Ajker Patrika

গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলো

অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) আঞ্জুমান আরা বেগম (অব.)
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮: ২৪
গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলো

গর্ভধারণ নারীজীবনের খুব কাঙ্ক্ষিত বিষয়। এর প্রথম থেকে কিছু লক্ষণ দেখা যায়, যেগুলো গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত।

কোনো মাসে পিরিয়ড না হওয়াকে গর্ভধারণের লক্ষণ বলে মনে করেন অধিকাংশ বিবাহিত নারী। কিন্তু পিরিয়ড মিস হওয়াই গর্ভধারণের একমাত্র লক্ষণ নয়। দেখা গেছে, পিরিয়ড নিয়মিত হওয়া সত্ত্বেও গর্ভধারণ করেছেন অনেকে। পিরিয়ড মিস হওয়া ছাড়াও শরীরের কিছু পরিবর্তন দেখে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

বমিভাব বা গা গোলানো গর্ভধারণের প্রথম দিকের গুরুত্বপূর্ণ লক্ষণ। গর্ভধারণের চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত এ লক্ষণ বেশি দেখা যায়। এ সময় শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের স্তর বাড়ায় এই সমস্যা হয়। সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠার পর বমিভাব বা বমি বেশি হয় বলে একে মর্নিং সিকনেস বলা হয়।

গর্ভধারণের প্রথম সপ্তাহে অথবা তার পর থেকে স্তন ফুলে যাওয়া, ভারী হওয়া অথবা স্তনে ব্যথা অনুভূত হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।

গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি হলো ভ্যাজাইনাল ডিসচার্জ। সাধারণত গর্ভবতীদের শরীরে হরমোনের পরিবর্তনের জন্য এমনটা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে সংক্রমণের কারণেও এমন হতে পারে।

গর্ভধারণকালে শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বাড়ায় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। তবে সর্দি, কাশি কিংবা অন্যান্য রোগের সংক্রমণের কারণেও শরীরের তাপমাত্রা বাড়তে পারে।

অস্বাভাবিক রকম ক্লান্তি ও দুর্বলতা গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলোর অন্যতম। শরীরে বিভিন্ন হরমোনের তারতম্য, ক্ষুধামান্দ্য এবং পরিমাণে অল্প খাবার খাওয়ার কারণেও এই দুর্বলতা হতে পারে।

গর্ভাবস্থায় কখনো অনিয়মিত রক্তপাত, স্পটিং এবং তলপেটে ব্যথা হতে পারে। এই লক্ষণগুলো অনেক সময় নানা গুরুত্বপূর্ণ রোগ; যেমন গর্ভপাত, এক্টপিক প্রেগনেন্সি ও মোলার প্রেগনেন্সির ক্ষেত্রেও দেখা যায়। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

গর্ভাবস্থার প্রথম দিকে ক্ষুধামান্দ্য ও অরুচির সমস্যায় ভোগেন অধিকাংশ গর্ভবতী। পছন্দের খাবারগুলোও আর আগের মতো খেতে পারেন না অনেকে। আবার দিনের বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো খাবার অথবা অস্বাভাবিক কিছু খাবার খাওয়ার ইচ্ছা জাগে। সাধারণত শরীরে হরমোনের পরিবর্তনের কারণে এ ধরনের সমস্যা হয়।

ঘন ঘন প্রস্রাব হওয়া গর্ভধারণের অন্যতম প্রধান লক্ষণ। ওভুলেশন প্রক্রিয়ার পর গর্ভধারণ হলে দিনে স্বাভাবিকের চেয়ে বেশিবার প্রস্রাব হতে পারে অনেকের। গর্ভাবস্থায় শরীরের রক্তের পরিমাণ বাড়ে। এ সময় কিডনি বেশি তরল নিঃসরণ করা শুরু করে। সে তরল প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জরায়ুর আয়তন বৃদ্ধির সঙ্গে প্রস্রাবের থলির ওপর চাপ পড়ে। ফলে ঘন ঘন প্রস্রাব হয়।

কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থার অন্যতম লক্ষণ। শরীরে হরমোনের প্রভাবে পরিপাকের কাজের ধীরগতি, অপর্যাপ্ত পানি পান, শাকসবজি ও খাদ্য গ্রহণ এর উল্লেখযোগ্য কারণ।

গর্ভধারণের শুরুর দিন থেকে মাথাব্যথা অনুভব হতে পারে কারও কারও। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে রক্তসঞ্চালন এবং হরমোনের মাত্রা বাড়ার কারণে এমনটি হয়। মাথাব্যথার পাশাপাশি মাথা ঘোরানো অনুভব হতে পারে।

করণীয়

  • গর্ভধারণের লক্ষণ দেখা দিলে আপনি গর্ভবতী কি না, তা পরীক্ষা করিয়ে নিশ্চিত হন। 
  • চিকিৎসকের শরণাপন্ন হোন এবং নির্দেশ অনুযায়ী ওষুধপত্র গ্রহণ করুন। 
  • অল্প মাত্রার লক্ষণ ঘরোয়া উপায়ে সমাধানের চেষ্টা করুন। 
  • খাদ্যতালিকায় পরিবর্তন আনুন। যেমন কাঁচা ও কম সেদ্ধ খাবার, ভাজাপোড়া, অতিরিক্ত তৈলাক্ত খাবার বাদ দিন। 
  • ধূমপান, অতিরিক্ত চা-কফি পান, মদ্যপান এড়িয়ে চলুন। 
  • লক্ষণের তীব্রতা বেশি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

লেখক: স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন, চেম্বার: আলোক হেলথ কেয়ার লি., মিরপুর ১০, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার আমলে গভর্নর হওয়ার প্রস্তাব পেয়েছিলাম: আহসান এইচ মনসুর

আলোচনায় ড. ইউনূসকে প্রধানমন্ত্রী দেখার আকাঙ্ক্ষা, আইনি পথ কী

এক দশক পর প্রকাশ্যে গায়িকা ডাফি, শোনালেন অপহরণ ও ধর্ষণের ভয়াবহ বর্ণনা

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে দেশের সংকট বাড়বে: ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত