Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের পর ফাইজারের কার্যকারিতা কমেছে

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ২৮
দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের পর ফাইজারের কার্যকারিতা কমেছে

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের পর ফাইজারের টিকার কার্যকারিতা আগের তুলনায় কমে গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বেসরকারি স্বাস্থ্য বিমা প্রশাসক ও ডিসকভারি হেলথের এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গবেষণায় দেখা গেছে, গত ১৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে যাঁরা ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি এড়ানোর সম্ভাবনা ৯৩ শতাংশ থেকে কমে ৭০ শতাংশে নেমে গেছে। এ ছাড়া আগে ফাইজারের টিকা নেওয়ার পর করোনায় আক্রান্তের ঝুঁকি থেকে ৮০ ভাগ সুরক্ষা ছিল। কিন্তু বর্তমানে সেটি নেমে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। 

ল্যাবে গবেষণায় দেখা গেছে, করোনার ওমিক্রন ধরনের কার্যকারিতা হ্রাস করার ক্ষমতা ফাইজারের টিকার কমে গেছে। এই গবেষণার ফলাফলগুলো দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় ডিসকভারির ক্লিনিক্যাল গবেষণা এবং অ্যাকচুয়ারিয়াল টিমের বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 

উল্লেখ্য, করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। পরে তা বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রন নিয়ে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় কমিউনিটি ট্রান্সমিশন হলে ডেলটাকেও ছাড়িয়ে যাবে ওমিক্রন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত