য ভালো হয়েছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রস্তুতি ক্যাম্পে জায়গা না পাওয়ার বিষয়টিকে মিরাজ ইতিবাচকভাবে দেখছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘আমার জন্য ভালো হয়েছে। ভালো একটা বিশ্রাম পেলাম। ওয়ানডে ও টেস্টের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারব।’
একই প্রতিবেদনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারলে মন খারাপ হবে কি না—এমন প্রশ্নে মিরাজ বলেন, ‘সমস্যা নেই। আমি এটা নিয়ে কিছুই ভাবছি না। আমার জন্য ভালো হয়েছে। এই যে এত মাত্রায় খেলা! খেলতে খেলতে মাথা হ্যাং হয়ে যায়! ভালো একটা বিশ্রাম পেলাম। ওয়ানডে ও টেস্টের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারব।’
অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর মেহেদী হাসান মিরাজের ভাইরাল মন্তব্যটি করেননি; বরং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাদ পড়া প্রসঙ্গে এমন কথা বলেছিলেন তিনি।
প্রসঙ্গত, গত বুধবার (১৫ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের দলকে শুভকামনা জানিয়ে মিরাজ নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টটিতে তিনি লিখেন, ‘দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সব সময় আমিও এই দলেরই একজন...টি-২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।’
আগামী জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ শুক্রবার সকালেই টেক্সাসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। এই জায়গা না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি মন্তব্য ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মেহেদী হাসান মিরাজ নাকি বলেছেন, ‘আমার জন্য ভালো হয়েছে, এই যে এত মাত্রায় খেলা, খেলতে খেলতে মাথা হ্যাং হয়ে যায়, ছুটিতে ফিটনেস স্কিল নিয়ে কাজ করব।’
‘Sports Bangla’ নামের ফেসবুক পেজ থেকে মন্তব্যটি ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় পেজটিতে মেহেদী হাসান মিরাজের ছবিসহ বক্তব্যটির ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১১ হাজার রিঅ্যাকশন পড়েছে, কমেন্ট পড়েছে ১০০টি।
‘Cricket Zone 24’ নামের আরেকটি পেজ থেকেও একই মন্তব্য ভাইরাল হয়েছে। এই পোস্টে রিঅ্যাকশন পড়েছে ৮ হাজারের বেশি। এখানেও কমেন্ট পড়েছে শতাধিক। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা মেহেদী হাসান মিরাজের প্রতি সহমর্মিতা দেখিয়ে মন্তব্য করেছেন।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মেহেদী হাসান মিরাজ ভাইরাল মন্তব্যটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর করেননি। তিনি এই মন্তব্য করেছিলেন সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পে জায়গা না পাওয়ায়। ওই সময় এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে আজকের পত্রিকার স্পোর্টস বিভাগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ২৩ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ ক্রিকেটারের নাম ঘোষণা করে। ১৭ জনের এই ক্যাম্পে জায়গা পাননি মিরাজ।
আজকের পত্রিকার স্পোর্টস বিভাগ এ নিয়ে গত ২৭ এপ্রিল ‘মিরাজ বলছেন, বাদ পড়ে আমার জন্য ভালো হয়েছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রস্তুতি ক্যাম্পে জায়গা না পাওয়ার বিষয়টিকে মিরাজ ইতিবাচকভাবে দেখছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘আমার জন্য ভালো হয়েছে। ভালো একটা বিশ্রাম পেলাম। ওয়ানডে ও টেস্টের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারব।’
একই প্রতিবেদনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারলে মন খারাপ হবে কি না—এমন প্রশ্নে মিরাজ বলেন, ‘সমস্যা নেই। আমি এটা নিয়ে কিছুই ভাবছি না। আমার জন্য ভালো হয়েছে। এই যে এত মাত্রায় খেলা! খেলতে খেলতে মাথা হ্যাং হয়ে যায়! ভালো একটা বিশ্রাম পেলাম। ওয়ানডে ও টেস্টের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারব।’
অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর মেহেদী হাসান মিরাজের ভাইরাল মন্তব্যটি করেননি; বরং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাদ পড়া প্রসঙ্গে এমন কথা বলেছিলেন তিনি।
প্রসঙ্গত, গত বুধবার (১৫ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের দলকে শুভকামনা জানিয়ে মিরাজ নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টটিতে তিনি লিখেন, ‘দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সব সময় আমিও এই দলেরই একজন...টি-২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।’
পরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
১৮ ঘণ্টা আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১ দিন আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১ দিন আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
৩ দিন আগে