স্বাস্থ্য ডেস্ক
শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে রক্তস্বল্পতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে। আয়রনসমৃদ্ধ খাবার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। হাতের কাছেই এ ধরনের খাবার পাওয়া যায়।
হালিম দানা
হালিম দানা বা অ্যালিভ সিড আয়রনে ভরপুর একটি খাবার। এই ক্ষুদ্র বীজ নন-হিম আয়রনের একটি সমৃদ্ধ উৎস। আয়রন ছাড়াও অ্যালিভ সিড ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড ও ভিটামিন সির মতো অন্যান্য পুষ্টি
দিয়ে পূর্ণ।
ডালিম
ডালিমের ভিটামিন সি আয়রন শোষণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফল অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজের ভালো উৎস। ডালিমের দানা খেলে বা ডালিমের রস পান করলে তা আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে।
পালংশাক
পালংশাকে ফোলেটের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যা লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য জরুরি।
এ ছাড়া এতে রয়েছে আয়রন ও ভিটামিন সি। পালংশাক মূলত একটি ক্ল্যাসিক আয়রনসমৃদ্ধ খাবার।
ডিম
একটি বড় আকারের সেদ্ধ ডিমে প্রায় ১ মিলিগ্রাম আয়রন থাকে। ডিম হলো হিম আয়রনের একটি সহজলভ্য উৎস, যা প্রাণিজ খাদ্যে পাওয়া যায়। এটি সহজেই শরীরে শোষিত হয়।
শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে রক্তস্বল্পতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে। আয়রনসমৃদ্ধ খাবার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। হাতের কাছেই এ ধরনের খাবার পাওয়া যায়।
হালিম দানা
হালিম দানা বা অ্যালিভ সিড আয়রনে ভরপুর একটি খাবার। এই ক্ষুদ্র বীজ নন-হিম আয়রনের একটি সমৃদ্ধ উৎস। আয়রন ছাড়াও অ্যালিভ সিড ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড ও ভিটামিন সির মতো অন্যান্য পুষ্টি
দিয়ে পূর্ণ।
ডালিম
ডালিমের ভিটামিন সি আয়রন শোষণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফল অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজের ভালো উৎস। ডালিমের দানা খেলে বা ডালিমের রস পান করলে তা আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে।
পালংশাক
পালংশাকে ফোলেটের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যা লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য জরুরি।
এ ছাড়া এতে রয়েছে আয়রন ও ভিটামিন সি। পালংশাক মূলত একটি ক্ল্যাসিক আয়রনসমৃদ্ধ খাবার।
ডিম
একটি বড় আকারের সেদ্ধ ডিমে প্রায় ১ মিলিগ্রাম আয়রন থাকে। ডিম হলো হিম আয়রনের একটি সহজলভ্য উৎস, যা প্রাণিজ খাদ্যে পাওয়া যায়। এটি সহজেই শরীরে শোষিত হয়।
ব্যথা উপশম এবং প্রদাহ কমানোর জন্য প্রাকৃতিক প্রতিকারের কথা বলতে গেলে অ্যাসপিরিনের মতো ওভার-দ্য-কাউন্টার ওষুধের তুলনায় লবঙ্গ কম নয়। এটি কার্যকর বিকল্প হতে পারে বলে অনেকে মত দিচ্ছেন এখন। লবঙ্গ একটি ছোট্ট, কিন্তু শক্তিশালী মসলা। এটি শত শত বছর ধরে বিশ্বব্যাপী রান্নার কাজে...
১ দিন আগে৩-৪ মাস আগে থেকে আমার মাসিক চলাকালীন স্তনের পাশে প্রচণ্ড ব্যথা হয়। আমার বয়স ৩৩ বছর। এর আগে কখনো এমন সমস্যা হয়নি। আমার একটি সন্তান আছে। তার বয়স ৭ বছর। অর্থাৎ আমার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের বিষয় নেই এখন। হঠাৎ করে ব্যথা হওয়ায় কী করব বুঝতে পারছি না...
১ দিন আগেকাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার...
১ দিন আগেঅনেকের ধারণা, শুধু গরমকালে পানিশূন্যতা হয়। কিন্তু বাস্তবতা হলো, শীতকালেও ডিহাইড্রেশন বা শরীরে পানির অভাব হতে পারে। শীতের শুরুতে আমরা নানা শারীরিক সমস্যার মুখোমুখি হই, যেমন ত্বক বা চুলের সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্যজনিত জটিলতা। এর মধ্যে অন্যতম পানিশূন্যতা, যা শীতকালে কম গুরুত্ব দেওয়া হয়।
১ দিন আগে