ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল প্রায় ৮০ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।

সরকারের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে এসব জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সাড়ে ৭৫ হাজার জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আটজনসহ চলতি বছরে মারা গেছে ৪১৫ রোগী। সর্বশেষ মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিল। অপরজন চিকিৎসাধীন ছিল চট্টগ্রাম অঞ্চলের হাসপাতালে। এই আটজনের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ৩৭৬ ডেঙ্গু রোগী। রাজধানীর বাইরে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ১৩ জন।

চলতি বছর মারা যাওয়া ব্যক্তিদের ২৬৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সারা দেশে মারা গেছে ১৫২ জন। বর্তমানে মোট ভর্তি রয়েছে ৪ হাজার ৩৫ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোয় আছে ১ হাজার ৬৬৯ ডেঙ্গু রোগী।

চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে গত অক্টোবরে, ৩০ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ১৩৪ জন। চলতি মাসে গতকাল পর্যন্ত ভর্তি হয়েছে ১৮ হাজার ১৬৭ জন এবং মারা গেছে ১০০ জন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত