Ajker Patrika

পিঠাপিঠি ভাইবোনের ঝগড়াবিবাদ

ড. সোমাইয়া নাওশিন আহমেদ
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৯: ৪৪
পিঠাপিঠি ভাইবোনের ঝগড়াবিবাদ

ভাইবোনের বয়স কাছাকাছি হলে তাদের মধ্যে ভালোবাসা, অন্তরঙ্গতা যেমন বেশি হয়, ঠিক তেমনি ঝগড়া, কথা-কাটাকাটি, মারামারিও কম হয় না। পিঠাপিঠি ভাইবোনের সম্পর্কে টানাপোড়েন অনেক সময় দ্বিতীয় সন্তান জন্মের পরপরই শুরু হয়। সেটা পুরো শৈশব-কৈশোরজুড়েই চলতে থাকে। এ বিষয়টি মা-বাবার জন্য মধুর সমস্যা হয়ে দাঁড়ায়।  

ভাইবোনের দ্বন্দ্বের কারণ

  • প্রতিটি শিশুই নিজেকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তার এই চাওয়া পরিপূর্ণ না হলে সে তার সমবয়সী ভাইবোনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।
  • একটি শিশু তার ও তার ভাইবোনের প্রতি মা-বাবার ভালোবাসা, আদরযত্ন, প্রতিক্রিয়ায় অসমতা লক্ষ করলে বিরূপ মনোভাবের সৃষ্টি হতে পারে।
  • নতুন শিশুর আগমনে প্রথম শিশুটি মনে করতে পারে বাবা-মায়ের সঙ্গে তার সম্পর্ক হুমকির মুখে পড়তে যাচ্ছে। এ নিরাপত্তাহীনতা থেকে সে ভাইবোনের সঙ্গে ঝগড়াঝাঁটি করে।
  • একটি শিশুর মানসিক বিকাশ যদি সঠিকভাবে প্রসারিত না হয়, তবে সে ইতিবাচকভাবে ভাইবোনের সঙ্গে মিশতে, খেলাধুলা করতে সক্ষম নাও হতে পারে।
  • যেসব পরিবারে বাবা-মায়ের মধ্যে বৈরী সম্পর্ক থাকে, সে পরিবারে শিশুদের ঝগড়া-বিবাদে লিপ্ত হতে দেখা যায়।

দ্বন্দ্ব মেটাবেন যেভাবে

  • প্রথমত পক্ষপাতিত্ব করা থেকে বিরত থাকুন। দুজনের প্রতি সমান ভালোবাসা প্রকাশ করুন।
  • কোনো কিছু কিনলে দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করুন। তা না হলে একজনের মনে অন্য জনের প্রতি ক্ষোভ জমতে পারে।
  • এক সন্তানের সঙ্গে অন্য সন্তানের তুলনা করবেন না। প্রতিটি শিশুর স্বকীয়তা, প্রতিভা ও মেধার মূল্য দিন। কারও সাফল্য ছোট করে দেখবেন না।
    কাছাকাছি বয়সী ভাইবোনদের নিজেদের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব নিরুৎসাহিত করুন। বরং একে অপরকে কীভাবে সহযোগিতা করতে পারে তা দেখিয়ে দিন।
  • একজন সন্তান কীভাবে অন্য সন্তানের সঙ্গে ইতিবাচকভাবে খেলবে তা দেখিয়ে দিন। খেলনা ভাগাভাগি করা শেখান।
  • ভাইবোন ছাড়া অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গেও শিশুদের মিশতে দিন। এতে শিশু নিজেকে চিনতে ও বুঝতে পারে যা ভাইবোনের সঙ্গে সংঘাত এড়ানোর জন্য প্রয়োজন।
  • পরিবারের সবাই একসঙ্গে আনন্দময় সময় কাটান। পরিবারের সঙ্গে কাটানো মধুর স্মৃতি, নিজেদের মধ্যকার দ্বন্দ্ব মেটাতে পিঠাপিঠি ভাইবোনকে সাহায্য করবে।

শিশুদের আবেগের তীব্রতা বেশি থাকে। এ জন্য তাদের একে-অপরের প্রতি মান-অভিমানের প্রকাশও বেশি হয়। তাই ছোট থেকেই পিঠাপিঠি ভাইবোনের সম্পর্ক দেখভাল ও যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

লেখক: সহকারী অধ্যাপক, মনোরোগ বিভাগ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত