ঈদের ছুটিতে রোগীদের খোঁজখবর নেন বিএসএমএমইউর প্রোভিসি ডা. আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৪, ২১: ২০
Thumbnail image

পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক, এইচডিইউ, সাধারণ জরুরি বিভাগ, পথ্য বিভাগ, কার্ডিয়াক ইমার্জেন্সি, ডি–ব্লকে রাউন্ড দেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী মিম, উপপরিচালক (হাসপাতাল) ডা. বেলাল এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে রোগীদের চিকিৎসাসেবার যাতে কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে দিক নির্দেশনা দেন ও খোঁজখবর নেন। রোগীরা যাতে জরুরি পরীক্ষা-নিরীক্ষা সেবা পায়, সে বিষয়েও খোঁজখবর নেন উপ-উপাচার্য। এ ছাড়া পথ্য বিভাগে খাবারের মান ও পরিবেশ পরিস্কার–পরিচ্ছন্নতার বিষয়টিও তিনি যাচাই করেন।

পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনডোর ও সাধারণ জরুরি বিভাগসহ বিভিন্ন জরুরি বিভাগের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। 

আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের বহির্বিভাগসহ সম্পূর্ণরূপে খোলা থাকবে। এ ছাড়া আগামীকাল বুধবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত