ফ্যাক্টচেক ডেস্ক
বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে উদ্যাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পালিত হচ্ছে ৩০তম রোজা। ঈদ উদ্যাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের একাধিক সংবাদমাধ্যমে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ‘একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ।’ এসব সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে—ঢাকা পোস্ট, আরটিভি, কালবেলা, যুগান্তর, বাংলানিউজ২৪, বণিক বার্তা, দ্য ডেইলি ক্যাম্পাসসহ আরও কিছু অনলাইন নিউজ পোর্টাল।
আবার দেশের সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মধ্যে ৫৬টিতে আজ বুধবার (১০ এপ্রিল) ঈদ উদ্যাপন করা হচ্ছে শুধু বাংলাদেশ ছাড়া।
বৃহস্পতিবার কি শুধু বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে?
দাবিটির সত্যতা যাচাইয়ে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজে বৃহস্পতিবার (১১ এপ্রিল) কোন কোন দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে, তা নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, একাধিক দেশ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এসব দেশের মধ্যে অন্যতম ব্রুনাই। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় ব্রুনাইয়ে বুধবারও রোজা পালন করা হয়। ফলে দেশটি বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদ্যাপন করবে।
রয়া নিউজের এ তথ্যের বিষয়ে আরও নিশ্চিত হওয়া যায় ব্রুনাইয়ের সরকারি সম্প্রচার সংস্থা রেডিও টেলিভিশন ব্রুনাইয়ের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) প্রকাশিত এ-সম্পর্কিত প্রতিবেদনেও বলা হয়, দেশটি আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদ্যাপন করবে।
প্রসঙ্গত, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত একটি মালয় মুসলিম রাজতন্ত্র। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, দেশটির জনসংখ্যার শতকরা ৮২ জন মুসলিম।
অর্থাৎ, বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে বা বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মধ্যে কেবল বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ উদ্যাপনের দাবিটি সঠিক নয়।
দাবিটি যেভাবে ছড়াল
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ উদ্যাপনের দাবিটি প্রথম প্রকাশিত হয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিবেদনে।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টা ৫৮ মিনিটে নিউজ পোর্টালটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হকের একটি ফেসবুক পোস্টের বরাত দিয়ে ‘একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হবে বাংলাদেশে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
ওই দিন রাত ১০টা ৩৬ মিনিটে দেওয়া পোস্টটিতে যুবাইর এহসান হক কোন মুসলিম দেশ কোন তারিখে ঈদ উদযাপন করছে—এ-সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেন। যদিও পোস্টের কোথাও একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হওয়ার ব্যাপারে কোনো তথ্য ছিল না।
পরে ঢাকা পোস্টের এই সংবাদ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অবশ্য নিউজ পোর্টালটি আজ বুধবার (১০ এপ্রিল) দুপুরের দিকে প্রতিবেদনটি সংশোধন করে শিরোনাম দেয় ‘বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ঈদ উদযাপন করবে যে মুসলিম দেশ।’ প্রতিবেদনের বিস্তারিত অংশে বাংলাদেশের সঙ্গে আগামীকাল ব্রুনাইয়ের ঈদ উদ্যাপনের তথ্যটিও তুলে ধরা হয়েছে।
বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে উদ্যাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পালিত হচ্ছে ৩০তম রোজা। ঈদ উদ্যাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের একাধিক সংবাদমাধ্যমে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ‘একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ।’ এসব সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে—ঢাকা পোস্ট, আরটিভি, কালবেলা, যুগান্তর, বাংলানিউজ২৪, বণিক বার্তা, দ্য ডেইলি ক্যাম্পাসসহ আরও কিছু অনলাইন নিউজ পোর্টাল।
আবার দেশের সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মধ্যে ৫৬টিতে আজ বুধবার (১০ এপ্রিল) ঈদ উদ্যাপন করা হচ্ছে শুধু বাংলাদেশ ছাড়া।
বৃহস্পতিবার কি শুধু বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে?
দাবিটির সত্যতা যাচাইয়ে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজে বৃহস্পতিবার (১১ এপ্রিল) কোন কোন দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে, তা নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, একাধিক দেশ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এসব দেশের মধ্যে অন্যতম ব্রুনাই। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় ব্রুনাইয়ে বুধবারও রোজা পালন করা হয়। ফলে দেশটি বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদ্যাপন করবে।
রয়া নিউজের এ তথ্যের বিষয়ে আরও নিশ্চিত হওয়া যায় ব্রুনাইয়ের সরকারি সম্প্রচার সংস্থা রেডিও টেলিভিশন ব্রুনাইয়ের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) প্রকাশিত এ-সম্পর্কিত প্রতিবেদনেও বলা হয়, দেশটি আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদ্যাপন করবে।
প্রসঙ্গত, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত একটি মালয় মুসলিম রাজতন্ত্র। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, দেশটির জনসংখ্যার শতকরা ৮২ জন মুসলিম।
অর্থাৎ, বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে বা বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মধ্যে কেবল বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ উদ্যাপনের দাবিটি সঠিক নয়।
দাবিটি যেভাবে ছড়াল
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ উদ্যাপনের দাবিটি প্রথম প্রকাশিত হয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিবেদনে।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টা ৫৮ মিনিটে নিউজ পোর্টালটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হকের একটি ফেসবুক পোস্টের বরাত দিয়ে ‘একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হবে বাংলাদেশে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
ওই দিন রাত ১০টা ৩৬ মিনিটে দেওয়া পোস্টটিতে যুবাইর এহসান হক কোন মুসলিম দেশ কোন তারিখে ঈদ উদযাপন করছে—এ-সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেন। যদিও পোস্টের কোথাও একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হওয়ার ব্যাপারে কোনো তথ্য ছিল না।
পরে ঢাকা পোস্টের এই সংবাদ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অবশ্য নিউজ পোর্টালটি আজ বুধবার (১০ এপ্রিল) দুপুরের দিকে প্রতিবেদনটি সংশোধন করে শিরোনাম দেয় ‘বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ঈদ উদযাপন করবে যে মুসলিম দেশ।’ প্রতিবেদনের বিস্তারিত অংশে বাংলাদেশের সঙ্গে আগামীকাল ব্রুনাইয়ের ঈদ উদ্যাপনের তথ্যটিও তুলে ধরা হয়েছে।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
২ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
৬ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগে