Ajker Patrika

ডেঙ্গু থেকে শিশুদের রক্ষা করতে

ফিচার ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৫: ২৭
ডেঙ্গু থেকে শিশুদের রক্ষা করতে

এ বছর ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক বেশি। শিশুদের মধ্যে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, এ বছর ১৫ বছরের নিচে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজার। তাই এমন অবস্থায় শিশুদের ডেঙ্গু থেকে রক্ষা করতে প্রস্তুত থাকতে হবে অভিভাবকদের। দৈনন্দিন জীবনে কয়েকটি নিয়ম মেনে চললে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

  • ডেঙ্গুর কবল থেকে শিশুদের রক্ষা করতে তাদের থাকার জায়গা সব সময় মশামুক্ত রাখতে হবে। এ জন্য ঘরের জানালায় নেট ব্যবহার করুন। এ ছাড়া শিশুদের খেলার জায়গায় যেন মশা প্রবেশ না করতে পারে, সেদিকে নজর রাখতে হবে। 
  • শিশুকে ফুলহাতা জামা আর প্যান্ট পরিয়ে রাখুন। স্কুলে পাঠানোর সময় পায়ে লম্বা মোজা পরিয়ে পাঠান। 
  • বাড়ি হোক কিংবা বাড়ির বাইরে, সব সময় শিশুদের গায়ে মশা তাড়ানোর ক্রিম বা লোশন মাখিয়ে রাখুন। তবে সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শে মাখাতে হবে। 
  • সূর্যোদয় ও সূর্যাস্তের আগে শিশুকে নিয়ে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। কারণ, সূর্যোদয়ের ২ ঘণ্টা পরে ও সূর্যাস্তের ২ ঘণ্টা আগে এডিস মশার প্রকোপ বেশি থাকে। 
    তবে শুধু মশা থেকে রক্ষা নয়, শিশু থাকলে অবশ্যই বাসা রাখতে হবে পরিচ্ছন্ন।

বাসা পরিচ্ছন্ন রাখবেন যেভাবে

  • বাসা ও বাসার আশপাশে পানি জমে থাকে এমন কিছু দেখলে তা সরিয়ে ফেলুন। গাছের টবে যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ রাখুন। 
  • আশপাশে ড্রেন বা নর্দমা থাকলে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করুন। 
  • পানি সংগ্রহের বড় কোনো পাত্র যদি থাকে, সেগুলো ঠিকমতো ঢেকে রাখার ব্যবস্থা করুন, যাতে মশা সেখানে ডিম না পাড়ে। বিশেষ করে বাড়ির ছাদে পানির ট্যাংক যেন খোলা না থাকে। 
  • শুধু নিজে সচেতন হলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া কঠিন। তাই প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। যেন আশপাশের সবকিছু পরিষ্কার রাখা যায়।

সূত্র: ইউনিসেফ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত