অনলাইন ডেস্ক
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
সরকারের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে এসব জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সাড়ে ৭৫ হাজার জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আটজনসহ চলতি বছরে মারা গেছে ৪১৫ রোগী। সর্বশেষ মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিল। অপরজন চিকিৎসাধীন ছিল চট্টগ্রাম অঞ্চলের হাসপাতালে। এই আটজনের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ৩৭৬ ডেঙ্গু রোগী। রাজধানীর বাইরে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ১৩ জন।
চলতি বছর মারা যাওয়া ব্যক্তিদের ২৬৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সারা দেশে মারা গেছে ১৫২ জন। বর্তমানে মোট ভর্তি রয়েছে ৪ হাজার ৩৫ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোয় আছে ১ হাজার ৬৬৯ ডেঙ্গু রোগী।
চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে গত অক্টোবরে, ৩০ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ১৩৪ জন। চলতি মাসে গতকাল পর্যন্ত ভর্তি হয়েছে ১৮ হাজার ১৬৭ জন এবং মারা গেছে ১০০ জন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
সরকারের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে এসব জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সাড়ে ৭৫ হাজার জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আটজনসহ চলতি বছরে মারা গেছে ৪১৫ রোগী। সর্বশেষ মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিল। অপরজন চিকিৎসাধীন ছিল চট্টগ্রাম অঞ্চলের হাসপাতালে। এই আটজনের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ৩৭৬ ডেঙ্গু রোগী। রাজধানীর বাইরে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ১৩ জন।
চলতি বছর মারা যাওয়া ব্যক্তিদের ২৬৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সারা দেশে মারা গেছে ১৫২ জন। বর্তমানে মোট ভর্তি রয়েছে ৪ হাজার ৩৫ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোয় আছে ১ হাজার ৬৬৯ ডেঙ্গু রোগী।
চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে গত অক্টোবরে, ৩০ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ১৩৪ জন। চলতি মাসে গতকাল পর্যন্ত ভর্তি হয়েছে ১৮ হাজার ১৬৭ জন এবং মারা গেছে ১০০ জন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
‘দেখতে দেখতে আমার বাবুটা বড় হয়ে গেল।’ এ বাক্য যেমন শিশুকে কোলে ধরে রাখতে না পারার আক্ষেপ, পাশাপাশি একটা নিশ্চয়তাও যে শিশু স্বাভাবিকভাবে বড় হয়ে উঠছে। শিশুরা দুরন্ত হবে, খেলায় মেতে থাকবে, আবদার করবে আর ‘দেখতে দেখতে’ বেড়ে উঠবে।
১৪ ঘণ্টা আগেএপ্রিল মাস এসে গেছে। তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার। গরম একা আসে না, সঙ্গে কিছু অসুখ-বিসুখও নিয়ে আসে। এই গরমে যে যতই লেবুর শরবত আর ফ্যানের বাতাসে নিজেকে বাঁচাতে চান না কেন, রোগবালাই কিন্তু লুকিয়ে বসে আছে ঠিকই! তাই জানতে হবে গরমের বিশেষ পাঁচ রোগ এবং এর সমাধান।
১৪ ঘণ্টা আগেআমাদের চারপাশে ঘাপটি মেরে থাকা নীরব ঘাতক ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে মানবস্বাস্থ্য। শব্দদূষণ বা অতিরিক্ত কোলাহল সেগুলোর মধ্যে অন্যতম। আর বিষয়টি আমরা খুব একটা পাত্তা দিই না। কিন্তু এটি হৃদ্রোগ, ডায়াবেটিস, এমনকি ডিমেনশিয়ার মতো রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। গবেষণা বলছে, শুধু ইউরোপেই প্রতিবছর ১২ হাজার মানুষ
১৪ ঘণ্টা আগেশেষ হলো আনন্দের উৎসব। প্রচুর খাওয়াদাওয়া হলো। খেয়াল করলে দেখবেন, সেসব খাবারের বেশির ভাগই ছিল গুরুপাক, মিষ্টিজাতীয়, ভাজাপোড়া কিংবা রোস্ট করা খাবার। উৎসবের দিনে সেসব খাবার এক দিনের জন্য খেলে ঠিক আছে। কিন্তু সেই অভ্যাস প্রতিদিনের জন্য করা যাবে না। মসলাদার, ভারী খাবার শরীরের ওজন, কোলেস্টেরল বাড়ানোসহ
১৪ ঘণ্টা আগে