ডা. তাওহীদা রহমান ইরিন
শিশুদের সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয়, সেটি হলো ডায়াপার বা ন্যাপি র্যাশ। দীর্ঘ সময় একই ডায়াপার পরিধানে পায়খানা-প্রস্রাব ত্বকের সংস্পর্শে আসে। এর সঙ্গে যুক্ত হয় ঘাম। এসব একসঙ্গে তৈরি করে বিভিন্ন রকম সমস্যা।
যা করবেন
দুই ঘণ্টা অন্তর ডায়াপার বদলাতে হবে। ন্যাপি র্যাশ হয়ে গেলে সুদিং ক্রিম ব্যবহার করা যেতে পারে।
অনেক সময় অ্যান্টি-ফাঙ্গাল, জিংক বা হাইড্রো কর্টিসনযুক্ত ক্রিম ব্যবহারের নির্দেশ দেন বিশেষজ্ঞরা।
অনেক সময় শিশুদের কাপড় ক্ষারযুক্ত সাবান দিয়ে ধোয়া হয়। এ কাপড়গুলো শিশুকে পরানো হলে ত্বকে নানা ধরনের র্যাশ দেখা দেয়। এগুলোকে কন্টাক্ট ডারমাটাইটিস বলে।
তাই শিশুর কাপড় ধোয়ার সময় ক্ষারমুক্ত সাবান বেছে নিতে হবে। আজকাল বাজারে ফেব্রিক সফটনার পাওয়া যায়, যা ব্যবহার করা যেতে পারে।
অনেক সময় শিশুর মুখের লালা গড়িয়ে পড়ে ঠোঁটের চারপাশে প্রদাহ হয়ে পেরিওরাল ডারমাটাইটিস সৃষ্টি করে।
ফিডারে দুধ খাওয়ানোর সময় দুধ গড়িয়ে গলা পর্যন্ত চলে যায়, ফলে গলার ভাঁজে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। তাই শিশুদের খাওয়ানোর সময় একটু খেয়াল রাখলেই এ সমস্যা এড়ানো যায়। আর যদি ইনফেকশন হয়েই যায়, তাহলে পরামর্শের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক তো আছেনই।
শিশুর যখন দুই মাস বয়স হয়, তখন তাদের মাথায় হলুদ রঙের একধরনের পদার্থ দেখা দেয়। মায়েরা হঠাৎ করে ভয় পেয়ে যান। এটি আসলে মাথার ওপর আরেকটি বাড়তি প্রলেপ। এর চিকিৎসাও খুব স্বাভাবিক, খুব সাধারণ। একটি বাড়তি আবরণ পড়ে বলে মায়েরা ঘষে ঘষে তোলার চেষ্টা করেন। এটি করবেন না। মিনারেল অয়েল বা প্রাকৃতিক তেল মাথায় দিয়ে এই লেয়ারকে নরম করে, নরম ব্রাশ বা চিরুনি দিয়ে আঁচড়ে পরে সাধারণ বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি নিয়ে ভয়ের কিছু নেই। কারণ, আট মাস থেকে এক বছরের মধ্যে এটি চলে যায়।
নবজাতকের সঙ্গে কিন্তু আসেন নবজাতকের মা। যখন সন্তানকে কোলে নেবেন, তখন অবশ্যই হাত ধুয়ে নেবেন। কারণ, শিশুর ত্বক আমাদের তুলনায় ৩০ শতাংশ পাতলা, তাই যেকোনো ধরনের জীবাণু কিন্তু শিশুকে সংক্রমিত করতে পারে। তাদের ত্বক অনেক স্পর্শকাতর ও নাজুক। যখন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব শিশুকে দেখতে আসবেন, তখন হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতে শিশু জীবাণুর হাত থেকে
রক্ষা পাবে।
লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ
স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:
শিশুদের সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয়, সেটি হলো ডায়াপার বা ন্যাপি র্যাশ। দীর্ঘ সময় একই ডায়াপার পরিধানে পায়খানা-প্রস্রাব ত্বকের সংস্পর্শে আসে। এর সঙ্গে যুক্ত হয় ঘাম। এসব একসঙ্গে তৈরি করে বিভিন্ন রকম সমস্যা।
যা করবেন
দুই ঘণ্টা অন্তর ডায়াপার বদলাতে হবে। ন্যাপি র্যাশ হয়ে গেলে সুদিং ক্রিম ব্যবহার করা যেতে পারে।
অনেক সময় অ্যান্টি-ফাঙ্গাল, জিংক বা হাইড্রো কর্টিসনযুক্ত ক্রিম ব্যবহারের নির্দেশ দেন বিশেষজ্ঞরা।
অনেক সময় শিশুদের কাপড় ক্ষারযুক্ত সাবান দিয়ে ধোয়া হয়। এ কাপড়গুলো শিশুকে পরানো হলে ত্বকে নানা ধরনের র্যাশ দেখা দেয়। এগুলোকে কন্টাক্ট ডারমাটাইটিস বলে।
তাই শিশুর কাপড় ধোয়ার সময় ক্ষারমুক্ত সাবান বেছে নিতে হবে। আজকাল বাজারে ফেব্রিক সফটনার পাওয়া যায়, যা ব্যবহার করা যেতে পারে।
অনেক সময় শিশুর মুখের লালা গড়িয়ে পড়ে ঠোঁটের চারপাশে প্রদাহ হয়ে পেরিওরাল ডারমাটাইটিস সৃষ্টি করে।
ফিডারে দুধ খাওয়ানোর সময় দুধ গড়িয়ে গলা পর্যন্ত চলে যায়, ফলে গলার ভাঁজে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। তাই শিশুদের খাওয়ানোর সময় একটু খেয়াল রাখলেই এ সমস্যা এড়ানো যায়। আর যদি ইনফেকশন হয়েই যায়, তাহলে পরামর্শের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক তো আছেনই।
শিশুর যখন দুই মাস বয়স হয়, তখন তাদের মাথায় হলুদ রঙের একধরনের পদার্থ দেখা দেয়। মায়েরা হঠাৎ করে ভয় পেয়ে যান। এটি আসলে মাথার ওপর আরেকটি বাড়তি প্রলেপ। এর চিকিৎসাও খুব স্বাভাবিক, খুব সাধারণ। একটি বাড়তি আবরণ পড়ে বলে মায়েরা ঘষে ঘষে তোলার চেষ্টা করেন। এটি করবেন না। মিনারেল অয়েল বা প্রাকৃতিক তেল মাথায় দিয়ে এই লেয়ারকে নরম করে, নরম ব্রাশ বা চিরুনি দিয়ে আঁচড়ে পরে সাধারণ বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি নিয়ে ভয়ের কিছু নেই। কারণ, আট মাস থেকে এক বছরের মধ্যে এটি চলে যায়।
নবজাতকের সঙ্গে কিন্তু আসেন নবজাতকের মা। যখন সন্তানকে কোলে নেবেন, তখন অবশ্যই হাত ধুয়ে নেবেন। কারণ, শিশুর ত্বক আমাদের তুলনায় ৩০ শতাংশ পাতলা, তাই যেকোনো ধরনের জীবাণু কিন্তু শিশুকে সংক্রমিত করতে পারে। তাদের ত্বক অনেক স্পর্শকাতর ও নাজুক। যখন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব শিশুকে দেখতে আসবেন, তখন হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতে শিশু জীবাণুর হাত থেকে
রক্ষা পাবে।
লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ
স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:
দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
২ দিন আগেবিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি
৩ দিন আগে২০২৫ সালে এসেও এই চিত্র খুব একটা বদলায়নি। এখনো স্বাস্থ্যের জন্য জরুরি ৪টি উপাদান লৌহ, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, জিংকের ঘাটতিতে ভুগছে প্রায় ২৫ শতাংশ কিশোরী এবং স্থূলতায় আক্রান্ত কমপক্ষে ১০ শতাংশ।
৩ দিন আগেআত্মহত্যা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশে এখনো আত্মহত্যা সংক্রান্ত পর্যাপ্ত গবেষণা ও কার্যকর নীতিমালা তৈরি হয়নি
৩ দিন আগে