অনলাইন ডেস্ক
নাইজারের আগাদেজ শহরে কাদামাটি দিয়ে বিশেষভাবে তৈরি ওই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো। তবে বন্যার কারণে এই মসজিদ এখন হুমকির মুখে। সাহারা মরুভূমির এক প্রান্তে অবস্থিত ওই এলাকার নদীগুলো উপচে পড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এএফপির তথ্যমতে, নাইজারের এবারের বর্ষাকাল বিশেষভাবে বিধ্বংসী। ইতিমধ্যেই এই মৌসুমে ২৭০ জন নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের আগাদেজ শহর মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত খুবই বিরল। কিন্তু বিগত কয়েক দিন ধরে এখানে নিয়মিত এবং বিরামহীন বৃষ্টি হচ্ছে। এই শহরের সাবেক মেয়র আবদুরাহমানে তোরাওয়া এই বৃষ্টিপাতকে ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন।
এএফপিকে আবদুরাহমানে বলেছেন, ‘আগাদেজের পুরোনো শহরটি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পুকুরগুলো উপচে পড়েছে, অনেক বাড়ি ধসে গেছে। এমনকি গ্র্যান্ড মসজিদও রেহাই পায়নি।’
নাইজারের রাজধানী নিয়ামির প্রায় ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আগাদেজ শহরটি ট্রান্স-সাহারান কাফেলা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। সেখানেই ১৬ শতকের একটি মসজিদের ওপর ৮৯ ফুট দীর্ঘ এবং সম্পূর্ণ কাদা-ইট দিয়ে তৈরি একটি মিনার রয়েছে। এএফপির হাতে আসা সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে মসজিদের স্তম্ভগুলো পানিতে ক্ষয়ে গেছে এবং বিভিন্ন বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মসজিদের মুয়াজ্জিন মাহামত সোলায়মান জানিয়েছেন, পুরোনো এই শহরটিতে পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে।
নাইজারের আগাদেজ শহরে কাদামাটি দিয়ে বিশেষভাবে তৈরি ওই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো। তবে বন্যার কারণে এই মসজিদ এখন হুমকির মুখে। সাহারা মরুভূমির এক প্রান্তে অবস্থিত ওই এলাকার নদীগুলো উপচে পড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এএফপির তথ্যমতে, নাইজারের এবারের বর্ষাকাল বিশেষভাবে বিধ্বংসী। ইতিমধ্যেই এই মৌসুমে ২৭০ জন নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের আগাদেজ শহর মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত খুবই বিরল। কিন্তু বিগত কয়েক দিন ধরে এখানে নিয়মিত এবং বিরামহীন বৃষ্টি হচ্ছে। এই শহরের সাবেক মেয়র আবদুরাহমানে তোরাওয়া এই বৃষ্টিপাতকে ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন।
এএফপিকে আবদুরাহমানে বলেছেন, ‘আগাদেজের পুরোনো শহরটি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পুকুরগুলো উপচে পড়েছে, অনেক বাড়ি ধসে গেছে। এমনকি গ্র্যান্ড মসজিদও রেহাই পায়নি।’
নাইজারের রাজধানী নিয়ামির প্রায় ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আগাদেজ শহরটি ট্রান্স-সাহারান কাফেলা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। সেখানেই ১৬ শতকের একটি মসজিদের ওপর ৮৯ ফুট দীর্ঘ এবং সম্পূর্ণ কাদা-ইট দিয়ে তৈরি একটি মিনার রয়েছে। এএফপির হাতে আসা সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে মসজিদের স্তম্ভগুলো পানিতে ক্ষয়ে গেছে এবং বিভিন্ন বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মসজিদের মুয়াজ্জিন মাহামত সোলায়মান জানিয়েছেন, পুরোনো এই শহরটিতে পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৪ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে