মিরপুরে চালু হলো আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেবা 

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০০: ২১
Thumbnail image

রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) একটি নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছে। আজ সোমবার আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী এ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন। 

প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ জনসংযোগ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন কেন্দ্রের মাধ্যমে মিরপুর এবং আশপাশের এলাকার প্রায় ১০ লাখ মানুষের আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা দেওয়া যাবে। এ কেন্দ্রে দেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব রয়েছে। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির, টমাস লিয়াম ব্যারি প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফিরদৌসী কাদরী বলেন, ‘আমরা সব সময় মানুষকে ল্যাবরেটরি পরীক্ষা এবং রোগ শনাক্তকরণের ক্ষেত্রে সর্বোত্তম সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে মিরপুরে আমাদের নতুন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো। আমরা মিরপুর এবং আশপাশের এলাকার বাসিন্দাদের আমাদের বিশ্বমানের পরিষেবা গ্রহণে উৎসাহিত করছি। কেননা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তি সবার জন্যই সহজ হওয়া উচিত।’ 

ডা. মো. ফজলুল কবির বলেন, ‘নতুন ডায়াগনস্টিক সেন্টারটির অবস্থান কৌশলগতভাবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে মিরপুরের বাসিন্দারাই নয়; বরং উত্তরা, আগারগাঁও এবং ফার্মগেট এলাকার বাসিন্দারাও মেট্রোরেলের মাধ্যমে এখানে আসতে পারবেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে এসব এলাকায় বসবাসকারীরা উপকৃত হবেন।’ 

প্রসঙ্গত, নমুনা সংগ্রহ কেন্দ্রটি মিরপুর ১১ মেট্রো রেলস্টেশনের পশ্চিম দিকে শাগুফতা আরএম সেন্টার, প্লট ১৬-১৭, মেইন রোড, মিরপুর ১১, ঢাকা ১২০৬-এ অবস্থিত। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতিবছর আইসিডিডিআরবির ঢাকা ও মতলব হাসপাতালে আগত রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবাদানে সহায়তা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত