অনলাইন ডেস্ক
চলতি বছরের জানুয়ারি মাস থেকে চলতি আগস্ট পর্যন্ত আফ্রিকার দেশগুলোতে প্রায় ১৯ হাজার ব্যক্তি এমপক্সে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মাত্র এক সপ্তাহ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০০ জন। আজ শনিবার আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে।
এই পরিসংখ্যানের আলোকে বলা চলে, এমপক্স ভাইরাসের নতুন প্রকরণ ক্ল্যাড-১বি আগের প্রকরণটির তুলনায় অনেক বেশি সহজে সংক্রামক। এবং এই বিষয়টিই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে বাধ্য করেছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহের বুধবার আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। যা সংস্থাটির সর্বোচ্চ সতর্কবার্তা।
আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক বিবৃতিতে আজ শনিবার জানিয়েছে, ‘আজ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের ১২টি সদস্য রাষ্ট্র থেকে ৩ হাজার ১০১ জনের নিশ্চিতভাবে এমপক্সে আক্রান্ত হওয়ার এবং ১৫ হাজার ৬৩৬ জনের সন্দেহভাজনভাবে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে ৫৪১ জন মারা গেছেন। মৃত্যুর হার ২ দশমিক ৮৯ শতাংশ।’
আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, এমপক্সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। দেশটিতে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ক্ল্যাড-১বি প্রকরণে আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া যায়। এর পর এখন পর্যন্ত ১ হাজার ৫ জন দেশটিতে এমপক্সে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে বিগত সপ্তাহেই মারা গেছে ২৪ জন। দেশটির ২৬টি প্রদেশের প্রত্যেকটিতেই আক্রান্তের খবর পাওয়া গেছে।
এর বাইরে, প্রতিবেশী বুরুন্ডিতে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। সব মিলিয়ে আফ্রিকার ১২টি দেশে মোট প্রায় ১৯ হাজার ব্যক্তি এমপক্সে আক্রান্ত হয়েছেন। যা বিগত বছর অর্থাৎ ২০২৩ সালের তুলনায় অন্তত ১৪ হাজার ৩৮৩ জন বেশি।
আফ্রিকার দেশগুলো ছাড়াও ইউরোপের দেশ সুইডেন এবং দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এমপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্বের অন্যান্য স্থানে এই এমপক্স নিয়ন্ত্রণে আনা গেলেও আফ্রিকার কিছু অংশে বিগত কয়েক দশক ধরেই এই রোগ বিশাল জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ১৯৭০ সালে কঙ্গোতে প্রথমবার এই বসন্তে আক্রান্ত মানুষ পাওয়া যায়। এরপর থেকেই চলছে এর ছড়িয়ে পড়া।
এমপক্স ভাইরাসের নতুন প্রকরণটি বেশ উদ্বেগের সৃষ্টি করেছে। আগে যেমন ভাবা হতো যে, হয়তো সমকামী পুরুষদের মধ্যেই এটি বেশি ছড়ায়, কিন্তু এখন দেখা যাচ্ছে এটি যৌন সম্পর্ক বা যোগাযোগ ছাড়াও ছড়াচ্ছে। বিশেষ করে বিভিন্ন আশ্রয় শিবিরে শিশুদের মধ্যে এটি ব্যাপক হারে ছড়াচ্ছে। কঙ্গো ছাড়িয়ে এই ভাইরাসের নতুন প্রকরণটি রুয়ান্ডা, উগান্ডা, বুরুন্ডি ও কেনিয়ায় ছড়িয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমপক্স একটি বৈশ্বিক উদ্বেগ। আফ্রিকায় মানুষকে মেরে ফেলার পাশাপাশি এটি নিত্যনতুন উপায়ে বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তবে আশার আলো হলো—এটি কোভিড-১৯ ভাইরাসের মতো নয়। এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি যে এটি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। বিষয়টি স্বস্তিদায়ক হলেও এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সরকারগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে চলতি আগস্ট পর্যন্ত আফ্রিকার দেশগুলোতে প্রায় ১৯ হাজার ব্যক্তি এমপক্সে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মাত্র এক সপ্তাহ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০০ জন। আজ শনিবার আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে।
এই পরিসংখ্যানের আলোকে বলা চলে, এমপক্স ভাইরাসের নতুন প্রকরণ ক্ল্যাড-১বি আগের প্রকরণটির তুলনায় অনেক বেশি সহজে সংক্রামক। এবং এই বিষয়টিই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে বাধ্য করেছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহের বুধবার আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। যা সংস্থাটির সর্বোচ্চ সতর্কবার্তা।
আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক বিবৃতিতে আজ শনিবার জানিয়েছে, ‘আজ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের ১২টি সদস্য রাষ্ট্র থেকে ৩ হাজার ১০১ জনের নিশ্চিতভাবে এমপক্সে আক্রান্ত হওয়ার এবং ১৫ হাজার ৬৩৬ জনের সন্দেহভাজনভাবে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে ৫৪১ জন মারা গেছেন। মৃত্যুর হার ২ দশমিক ৮৯ শতাংশ।’
আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, এমপক্সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। দেশটিতে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ক্ল্যাড-১বি প্রকরণে আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া যায়। এর পর এখন পর্যন্ত ১ হাজার ৫ জন দেশটিতে এমপক্সে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে বিগত সপ্তাহেই মারা গেছে ২৪ জন। দেশটির ২৬টি প্রদেশের প্রত্যেকটিতেই আক্রান্তের খবর পাওয়া গেছে।
এর বাইরে, প্রতিবেশী বুরুন্ডিতে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। সব মিলিয়ে আফ্রিকার ১২টি দেশে মোট প্রায় ১৯ হাজার ব্যক্তি এমপক্সে আক্রান্ত হয়েছেন। যা বিগত বছর অর্থাৎ ২০২৩ সালের তুলনায় অন্তত ১৪ হাজার ৩৮৩ জন বেশি।
আফ্রিকার দেশগুলো ছাড়াও ইউরোপের দেশ সুইডেন এবং দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এমপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্বের অন্যান্য স্থানে এই এমপক্স নিয়ন্ত্রণে আনা গেলেও আফ্রিকার কিছু অংশে বিগত কয়েক দশক ধরেই এই রোগ বিশাল জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ১৯৭০ সালে কঙ্গোতে প্রথমবার এই বসন্তে আক্রান্ত মানুষ পাওয়া যায়। এরপর থেকেই চলছে এর ছড়িয়ে পড়া।
এমপক্স ভাইরাসের নতুন প্রকরণটি বেশ উদ্বেগের সৃষ্টি করেছে। আগে যেমন ভাবা হতো যে, হয়তো সমকামী পুরুষদের মধ্যেই এটি বেশি ছড়ায়, কিন্তু এখন দেখা যাচ্ছে এটি যৌন সম্পর্ক বা যোগাযোগ ছাড়াও ছড়াচ্ছে। বিশেষ করে বিভিন্ন আশ্রয় শিবিরে শিশুদের মধ্যে এটি ব্যাপক হারে ছড়াচ্ছে। কঙ্গো ছাড়িয়ে এই ভাইরাসের নতুন প্রকরণটি রুয়ান্ডা, উগান্ডা, বুরুন্ডি ও কেনিয়ায় ছড়িয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমপক্স একটি বৈশ্বিক উদ্বেগ। আফ্রিকায় মানুষকে মেরে ফেলার পাশাপাশি এটি নিত্যনতুন উপায়ে বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তবে আশার আলো হলো—এটি কোভিড-১৯ ভাইরাসের মতো নয়। এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি যে এটি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। বিষয়টি স্বস্তিদায়ক হলেও এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সরকারগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে