Ajker Patrika

নাইজারে নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত

নাইজারে নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত

আফ্রিকার নাইজারে প্রতিবেশী নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার নাইজারের মারাদি প্রদেশের নাশাদে গ্রামে এই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

মারাদি প্রদেশের গভর্নর ও নাইজারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘দস্যুদের’ লক্ষ্য করে নাইজেরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ওই ৭ শিশু নিহত হয়েছে। 

মারাদির গভর্নর শাইবু আবুবাকার এএফপিকে বলেছেন, ‘অসাবধানতাবশত ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন তাৎক্ষণিকভাবে নিহত হন ও বাকি ৩ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’ 

গভর্নর আবুবাকার আরও বলেন, ‘নিহত শিশুদের বাবা-মা একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিমান হামলার সময় শিশুরা অনুষ্ঠানস্থলের বাইরে খেলছিল।’ 

আবুবাকার জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে, বিমান হামলাটি দুই দেশের সীমান্তবর্তী এলাকার ‘সশস্ত্র দস্যুদের’ লক্ষ্য করে চালানো হয়েছিল। কিন্তু তাঁরা লক্ষ্য মিস করায় মাদারুনফার নাশাদে আঘাত হেনেছে। 

উল্লেখ্য, নাইজার ও নাইজেরিয়া সরকার ওই অঞ্চলে অপহরণ ও হত্যার জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান পরিচালনা করছে। ২০১৮ সাল থেকেই নাইজার দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ রোধে নাইজেরিয়ার সঙ্গে সীমান্তে সামরিক টহল জোরদার করেছে। 

উল্লেখ্য, এর আগেও মারাদি শহরের একটি স্কুলে অগ্নিকাণ্ডে ৫ / ৬ বছর বয়েসি ২৬ শিশু মারা যাওয়ার মাত্র ৩ মাস পর এই ঘটনা ঘটল। 

নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত