বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) একটি নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছে। আজ সোমবার আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী এ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ জনসংযোগ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন কেন্দ্রের মাধ্যমে মিরপুর এবং আশপাশের এলাকার প্রায় ১০ লাখ মানুষের আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা দেওয়া যাবে। এ কেন্দ্রে দেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব রয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির, টমাস লিয়াম ব্যারি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফিরদৌসী কাদরী বলেন, ‘আমরা সব সময় মানুষকে ল্যাবরেটরি পরীক্ষা এবং রোগ শনাক্তকরণের ক্ষেত্রে সর্বোত্তম সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে মিরপুরে আমাদের নতুন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো। আমরা মিরপুর এবং আশপাশের এলাকার বাসিন্দাদের আমাদের বিশ্বমানের পরিষেবা গ্রহণে উৎসাহিত করছি। কেননা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তি সবার জন্যই সহজ হওয়া উচিত।’
ডা. মো. ফজলুল কবির বলেন, ‘নতুন ডায়াগনস্টিক সেন্টারটির অবস্থান কৌশলগতভাবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে মিরপুরের বাসিন্দারাই নয়; বরং উত্তরা, আগারগাঁও এবং ফার্মগেট এলাকার বাসিন্দারাও মেট্রোরেলের মাধ্যমে এখানে আসতে পারবেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে এসব এলাকায় বসবাসকারীরা উপকৃত হবেন।’
প্রসঙ্গত, নমুনা সংগ্রহ কেন্দ্রটি মিরপুর ১১ মেট্রো রেলস্টেশনের পশ্চিম দিকে শাগুফতা আরএম সেন্টার, প্লট ১৬-১৭, মেইন রোড, মিরপুর ১১, ঢাকা ১২০৬-এ অবস্থিত। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতিবছর আইসিডিডিআরবির ঢাকা ও মতলব হাসপাতালে আগত রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবাদানে সহায়তা করে।
রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) একটি নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছে। আজ সোমবার আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী এ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ জনসংযোগ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন কেন্দ্রের মাধ্যমে মিরপুর এবং আশপাশের এলাকার প্রায় ১০ লাখ মানুষের আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা দেওয়া যাবে। এ কেন্দ্রে দেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব রয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির, টমাস লিয়াম ব্যারি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফিরদৌসী কাদরী বলেন, ‘আমরা সব সময় মানুষকে ল্যাবরেটরি পরীক্ষা এবং রোগ শনাক্তকরণের ক্ষেত্রে সর্বোত্তম সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে মিরপুরে আমাদের নতুন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো। আমরা মিরপুর এবং আশপাশের এলাকার বাসিন্দাদের আমাদের বিশ্বমানের পরিষেবা গ্রহণে উৎসাহিত করছি। কেননা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তি সবার জন্যই সহজ হওয়া উচিত।’
ডা. মো. ফজলুল কবির বলেন, ‘নতুন ডায়াগনস্টিক সেন্টারটির অবস্থান কৌশলগতভাবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে মিরপুরের বাসিন্দারাই নয়; বরং উত্তরা, আগারগাঁও এবং ফার্মগেট এলাকার বাসিন্দারাও মেট্রোরেলের মাধ্যমে এখানে আসতে পারবেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে এসব এলাকায় বসবাসকারীরা উপকৃত হবেন।’
প্রসঙ্গত, নমুনা সংগ্রহ কেন্দ্রটি মিরপুর ১১ মেট্রো রেলস্টেশনের পশ্চিম দিকে শাগুফতা আরএম সেন্টার, প্লট ১৬-১৭, মেইন রোড, মিরপুর ১১, ঢাকা ১২০৬-এ অবস্থিত। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতিবছর আইসিডিডিআরবির ঢাকা ও মতলব হাসপাতালে আগত রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবাদানে সহায়তা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং করার এই অভ্যাসটিকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এটি দিয়ে মূলত মানুষের নেতিবাচক খবর খোঁজা এবং পড়ে দেখার একটি প্রবণতাকে বোঝানো হয়। ফলে ডুমস্ক্রলিং মানুষের মন খারাপের কারণ হতে পারে। কিন্তু ঠিক কীভাবে এটি মানুষের মন খারাপের কারণ হয়, সেই বিষয়টি উদ্ঘাটন করেছেন বিজ
৩ ঘণ্টা আগেসুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৩ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৫ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৫ দিন আগে