অনলাইন ডেস্ক
গরমকাল শুরু হলেই মশার উৎপাত বেড়ে যায়। মশার মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগের জীবাণু ছড়ায়। কিন্তু এসব রোগ না হলেও মশার কামড়ে ত্বক চুলকায়।
মশা মানুষের রক্ত চুষে নেয়, ফলে ত্বক ফুলে ওঠে ও লাল দাগ দেখা যায়। প্রাণঘাতী রোগের জীবাণু দেহে প্রবেশ করানো ছাড়া মশার কামড়ে ত্বকে কোনো দীর্ঘস্থায়ী ক্ষতি হয় না। তবে অল্প সময়ের জন্য ত্বকে হালকা জ্বালা ও চুলকানি হয়। আর এই চুলকানির জন্য দায়ী হলো মশার লালা।
মানুষের শরীর থেকে দ্রুত রক্ত বের করার জন্য মশা লালা ব্যবহার করে। একটি মশার মুখের অংশ একাধিক নালি দিয়ে গঠিত। মশা রক্ত ঝরাতে একটি নালি ব্যবহার করে। আরেকটি নালি রক্তনালিতে লালা প্রবেশ করতে ব্যবহার করে। লালা একটি অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কাজ করে। অর্থাৎ এটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ফলে রক্ত সহজে প্রবাহিত হয় ও মশারা দ্রুত রক্ত শোষণ করতে পারে।
মশার লালার কিছু প্রোটিনে মানুষের অ্যালার্জি হয়। মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা এসব প্রোটিনের প্রতি অতি সংবেদনশীল। লালার প্রতিক্রিয়ায় মানুষের শরীর থেকে হিস্টামিন নিঃসরিত হয়। আঘাতের স্থানে শ্বেত রক্তকণিকা, রক্তের প্লাজমা প্রোটিন এবং অন্যান্য রোগ প্রতিরোধ ব্যবস্থার টুলগুলো আগমনের সুবিধার্থে রক্তনালিগুলোকে প্রসারিত করতে এই জৈবিক উপাদানটি কাজ করে। কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে হিস্টামিন ত্বকে চুলকানি ও প্রদাহ সৃষ্টি করে।
মশার লালা ক্ষতিকর না হলেও মশার কামড়ে প্রাণঘাতী রোগ হতে পারে।
কীটতত্ত্ববিদদের তথ্যমতে, পৃথিবীতে প্রায় সাড়ে ৩ হাজার প্রজাতির মশা রয়েছে। এগুলোর মধ্যে মাত্র ১০০ প্রজাতি রোগ ছড়ায়। মশার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ২০ টির মতো রোগ ছড়ায়। সেগুলোর মধ্যে কিছু রোগ প্রাণঘাতী। বাংলাদেশে ১২৩ প্রজাতির মশার খোঁজ পাওয়া গেছে। ঢাকাতেই ১৪টি প্রজাতির মশার বিচরণ রয়েছে। বাংলাদেশে এ যাবৎ মশাবাহিত পাঁচটি রোগের বিস্তার ঘটেছে—ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জাপানিজ এনসেফালাইটিস। তাই মশা থেকে বাঁচার জন্য নিচের পরামর্শগুলো মেনে চলতে পারেন—
১. ঘরে মশার প্রবেশ ঠেকাতে জানালাতে নেটের পর্দা ব্যবহার করুন।
২. হাত–পা ঢেকে রাখবে রাতে এমন পোশাক পরুন।
৩. মশকনাশক স্প্রে বা কয়েল ব্যবহার করুন।
৪. ঘুমানোর সময় মশারি টাঙিয়ে নিন।
৫. ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
৬. কোনো খালি পাত্রে যেন পানি জমে না থাকে খেয়াল রাখুন। কারণ ডেঙ্গু বা চিকুনগুনিয়া রোগ ছড়ানো মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে।
তথ্যসূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক, ব্রিটানিকা
গরমকাল শুরু হলেই মশার উৎপাত বেড়ে যায়। মশার মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগের জীবাণু ছড়ায়। কিন্তু এসব রোগ না হলেও মশার কামড়ে ত্বক চুলকায়।
মশা মানুষের রক্ত চুষে নেয়, ফলে ত্বক ফুলে ওঠে ও লাল দাগ দেখা যায়। প্রাণঘাতী রোগের জীবাণু দেহে প্রবেশ করানো ছাড়া মশার কামড়ে ত্বকে কোনো দীর্ঘস্থায়ী ক্ষতি হয় না। তবে অল্প সময়ের জন্য ত্বকে হালকা জ্বালা ও চুলকানি হয়। আর এই চুলকানির জন্য দায়ী হলো মশার লালা।
মানুষের শরীর থেকে দ্রুত রক্ত বের করার জন্য মশা লালা ব্যবহার করে। একটি মশার মুখের অংশ একাধিক নালি দিয়ে গঠিত। মশা রক্ত ঝরাতে একটি নালি ব্যবহার করে। আরেকটি নালি রক্তনালিতে লালা প্রবেশ করতে ব্যবহার করে। লালা একটি অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কাজ করে। অর্থাৎ এটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ফলে রক্ত সহজে প্রবাহিত হয় ও মশারা দ্রুত রক্ত শোষণ করতে পারে।
মশার লালার কিছু প্রোটিনে মানুষের অ্যালার্জি হয়। মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা এসব প্রোটিনের প্রতি অতি সংবেদনশীল। লালার প্রতিক্রিয়ায় মানুষের শরীর থেকে হিস্টামিন নিঃসরিত হয়। আঘাতের স্থানে শ্বেত রক্তকণিকা, রক্তের প্লাজমা প্রোটিন এবং অন্যান্য রোগ প্রতিরোধ ব্যবস্থার টুলগুলো আগমনের সুবিধার্থে রক্তনালিগুলোকে প্রসারিত করতে এই জৈবিক উপাদানটি কাজ করে। কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে হিস্টামিন ত্বকে চুলকানি ও প্রদাহ সৃষ্টি করে।
মশার লালা ক্ষতিকর না হলেও মশার কামড়ে প্রাণঘাতী রোগ হতে পারে।
কীটতত্ত্ববিদদের তথ্যমতে, পৃথিবীতে প্রায় সাড়ে ৩ হাজার প্রজাতির মশা রয়েছে। এগুলোর মধ্যে মাত্র ১০০ প্রজাতি রোগ ছড়ায়। মশার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ২০ টির মতো রোগ ছড়ায়। সেগুলোর মধ্যে কিছু রোগ প্রাণঘাতী। বাংলাদেশে ১২৩ প্রজাতির মশার খোঁজ পাওয়া গেছে। ঢাকাতেই ১৪টি প্রজাতির মশার বিচরণ রয়েছে। বাংলাদেশে এ যাবৎ মশাবাহিত পাঁচটি রোগের বিস্তার ঘটেছে—ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জাপানিজ এনসেফালাইটিস। তাই মশা থেকে বাঁচার জন্য নিচের পরামর্শগুলো মেনে চলতে পারেন—
১. ঘরে মশার প্রবেশ ঠেকাতে জানালাতে নেটের পর্দা ব্যবহার করুন।
২. হাত–পা ঢেকে রাখবে রাতে এমন পোশাক পরুন।
৩. মশকনাশক স্প্রে বা কয়েল ব্যবহার করুন।
৪. ঘুমানোর সময় মশারি টাঙিয়ে নিন।
৫. ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
৬. কোনো খালি পাত্রে যেন পানি জমে না থাকে খেয়াল রাখুন। কারণ ডেঙ্গু বা চিকুনগুনিয়া রোগ ছড়ানো মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে।
তথ্যসূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক, ব্রিটানিকা
টোয়েন্টি থ্রি অ্যান্ড মি জিন পরীক্ষার জনপ্রিয় মার্কিন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সাধারণত বাড়িতে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের মাধ্যম মানুষের ডিএনএ বা জিন পরীক্ষা করে। সেই তথ্য গ্রাহককে সরবরাহ করার পাশাপাশি কাছে সংগ্রহ করে রাখে। সম্প্রতি এই প্রতিষ্ঠানটিকে দেউলিয়া ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
২ দিন আগেহার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো এমন একটি অবস্থা, যেখানে হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি মারাত্মক হতে পারে, তবে কিছু সতর্কতা অনুসরণ করলে ঝুঁকি কমানো সম্ভব।
৪ দিন আগেআমাদের দেশের প্রায় ৮০ শতাংশ ডায়াবেটিস রোগী রোজা রাখেন। কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যে যাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন, তাঁরা কিছু জটিলতার সম্মুখীন হন; বিশেষ করে রক্তে সুগারের স্বল্পতা বা আধিক্য, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, পানিশূন্যতা বা ডিহাইড্রেশনে ভোগেন এই রোগে আক্রান্ত মানুষ।
৪ দিন আগেপুরো রমজান মাস আমাদের ঐতিহ্য অনুযায়ী বেশ কিছু অস্বাস্থ্যকর খাবার আমরা খেয়ে থাকি। তাই এ সময় আমাদের পরিপাকতন্ত্র বেশ নাজুক থাকে। বিশেষ করে যাদের হৃৎপিণ্ডের অসুখ আছে, তাদের জন্য ঈদের দিনগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
৪ দিন আগে