Ajker Patrika

১২ হাজার টাকায় ক্যানসার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ১৬
১২ হাজার টাকায় ক্যানসার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে দেশের ক্যানসার চিকিৎসায় এক নতুন দিগন্ত নিয়ে এসেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এখন থেকে বিশ্বখ্যাত আইসোটোপ বিহীন ইলেকট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যানসার চিকিৎসা সেবা পাওয়া যাবে এই হাসপাতালে। এতে মোট খরচ লাগবে মাত্র ১২ হাজার টাকা।

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আজ শনিবার এক সেমিনারের আয়োজন করে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এতে সভাপতিত্ব করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ক্যানসার চিকিৎসার নতুন দিগন্তের নানা দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি। 

নগর গণস্বাস্থ্য হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা ইলেকট্রনিক ব্রাকিথেরাপি স্থাপন করা হয়েছে। 

সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ক্যানসার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যয়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যানসার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাতে ক্যানসার চিকিৎসা সহজ হয়েছে। নতুন এই মেশিনে কোনো সোর্স ব্যবহার করতে হয় না। ডিসপোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন। আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলোজি ব্যবস্থা আছে, এখনতো ব্রাকিথেরাপির ব্যবস্থাও আছে। আমাদের এখানে বোনমেরো রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নিয়েছি।’ 

জাফরুল্লাহ জানান, এরই মধ্যে তাঁরা রেডিক্সেট রেডিয়েশন থেরাপির সর্বাধুনিক সংস্করণের মেশিনের ক্রয়াদেশ দিয়েছেন। আগামী ৬ মাসের মধ্যে ডিডিআর এক্সিলারেটরও স্থাপন করা হবে বলে আশা করছেন তাঁরা।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের কো–অর্ডিনেটর ডা. সামিম উল মওলা, প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম। 

এতে আরও বক্তব্য দেন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যানসার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এমএ হাই, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার তাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ইতালি থেকে জুমে অংশ নেন দক্ষিণ এশিয়ার জপ্টের প্রধান পিয়েরে ফ্রান্সেসকো, গণস্বাস্থ্য কেন্দ্রের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ-উজ জামান অপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত