নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে দেশের ক্যানসার চিকিৎসায় এক নতুন দিগন্ত নিয়ে এসেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এখন থেকে বিশ্বখ্যাত আইসোটোপ বিহীন ইলেকট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যানসার চিকিৎসা সেবা পাওয়া যাবে এই হাসপাতালে। এতে মোট খরচ লাগবে মাত্র ১২ হাজার টাকা।
৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আজ শনিবার এক সেমিনারের আয়োজন করে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এতে সভাপতিত্ব করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ক্যানসার চিকিৎসার নতুন দিগন্তের নানা দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি।
নগর গণস্বাস্থ্য হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা ইলেকট্রনিক ব্রাকিথেরাপি স্থাপন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ক্যানসার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যয়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যানসার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাতে ক্যানসার চিকিৎসা সহজ হয়েছে। নতুন এই মেশিনে কোনো সোর্স ব্যবহার করতে হয় না। ডিসপোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন। আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলোজি ব্যবস্থা আছে, এখনতো ব্রাকিথেরাপির ব্যবস্থাও আছে। আমাদের এখানে বোনমেরো রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নিয়েছি।’
জাফরুল্লাহ জানান, এরই মধ্যে তাঁরা রেডিক্সেট রেডিয়েশন থেরাপির সর্বাধুনিক সংস্করণের মেশিনের ক্রয়াদেশ দিয়েছেন। আগামী ৬ মাসের মধ্যে ডিডিআর এক্সিলারেটরও স্থাপন করা হবে বলে আশা করছেন তাঁরা।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের কো–অর্ডিনেটর ডা. সামিম উল মওলা, প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম।
এতে আরও বক্তব্য দেন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যানসার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এমএ হাই, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার তাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ইতালি থেকে জুমে অংশ নেন দক্ষিণ এশিয়ার জপ্টের প্রধান পিয়েরে ফ্রান্সেসকো, গণস্বাস্থ্য কেন্দ্রের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ-উজ জামান অপু প্রমুখ।
অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে দেশের ক্যানসার চিকিৎসায় এক নতুন দিগন্ত নিয়ে এসেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এখন থেকে বিশ্বখ্যাত আইসোটোপ বিহীন ইলেকট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যানসার চিকিৎসা সেবা পাওয়া যাবে এই হাসপাতালে। এতে মোট খরচ লাগবে মাত্র ১২ হাজার টাকা।
৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আজ শনিবার এক সেমিনারের আয়োজন করে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এতে সভাপতিত্ব করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ক্যানসার চিকিৎসার নতুন দিগন্তের নানা দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি।
নগর গণস্বাস্থ্য হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা ইলেকট্রনিক ব্রাকিথেরাপি স্থাপন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ক্যানসার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যয়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যানসার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাতে ক্যানসার চিকিৎসা সহজ হয়েছে। নতুন এই মেশিনে কোনো সোর্স ব্যবহার করতে হয় না। ডিসপোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন। আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলোজি ব্যবস্থা আছে, এখনতো ব্রাকিথেরাপির ব্যবস্থাও আছে। আমাদের এখানে বোনমেরো রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নিয়েছি।’
জাফরুল্লাহ জানান, এরই মধ্যে তাঁরা রেডিক্সেট রেডিয়েশন থেরাপির সর্বাধুনিক সংস্করণের মেশিনের ক্রয়াদেশ দিয়েছেন। আগামী ৬ মাসের মধ্যে ডিডিআর এক্সিলারেটরও স্থাপন করা হবে বলে আশা করছেন তাঁরা।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের কো–অর্ডিনেটর ডা. সামিম উল মওলা, প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম।
এতে আরও বক্তব্য দেন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যানসার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এমএ হাই, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার তাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ইতালি থেকে জুমে অংশ নেন দক্ষিণ এশিয়ার জপ্টের প্রধান পিয়েরে ফ্রান্সেসকো, গণস্বাস্থ্য কেন্দ্রের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ-উজ জামান অপু প্রমুখ।
ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে আগামীকাল শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। আগামীকাল সকাল ১০টা থেকে টানা তিন দিন দুই ঘণ্টা করে চলবে এই কর্মসূচি। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে
৭ ঘণ্টা আগেসাপ্লিমেন্ট ভুল মাত্রায় গ্রহণ করলে উপকারের চেয়ে বেশি ক্ষতিকর হতে পারে। প্রতিটি মানুষের শারীরিক চাহিদা ভিন্ন, তাই সঠিকভাবে সাপ্লিমেন্ট গ্রহণের একমাত্র উপায় হলো নিজের শরীরের বর্তমান অবস্থা জানা। এর মধ্যে আপনার খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, মানসিক চাপের মাত্রা এবং অভ্যন্তরীণ শারীরিক অবস্থার সবকিছু অন্তর্ভুক
১০ ঘণ্টা আগেদেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
৩ দিন আগেবিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি
৩ দিন আগে