অনলাইন ডেস্ক
করোনার মতো তিনটি ভাইরাস পাওয়া গেছে চীনের প্রতিবেশী দেশ লাওসে। সেখানকার বাদুড়ের দেহে এই ভাইরাসটি পাওয়া গেছে। আর এই ভাইরাসটি বাদুড় থেকে সরাসরি মানবদেহে সংক্রমিত হতে পারে। এ সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশের জন্য ‘নেচার’ সাময়িকীতে পাঠানো হয়েছে।
মহামারি করোনার উৎস নিয়ে একে অপরকে দোষারোপ করা থেমে নেই। যুক্তরাষ্ট্র বলে আসছে চীনের ল্যাব থেকে করোনার উৎপত্তি। কিন্তু চীন নাকচ করে দিয়েছে কবেই। উৎসের খোঁজ করতে চলছে তদন্ত। এখানেও বিপত্তি বেঁধেছে সেই ‘দোষারোপ’। যুক্তরাষ্ট্র বলছে তদন্তে চীন সহায়তা করছে না। কিন্তু চীন বলছে তাদের কোনো সমস্যা নেই।
পাস্তুর ইনস্টিটিউটের গবেষকদলের প্রধান মার্ক ইলোইট জানিয়েছেন, মিল থাকলেও সার্স কোভ-২ ও লাওসে পাওয়া ভাইরাসগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে।
গবেষক দলের সদস্য যুক্তরাজ্যের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ ডেভিড রবার্টসন একে অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেন। তবে এর সঙ্গে তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এরা মানুষের দেহে প্রবেশের সক্ষমতা রাখে। ফলে সাবধানী হতে হবে। যেকোনো সময় এরাও মহামারি আকার ধারণ করতে পারে।’
লাওসের গুহায় ৬৪৫টি বাদুড়ের ওপর গবেষণা করে পাওয়া তিনটি ভাইরাসের নাম দেওয়া হয়েছে ‘বানাল-৫২ ’, ‘বানাল-১০৩’ ও ‘বানাল-২৩৬ ’। দলটির কয়েকজন গবেষক জানান, এই নমুনা এটা প্রমাণ করে যে প্রকৃতিতে করোনা থাকতে পারে। এমনও হতে পারে যে এরা প্রকৃতি থেকেই মানুষের দেহে প্রবেশ করেছে।
করোনার মতো তিনটি ভাইরাস পাওয়া গেছে চীনের প্রতিবেশী দেশ লাওসে। সেখানকার বাদুড়ের দেহে এই ভাইরাসটি পাওয়া গেছে। আর এই ভাইরাসটি বাদুড় থেকে সরাসরি মানবদেহে সংক্রমিত হতে পারে। এ সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশের জন্য ‘নেচার’ সাময়িকীতে পাঠানো হয়েছে।
মহামারি করোনার উৎস নিয়ে একে অপরকে দোষারোপ করা থেমে নেই। যুক্তরাষ্ট্র বলে আসছে চীনের ল্যাব থেকে করোনার উৎপত্তি। কিন্তু চীন নাকচ করে দিয়েছে কবেই। উৎসের খোঁজ করতে চলছে তদন্ত। এখানেও বিপত্তি বেঁধেছে সেই ‘দোষারোপ’। যুক্তরাষ্ট্র বলছে তদন্তে চীন সহায়তা করছে না। কিন্তু চীন বলছে তাদের কোনো সমস্যা নেই।
পাস্তুর ইনস্টিটিউটের গবেষকদলের প্রধান মার্ক ইলোইট জানিয়েছেন, মিল থাকলেও সার্স কোভ-২ ও লাওসে পাওয়া ভাইরাসগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে।
গবেষক দলের সদস্য যুক্তরাজ্যের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ ডেভিড রবার্টসন একে অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেন। তবে এর সঙ্গে তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এরা মানুষের দেহে প্রবেশের সক্ষমতা রাখে। ফলে সাবধানী হতে হবে। যেকোনো সময় এরাও মহামারি আকার ধারণ করতে পারে।’
লাওসের গুহায় ৬৪৫টি বাদুড়ের ওপর গবেষণা করে পাওয়া তিনটি ভাইরাসের নাম দেওয়া হয়েছে ‘বানাল-৫২ ’, ‘বানাল-১০৩’ ও ‘বানাল-২৩৬ ’। দলটির কয়েকজন গবেষক জানান, এই নমুনা এটা প্রমাণ করে যে প্রকৃতিতে করোনা থাকতে পারে। এমনও হতে পারে যে এরা প্রকৃতি থেকেই মানুষের দেহে প্রবেশ করেছে।
সুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৩ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৪ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৫ দিন আগেএমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
৬ দিন আগে