নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক, এইচডিইউ, সাধারণ জরুরি বিভাগ, পথ্য বিভাগ, কার্ডিয়াক ইমার্জেন্সি, ডি–ব্লকে রাউন্ড দেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী মিম, উপপরিচালক (হাসপাতাল) ডা. বেলাল এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে রোগীদের চিকিৎসাসেবার যাতে কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে দিক নির্দেশনা দেন ও খোঁজখবর নেন। রোগীরা যাতে জরুরি পরীক্ষা-নিরীক্ষা সেবা পায়, সে বিষয়েও খোঁজখবর নেন উপ-উপাচার্য। এ ছাড়া পথ্য বিভাগে খাবারের মান ও পরিবেশ পরিস্কার–পরিচ্ছন্নতার বিষয়টিও তিনি যাচাই করেন।
পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনডোর ও সাধারণ জরুরি বিভাগসহ বিভিন্ন জরুরি বিভাগের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।
আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের বহির্বিভাগসহ সম্পূর্ণরূপে খোলা থাকবে। এ ছাড়া আগামীকাল বুধবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক, এইচডিইউ, সাধারণ জরুরি বিভাগ, পথ্য বিভাগ, কার্ডিয়াক ইমার্জেন্সি, ডি–ব্লকে রাউন্ড দেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী মিম, উপপরিচালক (হাসপাতাল) ডা. বেলাল এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে রোগীদের চিকিৎসাসেবার যাতে কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে দিক নির্দেশনা দেন ও খোঁজখবর নেন। রোগীরা যাতে জরুরি পরীক্ষা-নিরীক্ষা সেবা পায়, সে বিষয়েও খোঁজখবর নেন উপ-উপাচার্য। এ ছাড়া পথ্য বিভাগে খাবারের মান ও পরিবেশ পরিস্কার–পরিচ্ছন্নতার বিষয়টিও তিনি যাচাই করেন।
পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনডোর ও সাধারণ জরুরি বিভাগসহ বিভিন্ন জরুরি বিভাগের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।
আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের বহির্বিভাগসহ সম্পূর্ণরূপে খোলা থাকবে। এ ছাড়া আগামীকাল বুধবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হবে।
সুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৩ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৪ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৪ দিন আগেএমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
৬ দিন আগে