ফ্যাক্টচেক ডেস্ক
হামাস–ইসরায়েল সংঘাত ইস্যুতে ‘বয়কট কোকা–কোলা’ ক্যাম্পেইন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বয়কট আহ্বানকারীদের দাবি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা করছে কোমল পানীয় কোম্পানি কোকা–কোলা। এই ইস্যুকে ঘিরে সম্প্রতি একটি বিজ্ঞাপনও নির্মাণ করে কোকা–কোলা বাংলাদেশ। বিজ্ঞাপনটিতে প্রতিষ্ঠানটি দাবি করে, ‘কোকা–কোলা ইসরায়েলের পণ্য নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই পণ্যটি বয়কটের ডাক দিয়েছে।’ এ নিয়ে আবার নতুন করে আলোচনায় আসে ‘বয়কট কোকা–কোলা’ প্রচারণাটি। এর মধ্যেই ১৩ জুন ‘মুহাম্মদ আনোয়ার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকজন কিশোরের কোকা–কোলার লোগো সংবলিত জার্সি পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়, ফিলিস্তিন জুনিয়র ফুটবল টিমের স্পনসর করেছে কোকা–কোলা।
একই ছবি পোস্ট করে ইঞ্জিনিয়ার মামুন নামে এক ব্যক্তি লিখেছেন, ‘এখন কি তোমরা ফিলিস্তিনিদেরও বয়কট করবা? যেসব ‘ভণ্ডরা’ ফিলিস্তিনিদের পক্ষ হয়ে কোকা–কোলা বয়কট করেছে, সেই কোকা–কোলার স্পনসর নিয়েছে সেই ফিলিস্তিনিরা নিজেরাই!’ যদিও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল এ ছবির গল্প ভিন্ন।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘কুদস নেট নিউজ এজেন্সি’র ওয়েবসাইটে ২০২২ সালের ১০ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই বছর নরওয়েতে অনুষ্ঠিত নরওয়েজিয়ান চ্যাম্পিয়নশিপ রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশন নামে একটি দাতব্য সংস্থার ফুটবল দল। ভাইরাল ছবিটি ওই ফুটবল দলের।
রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশনের ফুটবল দলটিকে খেলাধুলার পোশাক সরবরাহ করে ন্যাশনাল বেভারেজ কোম্পানি (এনবিসি) নামের একটি স্বাধীন কোম্পানি। এনবিসি এর আগেও রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশনের ফুটবল দলকে ২০১৯ সালে স্প্যানিশ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সময় স্পনসর করে। প্রতিবেদনটির কোথাও এই দলটিই ফিলিস্তিনের জুনিয়র ফুটবল দল—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশন ৭ থেকে ৩০ বছর বয়সী প্রতিভাবান কিশোর–তরুণদের নিয়ে কাজ করে থাকে।
পরে আরও খুঁজে এনবিসির ওয়েবসাইটেও একই তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ২০২২ সালের ১০ আগস্টে প্রকাশিত প্রতিবেদনে এনবিসির জেনারেল ম্যানেজার ইমাদ আল হিন্দি বলেন, রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশনের ফুটবল দলের জন্য এনবিসির সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে। যেমনটা করা হয়েছিল ২০১৯ সালে।
অর্থাৎ কোকা–কোলার লোগো সংবলিত জার্সি পরা যে দলটিকে ফিলিস্তিনের জুনিয়র ফুটবল দল দাবি করা হচ্ছে, সেটি মূলত ফিলিস্তিনি কিশোর–তরুণদের নিয়ে কাজ করা রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশন নামে একটি দাতব্য সংস্থার নিজস্ব ফুটবল দল। এর সঙ্গে ফিলিস্তিনের জাতীয় ফুটবলের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালে ফিলিস্তিনে কোকা–কোলার ফ্যাক্টরি খোলার পেছনে বড় ভূমিকা রাখে এই এনবিসি। কোকা–কোলার অফিশিয়াল ওয়েবসাইটে এনবিসি সম্পর্কে বলা হয়েছে, এটি একটি স্বাধীন কোম্পানি। তবে কোকা–কোলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে এটি পরিচালিত হয়। ১৯৯৮ সাল থেকে এনবিসির সঙ্গে যৌথভাবে কোকা–কোলা গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে বলেও ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:–
হামাস–ইসরায়েল সংঘাত ইস্যুতে ‘বয়কট কোকা–কোলা’ ক্যাম্পেইন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বয়কট আহ্বানকারীদের দাবি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা করছে কোমল পানীয় কোম্পানি কোকা–কোলা। এই ইস্যুকে ঘিরে সম্প্রতি একটি বিজ্ঞাপনও নির্মাণ করে কোকা–কোলা বাংলাদেশ। বিজ্ঞাপনটিতে প্রতিষ্ঠানটি দাবি করে, ‘কোকা–কোলা ইসরায়েলের পণ্য নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই পণ্যটি বয়কটের ডাক দিয়েছে।’ এ নিয়ে আবার নতুন করে আলোচনায় আসে ‘বয়কট কোকা–কোলা’ প্রচারণাটি। এর মধ্যেই ১৩ জুন ‘মুহাম্মদ আনোয়ার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকজন কিশোরের কোকা–কোলার লোগো সংবলিত জার্সি পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়, ফিলিস্তিন জুনিয়র ফুটবল টিমের স্পনসর করেছে কোকা–কোলা।
একই ছবি পোস্ট করে ইঞ্জিনিয়ার মামুন নামে এক ব্যক্তি লিখেছেন, ‘এখন কি তোমরা ফিলিস্তিনিদেরও বয়কট করবা? যেসব ‘ভণ্ডরা’ ফিলিস্তিনিদের পক্ষ হয়ে কোকা–কোলা বয়কট করেছে, সেই কোকা–কোলার স্পনসর নিয়েছে সেই ফিলিস্তিনিরা নিজেরাই!’ যদিও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল এ ছবির গল্প ভিন্ন।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘কুদস নেট নিউজ এজেন্সি’র ওয়েবসাইটে ২০২২ সালের ১০ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই বছর নরওয়েতে অনুষ্ঠিত নরওয়েজিয়ান চ্যাম্পিয়নশিপ রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশন নামে একটি দাতব্য সংস্থার ফুটবল দল। ভাইরাল ছবিটি ওই ফুটবল দলের।
রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশনের ফুটবল দলটিকে খেলাধুলার পোশাক সরবরাহ করে ন্যাশনাল বেভারেজ কোম্পানি (এনবিসি) নামের একটি স্বাধীন কোম্পানি। এনবিসি এর আগেও রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশনের ফুটবল দলকে ২০১৯ সালে স্প্যানিশ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সময় স্পনসর করে। প্রতিবেদনটির কোথাও এই দলটিই ফিলিস্তিনের জুনিয়র ফুটবল দল—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশন ৭ থেকে ৩০ বছর বয়সী প্রতিভাবান কিশোর–তরুণদের নিয়ে কাজ করে থাকে।
পরে আরও খুঁজে এনবিসির ওয়েবসাইটেও একই তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ২০২২ সালের ১০ আগস্টে প্রকাশিত প্রতিবেদনে এনবিসির জেনারেল ম্যানেজার ইমাদ আল হিন্দি বলেন, রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশনের ফুটবল দলের জন্য এনবিসির সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে। যেমনটা করা হয়েছিল ২০১৯ সালে।
অর্থাৎ কোকা–কোলার লোগো সংবলিত জার্সি পরা যে দলটিকে ফিলিস্তিনের জুনিয়র ফুটবল দল দাবি করা হচ্ছে, সেটি মূলত ফিলিস্তিনি কিশোর–তরুণদের নিয়ে কাজ করা রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশন নামে একটি দাতব্য সংস্থার নিজস্ব ফুটবল দল। এর সঙ্গে ফিলিস্তিনের জাতীয় ফুটবলের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালে ফিলিস্তিনে কোকা–কোলার ফ্যাক্টরি খোলার পেছনে বড় ভূমিকা রাখে এই এনবিসি। কোকা–কোলার অফিশিয়াল ওয়েবসাইটে এনবিসি সম্পর্কে বলা হয়েছে, এটি একটি স্বাধীন কোম্পানি। তবে কোকা–কোলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে এটি পরিচালিত হয়। ১৯৯৮ সাল থেকে এনবিসির সঙ্গে যৌথভাবে কোকা–কোলা গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে বলেও ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:–
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা চলছেই। গতকাল রোববার একদিনে প্রায় ৫০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভের তথ্য গণমাধ্যমে এসেছে।
২৫ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হ্যান্ডশেক করেছেন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে এমনও দাবি করা হয়েছে যে, নোবেলজয়ী ড. ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মির্জা ফখরুলের ছবি এবং ওই বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে একটি বেসরকারি টেলিভিশনের লোগোও যুক্ত করা হয়েছে।
১ দিন আগেদুজন মধ্যবয়সী পুরুষ মিলে একজন তরুণী ও এক যুবককে মারধর করছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে একটি পুরোনো ভবনের সামনে দুজন পুরুষ এক নারী ও এক পুরুষকে ইট ও লাঠি দিয়ে মারধর করতে দেখা যাচ্ছে।
২ দিন আগে