ফ্যাক্টচেক ডেস্ক
বাগেরহাটের বিষ্ণুপুর হিন্দুপল্লীতে আগুন— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, গাছপালা পরিবেষ্টিত কয়েকটি ঘর জ্বলছে। এছাড়া ভিডিওটিতে ‘ফারজানা, ‘ফারজানা’ ডাকতে শোনা যায়। সেটির ক্যাপশনে লেখা, ‘বাগেরহাটের বিষ্ণুপুর হিন্দুপল্লীতে আগুন ঠিক ১৯৭১ সালের মত। বিশেষ করে হিন্দু ধর্মের মানুষেরা সরতর্ক থাকুন।’ একই দাবিতে ভিডিওটি ইউটিউব ও এক্সেও পোস্ট করা হয়েছে।
মো. নজরুল ইসলাম (Md Nazrul Islam) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৮ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পোস্ট করা ভিডিওটি বেশি ভাইরাল। এই পোস্টে আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ৩৪৭টি রিঅ্যাকশন পড়েছে এবং ভিডিওটি ৪০ হাজারের বেশি দেখা হয়েছে। এছাড়া সাড়ে তিনশর বেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার এবং একশর বেশি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে। এসব কমেন্টে কোনো কোনো অ্যাকাউন্ট এটাকে ‘গুজব’ বলছে। আবার সত্য মনে করেও কিছু কিছু অ্যাকাউন্ট মন্তব্য করেছে। বিশ্বজিত চৌধুরী রাজীব নামে একটি অ্যাকাউন্ট লিখেছে, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’। আশিকুর রহমান (Ashikur Rahman) নামের অ্যাকাউন্ট লিখেছে, ‘দুঃখ জনক’।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাগেরহাটে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে বিএনপির দুই পক্ষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় হামলা ও পাল্টা হামলায় নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত বছরের ৫ আগস্টে সরকার পতনের পর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন এবং সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দেয়। ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে গতকাল পাল্টাপাল্টি হামলা হয়। এই হামলায় রুহুল আমিন ও তার ৭ ভাইয়ের বাড়িঘরে আগুন দেওয়া হয়।
নিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটে গতকাল প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবিসহ একই তথ্যের সত্যতা পাওয়া যায়।
বিষয়টি নিয়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এবং যমুনা টেলিভিশনেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এসব প্রতিবেদনের কোথাও কোনো হিন্দু ধর্মাবলম্বী হতাহত হয়েছেন কিংবা তাঁদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে— এমন তথ্য পাওয়া যায়নি।
একই ঘটনা নিয়ে গতকাল বুধবার আজকের পত্রিকাতেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বিষয়টির সম্পর্কে আরও জানতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের পক্ষ থেকে আজকের পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস শোহানের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমি গতকাল রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সেখানে কোনো হিন্দু ধর্মাবলম্বীর কারও বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়নি। সবাই মুসলিম ছিলেন।’
তিনি আরও বলেন, ‘বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের মধ্যে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। কুলিয়াদাইড় গ্রামে মূলত আট জনের বসতঘর পোড়ানো হয়েছে। সেই সাথে এসব পরিবারের খড়ের গাদা, গবাদিপশুর গোয়াল, হাঁস-মুরগি রাখার ঘরও পুড়িয়েছে হামলাকারীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পর্কে পরস্পর ভাই। তারা হচ্ছেন, কুলিয়াদাইড় গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে রুহুল আমিন ওরফে রুহুল মেম্বার, রেজাউল করিম ওরফে রেজা মেম্বার, ফজলুর রহমান, মনিরুল ইসলাম, হাফিজুর রহমান, নজু শেখ, নুরুল ইসলাম ও মিজানুর রহমান।’
বাগেরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘বাগেরহাটে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে অগ্নিসংযোগ ঘটনাটি বিএনপির দুই পক্ষের আন্তঃকোন্দলের কারণে ঘটেছে। এখানে হিন্দুধর্মাবলম্বীর কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হননি। বিষয়টি গুজব।’
সুতরাং, গতকাল বুধবার (৮ জানুয়ারি) বাগেরহাটে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে কোনো হিন্দু বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এই দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ওই গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন তাঁদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়, যারা সবাই মুসলিম।
বাগেরহাটের বিষ্ণুপুর হিন্দুপল্লীতে আগুন— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, গাছপালা পরিবেষ্টিত কয়েকটি ঘর জ্বলছে। এছাড়া ভিডিওটিতে ‘ফারজানা, ‘ফারজানা’ ডাকতে শোনা যায়। সেটির ক্যাপশনে লেখা, ‘বাগেরহাটের বিষ্ণুপুর হিন্দুপল্লীতে আগুন ঠিক ১৯৭১ সালের মত। বিশেষ করে হিন্দু ধর্মের মানুষেরা সরতর্ক থাকুন।’ একই দাবিতে ভিডিওটি ইউটিউব ও এক্সেও পোস্ট করা হয়েছে।
মো. নজরুল ইসলাম (Md Nazrul Islam) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৮ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পোস্ট করা ভিডিওটি বেশি ভাইরাল। এই পোস্টে আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ৩৪৭টি রিঅ্যাকশন পড়েছে এবং ভিডিওটি ৪০ হাজারের বেশি দেখা হয়েছে। এছাড়া সাড়ে তিনশর বেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার এবং একশর বেশি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে। এসব কমেন্টে কোনো কোনো অ্যাকাউন্ট এটাকে ‘গুজব’ বলছে। আবার সত্য মনে করেও কিছু কিছু অ্যাকাউন্ট মন্তব্য করেছে। বিশ্বজিত চৌধুরী রাজীব নামে একটি অ্যাকাউন্ট লিখেছে, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’। আশিকুর রহমান (Ashikur Rahman) নামের অ্যাকাউন্ট লিখেছে, ‘দুঃখ জনক’।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাগেরহাটে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে বিএনপির দুই পক্ষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় হামলা ও পাল্টা হামলায় নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত বছরের ৫ আগস্টে সরকার পতনের পর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন এবং সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দেয়। ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে গতকাল পাল্টাপাল্টি হামলা হয়। এই হামলায় রুহুল আমিন ও তার ৭ ভাইয়ের বাড়িঘরে আগুন দেওয়া হয়।
নিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটে গতকাল প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবিসহ একই তথ্যের সত্যতা পাওয়া যায়।
বিষয়টি নিয়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এবং যমুনা টেলিভিশনেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এসব প্রতিবেদনের কোথাও কোনো হিন্দু ধর্মাবলম্বী হতাহত হয়েছেন কিংবা তাঁদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে— এমন তথ্য পাওয়া যায়নি।
একই ঘটনা নিয়ে গতকাল বুধবার আজকের পত্রিকাতেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বিষয়টির সম্পর্কে আরও জানতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের পক্ষ থেকে আজকের পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস শোহানের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমি গতকাল রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সেখানে কোনো হিন্দু ধর্মাবলম্বীর কারও বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়নি। সবাই মুসলিম ছিলেন।’
তিনি আরও বলেন, ‘বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের মধ্যে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। কুলিয়াদাইড় গ্রামে মূলত আট জনের বসতঘর পোড়ানো হয়েছে। সেই সাথে এসব পরিবারের খড়ের গাদা, গবাদিপশুর গোয়াল, হাঁস-মুরগি রাখার ঘরও পুড়িয়েছে হামলাকারীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পর্কে পরস্পর ভাই। তারা হচ্ছেন, কুলিয়াদাইড় গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে রুহুল আমিন ওরফে রুহুল মেম্বার, রেজাউল করিম ওরফে রেজা মেম্বার, ফজলুর রহমান, মনিরুল ইসলাম, হাফিজুর রহমান, নজু শেখ, নুরুল ইসলাম ও মিজানুর রহমান।’
বাগেরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘বাগেরহাটে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে অগ্নিসংযোগ ঘটনাটি বিএনপির দুই পক্ষের আন্তঃকোন্দলের কারণে ঘটেছে। এখানে হিন্দুধর্মাবলম্বীর কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হননি। বিষয়টি গুজব।’
সুতরাং, গতকাল বুধবার (৮ জানুয়ারি) বাগেরহাটে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে কোনো হিন্দু বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এই দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ওই গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন তাঁদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়, যারা সবাই মুসলিম।
চীনের তিব্বতে গত মঙ্গলবার স্থানীয় সময় ৯টা ৫ মিনিটে দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় এখন পর্যন্ত ১২৬ জন নিহত এবং অন্তত ১৮৮ জন আহত হওয়ার তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। তিব্বতের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশও ভূ-কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজ
১৭ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক ঘটনা দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন যুবক একজন নারীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা এক ছোট শিশুকে যুবকটি ঘরে রেখে আসেন। তারপর সেই নারীকে যুবকটি মাটিচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নারীটি সজাগ হয়ে গিয়ে যুবককে আ
২ দিন আগেতাহসান খানের বিয়ের দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি প্রকৃতপক্ষে পাকিস্তানের এক যুবকের বিয়ের দৃশ্য। ভিডিওতে দেখা ব্যক্তি মৃত মাকে মনে করে আবেগাপ্লুত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি তাহসানের বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এই দাবির কোনো প্রমাণ নেই। আজকের পত্রিকার ফ্যাক্টচেক অনুসন্ধা
৩ দিন আগেশরিফুল হক ডালিমের স্ত্রী দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘জন্মগতভাবে কেউ ভিলেন থাকে না, পরিস্থিতি তাকে ভিলেন বানিয়ে দেয়! আমার নিম্মি হও। আমি তোমার ডালিম হব।’ ভিডিওতে আরও দাবি করা হয়েছে, শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল শরিফুল হক ডালিমের স্ত্রী নিম্মিকে বন্দী
৪ দিন আগে