ফ্যাক্টচেক ডেস্ক
নীলফামারীর জলঢাকায় ২৯টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপার মারা হয়েছে দাবিতে দেশের একাধিক সংবাদমাধ্যম গত সোমবার (২৪ জুন) কিছু প্রতিবেদন প্রকাশ করে। এসব সংবাদমাধ্যমের মধ্যে আছে কালবেলা, দেশ রূপান্তর, জাগোনিউজ ২৪, জনকণ্ঠ, নয়াদিগন্তসহ একাধিক অনলাইন নিউজ পোর্টাল। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, সোমবার বেলা ১১টায় জলঢাকার কৈমারী ইউনিয়নের আলশিয়াপাড়া তিস্তার বাঁধে একটি নৌকার নিচ রাসেলস ভাইপার সাপটির দেখা মেলে। পরে স্থানীয়রা খোঁচা দিয়ে সাপটিকে মেরে ফেলে। মেরে ফেলার পর সাপটির পেট থেকে একে একে ২৯টি বাচ্চা বের করা হয়।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, নীলফামারীর জলঢাকায় বাচ্চাসহ মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার নয়। রাসেলস ভাইপারের সঙ্গে মেরে ফেলা সাপটির দৈহিক গঠনে পার্থক্য রয়েছে। রাসেলস ভাইপার সাপের দৈহিক গঠনে ফ্যাকাশে কমলা বাদামি রঙের পিঠের ওপর লালচে বাদামি রঙের ডিম্বাকৃতি বা চাকতির মতো দেখতে কালো বর্ণের সীমানাযুক্ত বড় বড় বৃত্ত দেখা যায়। যা মাথা থেকে লেজ পর্যন্ত তিনটি সারিতে শিকলের মতো চলে গেছে। নীলফামারীতে রাসেলস ভাইপার দাবিতে মেরে ফেলা সাপটির দৈহিক গঠনে এমন কোনো চিহ্ন দেখা যায়নি।
বরং মারা পড়া সাপটির সঙ্গে মিল পাওয়া যায় সাইবোল্ডের পাইন্না সাপের সঙ্গে। সাপটির প্রজাতিগত নাম ‘সাইবোল্ডি’, জার্মান উদ্ভিদবিদ এবং চিকিৎসক ফিলিপ ফ্রাঞ্জ ভন সাইবোল্ডের সম্মানে সাপটির এই নামকরণ করা হয়েছে।
প্রাণীবিষয়ক ওয়েবসাইট ‘অ্যানিমালিয়া’র ওয়েবসাইট থেকে জানা যায়, সাপটির পিঠে অজগরের মতোই বড় বড় দাগের প্যাটার্ন রয়েছে। সাইবোল্ডের পাইন্না সাপ লেজসহ ৮৯ সেন্টিমিটার (৩৫ ইঞ্চি) পর্যন্ত লম্বা হতে পারে দৈর্ঘ্য (লেজ সহ) অর্জন করতে পারে। সাপটি বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও নেপাল অঞ্চলে দেখা যায়।
‘ইন্ডিয়ান স্নেকস’ নামে সাপ বিষয়ক আরেকটি ওয়েবসাইটের তথ্যমতে, সাইবোল্ডের পাইন্না সাপের দেহ চকচকে মসৃণ আঁশ দিয়ে আবৃত এবং সংকুচিত লেজ দিয়ে শেষ হয়। এর ওপরের অংশটি প্রধানত গাঢ় জলপাই সবুজ বা বাদামি বর্ণের হয় এবং সারা শরীরে হালকা রঙের অপ্রতিসম সম্পূর্ণ বা অসম্পূর্ণ ব্যান্ড থাকে। এই ব্যান্ডগুলো সাধারণত দেহের পাশের দিকে প্রশস্ত হয়। বিষের দিক থেকে এটি মৃদু বিষধর। এসব বর্ণনার সঙ্গে নীলফামারীতে মেরে ফেলা সাপটির দেহের মিল রয়েছে।
বিষয়টি সম্পর্কে অধিকতর নিশ্চিত হতে বন্য প্রাণী গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল খানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তাঁকে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলো দেখানো হয়। ছবিগুলো দেখে তিনি নিশ্চিত করেন, এটি সাইবোল্ডের পাইন্না সাপ।
বন্য প্রাণী ও সাপ সংরক্ষণে কাজ করা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ডিপ ইকোলজি এবং স্নেক রেসকিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহফুজুর রহমানও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে নিশ্চিত করেন, এটি সাইবোল্ডের পাইন্না সাপ।
নীলফামারীর জলঢাকায় ২৯টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপার মারা হয়েছে দাবিতে দেশের একাধিক সংবাদমাধ্যম গত সোমবার (২৪ জুন) কিছু প্রতিবেদন প্রকাশ করে। এসব সংবাদমাধ্যমের মধ্যে আছে কালবেলা, দেশ রূপান্তর, জাগোনিউজ ২৪, জনকণ্ঠ, নয়াদিগন্তসহ একাধিক অনলাইন নিউজ পোর্টাল। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, সোমবার বেলা ১১টায় জলঢাকার কৈমারী ইউনিয়নের আলশিয়াপাড়া তিস্তার বাঁধে একটি নৌকার নিচ রাসেলস ভাইপার সাপটির দেখা মেলে। পরে স্থানীয়রা খোঁচা দিয়ে সাপটিকে মেরে ফেলে। মেরে ফেলার পর সাপটির পেট থেকে একে একে ২৯টি বাচ্চা বের করা হয়।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, নীলফামারীর জলঢাকায় বাচ্চাসহ মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার নয়। রাসেলস ভাইপারের সঙ্গে মেরে ফেলা সাপটির দৈহিক গঠনে পার্থক্য রয়েছে। রাসেলস ভাইপার সাপের দৈহিক গঠনে ফ্যাকাশে কমলা বাদামি রঙের পিঠের ওপর লালচে বাদামি রঙের ডিম্বাকৃতি বা চাকতির মতো দেখতে কালো বর্ণের সীমানাযুক্ত বড় বড় বৃত্ত দেখা যায়। যা মাথা থেকে লেজ পর্যন্ত তিনটি সারিতে শিকলের মতো চলে গেছে। নীলফামারীতে রাসেলস ভাইপার দাবিতে মেরে ফেলা সাপটির দৈহিক গঠনে এমন কোনো চিহ্ন দেখা যায়নি।
বরং মারা পড়া সাপটির সঙ্গে মিল পাওয়া যায় সাইবোল্ডের পাইন্না সাপের সঙ্গে। সাপটির প্রজাতিগত নাম ‘সাইবোল্ডি’, জার্মান উদ্ভিদবিদ এবং চিকিৎসক ফিলিপ ফ্রাঞ্জ ভন সাইবোল্ডের সম্মানে সাপটির এই নামকরণ করা হয়েছে।
প্রাণীবিষয়ক ওয়েবসাইট ‘অ্যানিমালিয়া’র ওয়েবসাইট থেকে জানা যায়, সাপটির পিঠে অজগরের মতোই বড় বড় দাগের প্যাটার্ন রয়েছে। সাইবোল্ডের পাইন্না সাপ লেজসহ ৮৯ সেন্টিমিটার (৩৫ ইঞ্চি) পর্যন্ত লম্বা হতে পারে দৈর্ঘ্য (লেজ সহ) অর্জন করতে পারে। সাপটি বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও নেপাল অঞ্চলে দেখা যায়।
‘ইন্ডিয়ান স্নেকস’ নামে সাপ বিষয়ক আরেকটি ওয়েবসাইটের তথ্যমতে, সাইবোল্ডের পাইন্না সাপের দেহ চকচকে মসৃণ আঁশ দিয়ে আবৃত এবং সংকুচিত লেজ দিয়ে শেষ হয়। এর ওপরের অংশটি প্রধানত গাঢ় জলপাই সবুজ বা বাদামি বর্ণের হয় এবং সারা শরীরে হালকা রঙের অপ্রতিসম সম্পূর্ণ বা অসম্পূর্ণ ব্যান্ড থাকে। এই ব্যান্ডগুলো সাধারণত দেহের পাশের দিকে প্রশস্ত হয়। বিষের দিক থেকে এটি মৃদু বিষধর। এসব বর্ণনার সঙ্গে নীলফামারীতে মেরে ফেলা সাপটির দেহের মিল রয়েছে।
বিষয়টি সম্পর্কে অধিকতর নিশ্চিত হতে বন্য প্রাণী গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল খানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তাঁকে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলো দেখানো হয়। ছবিগুলো দেখে তিনি নিশ্চিত করেন, এটি সাইবোল্ডের পাইন্না সাপ।
বন্য প্রাণী ও সাপ সংরক্ষণে কাজ করা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ডিপ ইকোলজি এবং স্নেক রেসকিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহফুজুর রহমানও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে নিশ্চিত করেন, এটি সাইবোল্ডের পাইন্না সাপ।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা চলছেই। গতকাল রোববার একদিনে প্রায় ৫০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভের তথ্য গণমাধ্যমে এসেছে।
২৫ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হ্যান্ডশেক করেছেন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে এমনও দাবি করা হয়েছে যে, নোবেলজয়ী ড. ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মির্জা ফখরুলের ছবি এবং ওই বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে একটি বেসরকারি টেলিভিশনের লোগোও যুক্ত করা হয়েছে।
১ দিন আগেদুজন মধ্যবয়সী পুরুষ মিলে একজন তরুণী ও এক যুবককে মারধর করছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে একটি পুরোনো ভবনের সামনে দুজন পুরুষ এক নারী ও এক পুরুষকে ইট ও লাঠি দিয়ে মারধর করতে দেখা যাচ্ছে।
২ দিন আগে