সূর্যাস্তে সাগরজলে আগুন লেগেছে! ভাইরাল ছবিটির নেপথ্যে

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ০৬ মে ২০২৪, ১৮: ২৩
Thumbnail image

সন্ধ্যাবেলা, সূর্য অস্তমান। সূর্যের কিরণ পড়ছে সমুদ্রতীরে আছড়ে পড়া ঢেউয়ে। দেখে মনে হচ্ছে, ঢেউয়ে আগুন লেগেছে! এমন দৃশ্য ফুটে ওঠা সমুদ্রপাড়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘Amazing Nature’ নামের ফেসবুক পেজ থেকে গত শুক্রবার (৩ মে) ‘Ocean’ ক্যাপশনে ছবিটি পোস্ট করা হয়। যদিও ক্যাপশনে ছবিটির স্থান, চিত্রগ্রাহক সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। 

ছবিটি আজ রোববার (৫ মে) বেলা ৪টা পর্যন্ত ৫৯ হাজার শেয়ার হয়েছে। ছবিটিতে প্রতিক্রিয়া পড়েছে ৩ লাখ ১৩ হাজারের বেশি। কমেন্ট পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটি বাস্তব ভেবে মন্তব্য করেছেন। কেউ দাবি করেছেন, ছবিটি ফটোশপ দিয়ে তৈরি, আবার কারও মন্তব্য, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। 

এসব দাবির পরিপ্রেক্ষিতে ছবিটি নিয়ে অনুসন্ধানে এআই নির্মিত ছবি শনাক্তকারী ওয়েবসাইট হাইভের মাধ্যমে যাচাই করে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির সম্ভাবনা ৯২ শতাংশ। এআই নির্মিত ছবি শনাক্তকারী আরেকটি ওয়েবসাইট ইজ ইট এআইয়ের মতে, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল। ওয়েবসাইটটির বিশ্লেষণে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির সম্ভাবনা ৯০ দশমিক ৮২ শতাংশ। 

সমুদ্র জলে সূর্যাস্তের আলোতে লেগেছে আগুন! ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি। ছবি: হাইভ এসব বিশ্লেষণে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ছবিটির প্রকৃত উৎসের খোঁজ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। রিভার্স ইমেজ অনুসন্ধানে ফেসবুকে ‘Sara Shakeel’ নামের ভেরিফায়েড পেজে গত ২৯ এপ্রিল পোস্ট করা একাধিক ছবির সঙ্গে ভাইরাল ছবিটিও পাওয়া যায়। ‘মানুষ প্রার্থনা করে, ঈশ্বর মীমাংসা করেন (Man proposes God disposes)’—এমন ক্যাপশনে পোস্ট করা ছবিগুলোর বর্ণনায় পেজটি থেকে লেখা হয়, ছবিগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। 

সূর্যের কিরণ পড়ে ঢেউয়ে যেন আগুন লেগেছে! ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি করেছেন সারা শাকিল নামে এক ক্রিয়েটিভ আর্টিস্ট। ছবি: ফেসবুক পরে ‘Sara Shakeel’ পেজটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, পেজটির পরিচয়ে উল্লেখ করা হয়েছে ‘ক্রিয়েটিভ আর্টিস্ট’। পেজটি ঘুরে বিভিন্ন থিমে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আরও অনেক ছবি পাওয়া যায়। একই নামে ১৩ লাখ ফলোয়ারের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে। অ্যাকাউন্টটিতেও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অনেক ছবি পোস্ট করা হয়েছে। 

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির পরিবারের ব্যবহৃত স্বর্ণখচিত টয়লেট টিস্যু দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছিল। স্বর্ণখচিত সেই টয়লেট টিস্যুটিও এআই দিয়ে তৈরি করেন সারা শাকিল। ছবিটি গত ১৯ মার্চ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত