Ajker Patrika

নাইজেরিয়ায় পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত

পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। ছবি: এক্স
পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। ছবি: এক্স

নাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পেট্রল ট্যাংকার উল্টে জ্বালানি ছড়িয়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৭০ টিরও বেশি মরদেহ এবং ৫৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশপাশের ১৫ টিরও বেশি দোকান ধ্বংস হয়ে গেছে।

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার টসুকোয়াম বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার পেট্রলবাহী একটি ট্রাক দিক্কো মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে।

তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বেশির ভাগই স্থানীয় দরিদ্র বাসিন্দা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ক্রমেই ভিড় বাড়ছিল।

তিনি আরও বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নাইজার রাজ্যের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণের ঘটনাটি দুর্ভাগ্যজনক, হৃদয়বিদারক ও উদ্বেগজনক।

নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছর অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়।

জ্বালানি সংকট ও নিরাপত্তার অভাবে জীবনযাত্রার তীব্র সংকটে ভুগছে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় আসার পর বহু বছর ধরে চলা জ্বালানি ভর্তুকি বাতিল করেন। যার ফলে নাইজেরিয়ায় পেট্রলের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত