ডা. হুমায়ুন কবীর হিমু
টিউমার হলো শরীরের কোনো কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি। যেমন পাকস্থলীর কোষের সংখ্যা যদি অতিরিক্ত বৃদ্ধি পায়, তাহলে তা চাকার মতো বড় হয়ে যায়। একেই বলে পাকস্থলীর ক্যানসার। দেহের বিভিন্ন অঙ্গে ক্যানসার বা টিউমার হতে পারে। টিউমার দুই প্রকার। একটি হলো বেনাইন ও অন্যটি মেলিগনেন্ট। বেনাইন টিউমার খুব বেশি ক্ষতিকর নয়। এটি চিকিৎসায় পুরোপুরি ভালো হয়। ক্যানসার বলতে আমরা যা বুঝি তা হলো, মেলিগনেন্ট টিউমার। ক্যানসারকে অন্যভাবেও ভাগ করা যায়। ক্যানসার একটি নির্দিষ্ট অঙ্গে সীমাবদ্ধ থাকলে তাকে বলে প্রাইমারি ক্যানসার। আর যদি তা বিভিন্ন অঙ্গে ছড়িয়ে যায়, তবে তাকে বলে মেটাস্টাসিস ক্যানসার। সবচেয়ে খারাপ হলো মেটাস্টাসিস। এটি হলে চিকিৎসা করা অনেকটা দুরূহ ও ব্যয়সাপেক্ষ হয়ে যায়।
মস্তিষ্কের মারাত্মক রোগ টিউমার। তবে ভালো দিক হলো, মস্তিষ্কে বেনাইন টিউমার বেশি হয়। কিন্তু সমস্যা হলো, মস্তিষ্কে যেহেতু জায়গা কম, তাই টিউমার প্রভাব ফেলতে পারে সহজেই। মানে, লক্ষণগুলো দেখা দেয় তাড়াতাড়ি। এর সুবিধাও আছে। এর ফলে রোগী দ্রুত চিকিৎসকের কাছে যায়। তাই রোগ তাড়াতাড়ি ধরা পড়ে। মস্তিষ্কে মেটাস্টাসিসও হতে পারে, তবে তা খুব কম।
মস্তিষ্কের টিউমার যেকোনো বয়সে হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ জানা যায় না। তবে কিছু জিনের রূপান্তরে এটি হতে পারে বলে ধারণা করা হয়। এ ছাড়া রেডিয়েশনের কারণেও মস্তিষ্কে টিউমার হতে পারে।
মস্তিষ্কের ক্যানসারের লক্ষণ
মস্তিষ্কের ক্যানসারের মূল লক্ষণ হলো মাথাব্যথা। তবে মাথাব্যথা হলেই যে মস্তিষ্কের ক্যানসার হবে, তা কিন্তু নয়। মাথাব্যথার যত কারণ আছে, তার বেশির ভাগই কিন্তু অন্য। মস্তিষ্কের টিউমারের মাথাব্যথার ধরন একটু ভিন্ন। মাথাব্যথা সারাক্ষণ থাকে, পুরো মাথায় হালকা বা মাঝারি ধরনের ব্যথা থাকে। হাঁচি-কাশি দিলে মাথাব্যথা বেড়ে যায়।
সকালে ঘুম থেকে উঠলে ব্যথা
পরীক্ষা-নিরীক্ষা
টিউমার নির্ণয়ে শারীরিক পরীক্ষার পাশাপাশি বেশি জরুরি মস্তিষ্কের সিটিস্ক্যান বা এমআরআই। এ ছাড়া চিকিৎসকের পরামর্শে আরও কিছু পরীক্ষার প্রয়োজন পড়ে।
চিকিৎসা
লেখক: কনসালট্যান্ট নিউরোলজিস্ট, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা, ঢাকা
স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:
টিউমার হলো শরীরের কোনো কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি। যেমন পাকস্থলীর কোষের সংখ্যা যদি অতিরিক্ত বৃদ্ধি পায়, তাহলে তা চাকার মতো বড় হয়ে যায়। একেই বলে পাকস্থলীর ক্যানসার। দেহের বিভিন্ন অঙ্গে ক্যানসার বা টিউমার হতে পারে। টিউমার দুই প্রকার। একটি হলো বেনাইন ও অন্যটি মেলিগনেন্ট। বেনাইন টিউমার খুব বেশি ক্ষতিকর নয়। এটি চিকিৎসায় পুরোপুরি ভালো হয়। ক্যানসার বলতে আমরা যা বুঝি তা হলো, মেলিগনেন্ট টিউমার। ক্যানসারকে অন্যভাবেও ভাগ করা যায়। ক্যানসার একটি নির্দিষ্ট অঙ্গে সীমাবদ্ধ থাকলে তাকে বলে প্রাইমারি ক্যানসার। আর যদি তা বিভিন্ন অঙ্গে ছড়িয়ে যায়, তবে তাকে বলে মেটাস্টাসিস ক্যানসার। সবচেয়ে খারাপ হলো মেটাস্টাসিস। এটি হলে চিকিৎসা করা অনেকটা দুরূহ ও ব্যয়সাপেক্ষ হয়ে যায়।
মস্তিষ্কের মারাত্মক রোগ টিউমার। তবে ভালো দিক হলো, মস্তিষ্কে বেনাইন টিউমার বেশি হয়। কিন্তু সমস্যা হলো, মস্তিষ্কে যেহেতু জায়গা কম, তাই টিউমার প্রভাব ফেলতে পারে সহজেই। মানে, লক্ষণগুলো দেখা দেয় তাড়াতাড়ি। এর সুবিধাও আছে। এর ফলে রোগী দ্রুত চিকিৎসকের কাছে যায়। তাই রোগ তাড়াতাড়ি ধরা পড়ে। মস্তিষ্কে মেটাস্টাসিসও হতে পারে, তবে তা খুব কম।
মস্তিষ্কের টিউমার যেকোনো বয়সে হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ জানা যায় না। তবে কিছু জিনের রূপান্তরে এটি হতে পারে বলে ধারণা করা হয়। এ ছাড়া রেডিয়েশনের কারণেও মস্তিষ্কে টিউমার হতে পারে।
মস্তিষ্কের ক্যানসারের লক্ষণ
মস্তিষ্কের ক্যানসারের মূল লক্ষণ হলো মাথাব্যথা। তবে মাথাব্যথা হলেই যে মস্তিষ্কের ক্যানসার হবে, তা কিন্তু নয়। মাথাব্যথার যত কারণ আছে, তার বেশির ভাগই কিন্তু অন্য। মস্তিষ্কের টিউমারের মাথাব্যথার ধরন একটু ভিন্ন। মাথাব্যথা সারাক্ষণ থাকে, পুরো মাথায় হালকা বা মাঝারি ধরনের ব্যথা থাকে। হাঁচি-কাশি দিলে মাথাব্যথা বেড়ে যায়।
সকালে ঘুম থেকে উঠলে ব্যথা
পরীক্ষা-নিরীক্ষা
টিউমার নির্ণয়ে শারীরিক পরীক্ষার পাশাপাশি বেশি জরুরি মস্তিষ্কের সিটিস্ক্যান বা এমআরআই। এ ছাড়া চিকিৎসকের পরামর্শে আরও কিছু পরীক্ষার প্রয়োজন পড়ে।
চিকিৎসা
লেখক: কনসালট্যান্ট নিউরোলজিস্ট, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা, ঢাকা
স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:
গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস হলে নবজাতকের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। পূর্ববর্তী ২০২টি গবেষণার ৫ কোটি ৬০ লাখের মা-শিশু জোড়ার ডেটা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা।
৬ ঘণ্টা আগেঅনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের কারণে বাংলাদেশ, ভারত, লাওস ও ভিয়েতনামে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। সবজি ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় পাওয়া যাচ্ছে বিষাক্ত উপাদান। সম্প্রতি পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিকের (পানাপ) এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ংকর এই তথ্য। গতকাল সোমবার (৭ এপ্রিল) বিশ্ব স
৭ ঘণ্টা আগেক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়ার একদল গবেষক। তাঁরা ডিএনএ মেরামতের গুরুত্বপূর্ণ একটি প্রোটিন ‘আরএডি ৫২’-তে অপ্রত্যাশিত এক গঠন (স্ট্রাকচার) খুঁজে পেয়েছেন, যা ক্যানসার কোষকে বাঁচিয়ে রাখতে ভূমিকা রাখে।
১ দিন আগেপুরুষদের উদ্দেশ্যে অধ্যাপক হোয়াইট বলেন, ‘আপনার কোমরের মাপ দেখুন। যদি বেশি ওজন থাকে, যদি পেট বড় হয়ে যায়, তাহলে এর পরিবর্তন আনার চেষ্টা করুন। শরীরচর্চা করুন, বাইরে যান, মানুষের সঙ্গে কথা বলুন। সুযোগ পেলেই স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করান। আর শরীরে কোনো পরিবর্তন দেখলে বা সমস্যা দেখা দিলে সাহায্য
২ দিন আগে