সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ মে ২০২৩, ১০: ২৬
Thumbnail image

সুদানে গত কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই জেনারেল। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে যুদ্ধবিরতি শুরু হবে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত যুদ্ধ থেকে বিরত থাকবে দুই পক্ষ।

মঙ্গলবার দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট সালভা কিরের মধ্যস্থতায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য উভয় পক্ষই একমত হয়েছে।

এর আগে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৭২ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। পরে ৭২ ঘণ্টা সময় বাড়াতে দুই পক্ষ সম্মত হয়। 

গত ১৫ এপ্রিল সংঘাতে জড়ায় সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী। এই যুদ্ধের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান, অপর পক্ষে রয়েছেন আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। যুদ্ধে হাসপাতালসহ অনেক জরুরি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদানের রাজধানী খার্তুমে লাখ লাখ মানুষ আটকা পড়েছে। সেখানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত